ক্লিক করে আয় নিয়ে এর আগে একটি টিউন করেছিলাম, সেটি অনেকেই পড়েছেন। সেদিন বলেছিলেম ক্লিক করলেই যেসব সাইটে আয় হয় সেগুলো নিয়ে সন্দেহ আছে। আজকে যেটি বলতে যাচ্ছি এটাতে নিশ্চিত আয় হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
উত্তরঃ সবাই এই সাইটের মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যদি বাংলা বা, ইংরেজীতে মোটামুটি দক্ষ হোন তাহলেই এটা সম্ভব। একটু সময় দিতে হবে, কোন ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। আর হ্যা, আগ্রহ না থাকলে কিন্তু আয় করতে পারবেন না। কিছুদিন কষ্ট করতে হবে, এরপর ছবিতে যেভাবে দেখছেন এভাবে টাকা গুণবেন।
উত্তরঃ লেখালেখি করে, বাংলায় একটি ব্লগ তৈরি করুন। সাধারণ ব্লগ নয়, একটি নির্দিষ্ট বিষয়ের উপর হতে হবে এবং এই বিষয়ে গুগলে সার্চ হয় এমন হতে হবে। কোন বিষয়ে মাসে কতবার সার্চ হয় সেটা খুঁজে পাওয়ার জন্য গুগলের একটি ফ্রি টুল আছে, এর নাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই টুল ব্যবহার করে খুঁজে বের করুন কি লিখে বেশী সার্চ হয়। এরপর সেই বিষয়ের একটি ব্লগ তৈরি করুন।
টাকা ব্যয় না করে ব্লগ তৈরিঃ ব্লগের ডিজাইন নিয়ে খুব বেশী ভাবার দরকার নেই, লেখার মাণ নিয়ে ভাবুন এবং কি নিয়ে লিখছেন তার বাজারমূল্য নিয়ে ভাবুন। ফ্রিতে গুগলের ব্লগস্পটে ব্লগ তৈরি করা যায়, আপনিও তৈরি করে ফেলুন। ফ্রি টেমপ্লেট এপ্লাই করে, এবার লিখতে শুরু করুন। বিষয় নিয়ে তো আগেই বলেছি। এবারে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ হওয়া বিষয় খুঁজুন আর সেটা নিয়ে আর্টিকেল লিখুন- ৫০০+ শব্দে। কিছু বাংলা সাইটে ব্যাকলিংক তৈরি করুন, একটি ফেসবুক পেজ আর একটি টুইটার একাউন্ট।
৫/১০ দিন পরে দেখবেন আপনার ব্লগ সার্চে আসতে শুরু করেছে। ১০/১৫ টি ইউনিক লেখা থাকলে এডসেন্স এ এপ্লাই করে ফেলুন। ১৫ দিনের মধ্যে এপ্রুভাল পেয়ে যাবেন। এরপর লিখতেই থাকবেন(মাণসম্মত ও মৌলিক লেখা)। আপয়ার সাইট ভিজিট করে ভিজিটরেরা এডে যতবার ক্লিক করবে আপনি ততবার টাকা পাবেন। আপনার এডসেন্স একাউন্টে টাকা জমা হবে। ১০০ ডলার হলেই তুলতে পারবেন রকেটে বা, ব্যাংকের একাউন্টে। আরো জানতে টিউমেন্ট করুন, আমি আরো ব্যাখ্যা করবো।
আপনার জন্য শুভ কামনা।
তথ্যসূত্রঃ গুগল এডসেন্স পাওয়ার সহজ উপায়- লেখক ডট মি
আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।
ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz
Easy to say