আমি গত কয়েক মাস থেকে গুগল এডসেন্স এর চেক পেয়ে আসছি তাই অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিভাবে আমি গুগল এডসেন্স চেক ভাঙাই তার বিস্তারিত নিয়ে একটি টিউন করতে আমিও কথা দিয়েছিলাম এ মাসের চেক পেলে তা নিয়ে একটি টিউন করবো। ভেবেছিলাম এ মাসে চেক পেতে পাঁচ তারিখ হবে কিন্ত আজ সকালে বাসার ছাদ থেকে দেখলাম ডিএইচএল এর গাড়ি এসেছে আমার বাসার সামনে আর তা থেকে নামছে ডিএইচএল ম্যাসেন্জার টিম এর সদস্যরা আমার আর বুঝতে বাকি রইলো না আমার এ মাসের গুগল এডসেন্স চেক চলে এসেছে। যাই হোক এখন গুগল ভাঙানোর পদ্ধতি সম্বন্ধে বলি।
এটি আমার মে মাসের আয়ের চেক গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী যে মাসের চেক তার পরের মাসের ত্রিশ তারিখে ছাড়া হয়। কুরিয়ারে আনলে তা তার পরের মাসের পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। তাই মে মাসে গুগলে আমার আয়কৃত $438.77 থেকে কুরিয়ারের $28 কেটে $410.77 এর এডসেন্স চেক পাঠানো হয়েছে। এই চেকটির উপরের অংশছিড়ে রেখে নিচের এই অংশ টুকু ব্যাংকে জমা দিতে হয়। এর সামনের দিকে আপনাকে কোন কিছুই করতে হবে না।
এটি পেছনের অংশ এখানে চিন্হিত অংশে আপনার নাম (স্বাক্ষর নয়) লিখবেন। এডসেন্স এ যে নামটি দেয়া আছে সেই নামটি দেবেন যেমন এডসেন্স একাউন্টে আমার নামে MD এর পরে ডট ছিলনা তাই আমি সেভাবেই নাম লিখেছি।
আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন। একাউন্টটি আমার মতে ষ্ট্যান্ডার্ড অথবা ইসলামী ব্যাংকে খুললেই ভালো। চেকটি ভাঙাতে ষ্ট্যান্টার্ড ব্যাংকে $4 সরকারী ব্যাংকে $5, ইসলামী ব্যাংকে $8-10 আর যেকোন বেসরকরী ব্যাংকে $12-15 চার্জ কাটবে। তবে আমি আগেও বলেছি ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টকা কয়েকদিন আগে পাওয়া যায়। এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি এটাচ করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে।
পূর্ব প্রকাশ http://www.earnbd24.co.cc
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন… হয়। শাকিল ভাই একটা পার্টি আয়োজন করুন… এতো টাকা ইনকাম করছেন । আমাদেরনা আবার কু-নজর লেগে যায় !
@ তারেক ভাই- আপনাদের কাজে লাগার জন্যই করা। আপনাকেও ধন্যবাদ আর আশা করি সুখবরটি পেয়েছেন ইয়াহূতে।
@ মর্মর- আপনাকেও ধন্যবাদ, চেক হাতে পেলে ভাঙাতে পারবেন। আর যে নামে এডসেন্স একাউন্ট সেই নামে একাউন্ট খোলেন( ন্যাশনাল আই.ডি দি না হলে ওই নামে কমিশনার সার্টিফিকেট যোগাড় করেন।)।
@ Sohel islam- হ্যাঁ 438.77$।
@ shojib- আপনাকেও ধন্যবাদ।
@ yasin Arafat- http://www.bdweb7.com/ এটাই আমার সাইট।
@ টিউটো- মিস্টি বাসায় এসে খেয়ে যাইয়েন। আর যদি না আসেন তাহলে এটাচ করে পাঠিয়ে দেব। আসলেই আমাদের সবার একটা মিলিত হবার মত কিছু করার দরকার। কোন পিকনিক বা সেমিনার হলেই ভাল হয়। এরাঞ্জ করেন।
@ http://www.tech-bd.blogspot.com – এত তাড়াতাড়ি মাথা নষ্ট হলে হবে কেমনে? আরো অনেক চমক আছে তো। এইটাতো দুইমাস আগের। চিন্তা কইরেন না বড় করে পকেট দিয়া জামা বানাইতেছি।
@ shojib- হ্যাঁ পার্টি একবার দিছি আবার দেবো। আমার মনে হয় না আপনারা কুনজর দেবেন। কারন আপনারা আমার শুভাকাঙ্খী বলেই আমি বিশ্বাষ করি। আর আপনাদের সবার জন্যই আমার এই সাফল্য।
vai ato taka kivabe aai koren . ami too 6mash dhore matro $1.60 income korlam.. plz kivbe aktu bolen
How it is possible to earn this much money.
I visited your site. That is not extraordinary something.
So how you earned this money.
Can you please clear it.
Thanks.
অনেক অনেক ধন্যবাদ। কাজে লাগবে আশা করি।
(শাকিল ভাই সুখবরটি তো বললেন না)