কন্টেন্ট রাইটিং এর জন্য কার্যকর তিনটি টুল

বর্তমান সময়ে কনটেন্ট রাইটিং যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আর সেটি যদি হয় ইংরেজিতে কনটেন্ট রাইটিং তাহলে তো কোন কথাই নেই। আর সমস্যাটা শুরু হয় এখান থেকেই কারণ আমরা ইংরেজিতে কনটেন্ট লিখতে ভয় পাই। তবে আজকে আমি আপনাদের সাথে তিনটি টুল শেয়ার করছি যেটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে ইনশা-আল্লাহ।

শুরুতেই যেই টুলটি থাকছে সেটি হচ্ছে, Blog ideas generator. নাম দেখেই হয়তো বুঝে গেছেন এটি কিভাবে কাজ করে। হ্যাঁ এটি আপনার কনটেন্টের পছন্দের টপিকগুলোর ভিত্তিতে ট্রেন্ডিং টপিক গুলো বের করে দিতে সাহায্য করবে। আপনার ব্লগ অথবা ওয়েবসাইট যেকোনো কনটেন্ট ক্রিয়েট এর ক্ষেত্রে একটি এস.ই.ও ফ্রেন্ডলি কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য আপনি শুরুতেই যদি একটি ট্রেন্ডিং টপিক বাছাই করতে পারেন তাহলে সেটি সার্চ ইঞ্জিনে রেঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সাইটটিতে ভিজিট করার জন্য এই লিংকে ক্লিক করুন। https://bit.ly/2XyJawE

এখন যেই টুলটির সাথে আপনারা পরিচিত হবেন সেটি হচ্ছে, Hemingway App. এই টুলটি মূলত কিভাবে কাজ করে? আসুন সেটি সম্পর্কে ছোট্ট একটি ধারণা নেওয়া যাক। এখানে শুরুতেই আপনি আপনার কনটেন্ট এর Readability গ্রেট চেক করতে পারবেন। এখানে আপনার কনটেন্ট এর উপর একটি গ্রেট দেওয়া হবে যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কনটেন্টটি অন্যের কাছে কতটুকু পাঠযোগ্য হয়েছে। তারপর আপনি আপনার কনটেন্টের Word চেক করতে পারবেন আপনার কনটেন্ট এ কতগুলো Word ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি আপনার কনটেন্ট এর Adverbs, Passive voice, Phrase, Sentence readability hardness ইত্যাদি খুব অনায়াসেই চেক করতে পারবেন। সাইটটিতে ভিজিট করার জন্য এই লিংকে ক্লিক করুন। https://bit.ly/30xjCCc

সবশেষে যেই টুলটির আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এটি অনেক জনপ্রিয় একটি টুল। অনেকেই হয়তো টুলটির সাথে পরিচিত ইতিমধ্যে ব্যবহার করছেন। হ্যাঁ আমি অন্য কোন টুল এর কথা বলছিনা এটি হচ্ছে Grammarly. আপনি ইংরেজিতে কনটেন্ট লিখবেন আর গ্রামারলি থাকবে না এটি হতেই পারে না কারণ এটি এক্সপার্ট এবং নন এক্সপার্ট সবার জন্যই খুবই কার্যকর একটি টুল। আর গ্রামারলি সম্পর্কে আমার টেকটিউনসে অলরেডি একটি টিউন রয়েছে আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। তাই এখানে আর বেশি কিছু বললাম না। পোস্টটি দেখার জন্য এই লিংকে ক্লিক করুন। https://www.techtunes.io/other/tune-id/655592

Grammarly কেন সবার জন্য? Grammarly এমন একটি টুল যেখানে আপনার কনটেন্ট এর সুক্ষ থেকে সুক্ষ ভুলও সমাধান করা সম্ভব। ফ্রী প্যাকেজ দিয়ে স্পেল চেক থেকে শুরু করে সাধারণ যে কাজগুলো সেগুলো হয়ে যাবে। তবে আপনি যদি একজন হাইলি প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর হন এক্ষেত্রে তাদের প্রিমিয়াম প্যাকেজটি ট্রাই করতে পারেন। কারণ Grammarly এর প্রিমিয়াম প্যাকেজটিতে রয়েছে এমন সব অ্যাডভান্স ফিচারস যা আপনার ইংরেজিতে কোনরকম দক্ষতা ছাড়াই হাই কোয়ালিটির কনটেন্ট ক্রিয়েট করতে সহায়তা করবে। তাহলে বুঝতেই পারছেন এখানে আপনার ইংরেজিতে তেমন কোনো দক্ষতা না হলেও চলবে। তাহলে আর দেরি কেন আজই Grammarly তে সাইনআপ করে তাদের অফিসিয়াল ব্রাউজার এক্সটেনশনটি এড করে ফেলুন। সাইটটিতে ভিজিট করার জন্য এই লিংকে ক্লিক করুন। https://bit.ly/2Xe6uQU

Level 0

আমি মোহাম্মদ রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস