গুগল এডসেন্স চেক যেভাবে ভাঙাবেন।

আমি গত কয়েক মাস থেকে গুগল এডসেন্স এর চেক পেয়ে আসছি তাই অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন কিভাবে আমি গুগল এডসেন্স চেক ভাঙাই তার বিস্তারিত নিয়ে একটি টিউন করতে আমিও কথা দিয়েছিলাম এ মাসের চেক পেলে তা নিয়ে একটি টিউন করবো। ভেবেছিলাম এ মাসে চেক পেতে পাঁচ তারিখ হবে কিন্ত আজ সকালে বাসার ছাদ থেকে দেখলাম ডিএইচএল এর গাড়ি এসেছে আমার বাসার সামনে আর তা থেকে নামছে ডিএইচএল ম্যাসেন্জার টিম এর সদস্যরা আমার আর বুঝতে বাকি রইলো না আমার এ মাসের গুগল এডসেন্স চেক চলে এসেছে। যাই হোক এখন গুগল ভাঙানোর পদ্ধতি সম্বন্ধে বলি।
Adsense Cheque

এটি আমার মে মাসের আয়ের চেক গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী যে মাসের চেক তার পরের মাসের ত্রিশ তারিখে ছাড়া হয়। কুরিয়ারে আনলে তা তার পরের মাসের পাঁচ তারিখের মধ্যে পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়। তাই মে মাসে গুগলে আমার আয়কৃত $438.77 থেকে কুরিয়ারের $28 কেটে $410.77 এর এডসেন্স চেক পাঠানো হয়েছে। এই চেকটির উপরের অংশছিড়ে রেখে নিচের এই অংশ টুকু ব্যাংকে জমা দিতে হয়। এর সামনের দিকে আপনাকে কোন কিছুই করতে হবে না।
a1.JPG

এটি পেছনের অংশ এখানে চিন্হিত অংশে আপনার নাম (স্বাক্ষর নয়) লিখবেন। এডসেন্স এ যে নামটি দেয়া আছে সেই নামটি দেবেন যেমন এডসেন্স একাউন্টে আমার নামে MD এর পরে ডট ছিলনা তাই আমি সেভাবেই নাম লিখেছি।

আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন। একাউন্টটি আমার মতে ষ্ট্যান্ডার্ড অথবা ইসলামী ব্যাংকে খুললেই ভালো। চেকটি ভাঙাতে ষ্ট্যান্টার্ড ব্যাংকে $4 সরকারী ব্যাংকে $5, ইসলামী ব্যাংকে $8-10 আর যেকোন বেসরকরী ব্যাংকে $12-15 চার্জ কাটবে। তবে আমি আগেও বলেছি ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টকা কয়েকদিন আগে পাওয়া যায়। এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি এটাচ করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে।

পূর্ব প্রকাশ http://www.earnbd24.co.cc

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ। কাজে লাগবে আশা করি।
(শাকিল ভাই সুখবরটি তো বললেন না)

বস আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি এডসেন্স চেক পেয়েছিলাম গত ১২ইজুন।চেক ইস্যু হয়েছিল ২৮ মে।
কিন্তু acc.. disable হয়েছে ১৫ই জুন এবং আমার ন্যাশনাল কার্ডে আমার নাম হচ্ছে md. momtasir haque basunia
কিন্তু adsense acc..পে নেম md. momtasir basunia riyad
এ দুটো ভুলের কোন সমাধান আছে।
আমি কি এডসেন্স চেক ভাঙাতে পারব।

S438.77 us dollar naki

Level 0

শাকিল ভাই… অনেক অনেক ধন্যবাদ ।

শাকিল ভাই আপনার ওয়েব সাইটটির link দিন,

অফিসের কাজে আর সাইট আপডেটের কাজে ব্যস্ত থাকায় অনেক দরকারী টিউনই মিস করছি। এত টাকা পাচ্ছেন, মিস্টি কই?
একদিন সবাই একসাথে মিলিত হলে কেমন হয়?

শাকিল ভাই…. মাথা পুরা নষ্ট ,এত টাকা রাখবেন কই !

Level 0

দারুন… হয়। শাকিল ভাই একটা পার্টি আয়োজন করুন… এতো টাকা ইনকাম করছেন । আমাদেরনা আবার কু-নজর লেগে যায় !

@ তারেক ভাই- আপনাদের কাজে লাগার জন্যই করা। আপনাকেও ধন্যবাদ আর আশা করি সুখবরটি পেয়েছেন ইয়াহূতে।
@ মর্মর- আপনাকেও ধন্যবাদ, চেক হাতে পেলে ভাঙাতে পারবেন। আর যে নামে এডসেন্স একাউন্ট সেই নামে একাউন্ট খোলেন( ন্যাশনাল আই.ডি দি না হলে ওই নামে কমিশনার সার্টিফিকেট যোগাড় করেন।)।
@ Sohel islam- হ্যাঁ 438.77$।
@ shojib- আপনাকেও ধন্যবাদ।
@ yasin Arafat- http://www.bdweb7.com/ এটাই আমার সাইট।
@ টিউটো- মিস্টি বাসায় এসে খেয়ে যাইয়েন। আর যদি না আসেন তাহলে এটাচ করে পাঠিয়ে দেব। আসলেই আমাদের সবার একটা মিলিত হবার মত কিছু করার দরকার। কোন পিকনিক বা সেমিনার হলেই ভাল হয়। এরাঞ্জ করেন।
@ http://www.tech-bd.blogspot.com – এত তাড়াতাড়ি মাথা নষ্ট হলে হবে কেমনে? আরো অনেক চমক আছে তো। এইটাতো দুইমাস আগের। চিন্তা কইরেন না বড় করে পকেট দিয়া জামা বানাইতেছি।
@ shojib- হ্যাঁ পার্টি একবার দিছি আবার দেবো। আমার মনে হয় না আপনারা কুনজর দেবেন। কারন আপনারা আমার শুভাকাঙ্খী বলেই আমি বিশ্বাষ করি। আর আপনাদের সবার জন্যই আমার এই সাফল্য।

vai ato taka kivabe aai koren . ami too 6mash dhore matro $1.60 income korlam.. plz kivbe aktu bolen

শাকিল ভাই, গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় তা একটু বিন্তারিত জানাবেন ?

How it is possible to earn this much money.

I visited your site. That is not extraordinary something.

So how you earned this money.

Can you please clear it.

Thanks.

Level 0

লেখাটি আসলেই খুব দরকারী এবং প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাকে।

@ http://www.y2zmusic.com- এটা এসইও এর মাধ্যমেই সম্ভব। যদি নিয়মিত দু-তিন ঘন্টা দেন তাহলে এর দ্বিগুন বা তিনগুনও সম্ভব।

Level 0

Congratulations!

শাকিল ভাই
আমার গুগল এডসেন্স আগে প্রতি click (0.20) এর মতো পেতাম কিন্তু এখন প্রতি click (0.01, 0.03, 0.05 and 0.07) এর মতো পাই।
কারনটা কি একটু জানাবেন।

@Anup এর কারন হল নির্দিষ্ট কিছু ভিজিটর আপনার সাইট ভিজিট করে নতুন ভিজিটর নাই এর কারনে ক্লিক রেট কমছে।

Level 0

ধন্যবাদ শাকিল ভাই।

Level New

SHAKIL VAI AMAR EKTA BLOG ASE ……….ER AGEY 5/6 BAR DIASABLE HOYSE GOOGLE ADSENSE KORE……AMI SHOPNO DEKHI APNAR MOTO MASHE MASHE GOOGLE ADSENSE ER MADHOME TAKA EARN KORAR……KINTU VAI DISABLE HOBAR KARONE A SETA POSSIBLE HOSSE NA…… JATE DISABLE NA HOY SETAR SOLUTION KI ? SHAKIL VAI AMAR SITE TA PLEASE DEKHBEN : http://captchaentryjob.blogspot.com/ ADSENSE CHECK ADSENSE CHECK ADSENSE CHECK adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense cheque adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check adsense check

Level 0

ধন্যবাদ শাকিল ভাই।

Level 2

শাকিল ভাই , একটা কথা প্লীজ উত্তর দিবেন। আমি জানতাম যে গুগল একটা পেজে 3 টা এড ব্লক ইউজ করার অনুমতি দেয়। 3টার বেশী ব্লক ইউজ করলে একাউন্ট ব্যান করে দিতে পারে। কিন্তু আপনার bdweb7.com এ দেখলাম অনেকগুলা ad use করেছেন। তার মানে কি আমি অনেকগুলা এড ইউজ করতে পারবো?

@ shamims সিস্টেম আছে!!! (হা হা হা হাঃ-))

শাকিল ভাই,
আপনার সাথে কথা বলা আমার জরুরি। আপনার নাম্বার আমার কাছে নাই। আমারটা হলো : 01914056526
ভাই একটু যোগাযোগ কইরেন । Thank You.

বর্তমানে আমি ভারতে, আমার চেক আসে গুগল ইন্ডিয়া হায়দ্রাবাদ অফিস থেকে এবং ভারতীয় টাকাতেই চেক, তাই কোনো চার্জ দিতে হচ্ছেনা। এবং, চেকের পেছনের অংশে নাম লিখতে হয়না এখানে। অন্যান্য যেকোনো সাধারন চেকের মতোই ব্যাঙ্কে জমা দিয়ে দিই, ক্যাশ হতে দুই/তিনদিন সময় নেয় মাত্র। যেকোনো ব্যাঙ্কেই জমা দেওয়া যাচ্ছে চেক।

    হূমম ওটা ভারত আর এটা বাংলাদেশ। আমরা তথ্য প্রযুক্তিতে এখনো অনেক পিছিয়ে। ধণ্যবাদ আপনাকে।

    আমি বাংলাদেশে থাকতে HSBC’তে জমা দিতাম চেক। HSBC থেকে আমাকে চেকের পেছনে নাম লিখে দিতে বলেনি কোনোদিন। তবে প্রথমবারে আমার কাছে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে কি নিয়ম আলাদা নাকি? আপনার কাছে কি ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেয়েছিল?

    না আমাকে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে বলেনি। আর এ দেশে নিয়ম এতই বিচিত্র এমন কথাও শুনতে হয় গুগলের একাউন্টে যদি টাকা না থাকে আবার অনেকেই বলে গুগল ফ্রড। আমি যা বুঝলাম এদেশে আপনার পরিচিত কেউ থাকলে আপনি ১ মিনিটে ক্যাশ করতে পারবেন আর কেউ যদি পরিচিত না থাকে তাহলে টাকা ৩ মাসেও আসবে কিনা সন্দেহ আসলেও আপনার চেকের থেকে ব্যাংকের কর্মকর্তারা টাকা বেশ কিছু রেখে দেবে।

shamims ভাই বেপার টা কিছু ই না . সাইট টা তে frontpage ar Frame page use করেন ১ পেজে 3 টার বেশি এড ব্লক ইউজ করার অনুমতি দিবে।

    @শাকিল:

    যে ভাবেই হোক এক পেজে ৩টার বেশী এডসেন্স এড দেওয়া অবৈধ।

    ধরে ধরে ধরে না, ধরলে গুগল ছাড়ে না ….

আমার একটা প্রশ্ন আছে। Adsense account a payee name a to " MD " er por dot deya jayna. Bank account a jodi " MD." thake tahole ki problem hobe? naki dot chara account khulte hobe?

Level 0

শাকিল আরেফিন ভাই,
সালাম নিবেন।
ভাই, আপনার লিখাটি পড়লাম। গুগল এডসেন্স চেক ভাঙানোর ব্যাপারে বিস্তারিত জানলাম। টিউনটি জরুরী ছিল আমাদের জন্য।

ভাই, প্রায় দেড় মাস পূর্বে http://www.kazirhut.com নামে একটি বাংলা ফোরাম ওপেন করেছি।
সমস্ত বাংলা ভাষাভাষী ভাই-বোনদের জন্য পরিচ্ছন্ন ও নন-এডাল্ট বাংলা ফোরাম।
ফোরামে কিভাবে গুগল এডসেন্স লাগানো ও আয় করার ব্যাপারে আপনার মুল্যবান দিক নির্দেশনা চাই।
সকলকে ধন্যবাদ।
সবাই একটু বেড়িয়ে আসবেন প্লীজ…
http://www.kazirhut.com

ভাই এতো জনের comment পড়ে হাপাই উঠছি, আমি গুগুল অ্যাডসেন্স এ কাজ শুরু করি ৩ মাস আগে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে সব কিছু নিয়ে এখন পর্যন্ত ভালই আছি চেক ১ টা পাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কে বলে বাংলাদেশ এ অ্যাকাউন্ট পাওয়া যায় না আমি কালকেও ১ টি অ্যাকাউন্ট তৈরি করলাম, তাই চেষ্টা করেন পেয়ে যাবেন…