তৈরী করুন আপনার নিজের ওয়েবসাইট সাথে থাকবে ব্লগ,ফোরাম,ফটো গ্যলারী,ওয়েব স্টোর সুবিধা।

 সবার মন্তব্যর জন্য আবার লিখছি।

সবাই চায় তার নিজের একটা ওয়েবসাইট থাকুক।কিন্তু হোস্টিং,ডিজাইন,ডেভেলপমেন্ট এর টাকার কথা চিন্তা করে তা আর সম্ভব হয় না।তাই যারা এ রকম সমস্যায় আছেন তাদের জন্য আমার আজকের এই টিউন।

বিভিন্ন ওয়েব সাইট আছে যারা ফ্রী ওয়েবসাইট ডিজাইন ও হোস্টিং করে থাকে।এদের মধ্য জনপ্রিয় হলো

http://www.webs.com

খুব সহজে আপনি এখান থেকে রেজিস্ট্রেসন করে ওয়েবসাইট তৈরি করতে পারেন।

১.প্রথমে Pick a Site Address: এর স্থানে আপনার ওয়েবসাইট এর নাম লিখুন।

২.তারপর Create a Password:  এর স্থানে আপনার Password দিন।

৩.Create a website অপশন সিলেক্ট করুন।

৪.এরপর Create your account স্থানে আপনার Site Title,Email Address,Year of Birth,Country,Gender লিখুন।

৫.Select a Template for your Site  স্থানে আপনার পছন্দ অনুযায়ী Template সিলেক্ট করুন।

৬.I agree to the Term of service সিলেক্ট করুন।

৭.Create my site সিলেক্ট করুন।

ব্যস আপনার ওয়েবসাইত তৈরির কাজ শেষ।এরপর আপনি আপনার পছন্দ মতো আপনার ওয়েবসাইট সাজান।আপনি চাইলে আপনার নতুন নামে পেজ তৈরি করতে পারেন।একটা কথা বলা জরুরি যে,ফোরাম বা ব্লগ তৈরির আগে অবশ্যই তা একটিভ করে নিবেন।বাংলাদেশের অনেক কমার্শিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে তৈরি।

ভাল মনে হলো মন্তব্য করবেন।

কোন সমস্য হলে ই-মেইল করুনঃ[email protected]

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে আপনাকে স্বাগতম। আরএকটু বিবস্তারিত লিখবেন। কয়েকটি ধাপে সুবিধাসমুহ বর্ননা করলে ভালো হতো। তাছাড়া ছবি সহ টিউন দিলে সুন্দর হয়। এই টিউনটি আপনার কাজে লাগার মতো

একটু বিস্তারিত লিখলে ভালো হত। আসলে এটি মূলত একটি টিপস। যাই হোক আমি আশা করব আপনি এডিটিং করে নেবেন এবং ছবি দিয়ে বিস্তারিত লিখবেন।

একটু বিস্তারিত লিখলে ভালো হত।

ধন্যবাদ আপনাদের স্বাগতম জানানোর জন্য।এটা প্রথম টিউন তাই বিস্তারিত করিনি।পরবর্তিতে বিস্তারিত বলব কথা দিচ্ছি।

আপনি সম্ভবত টিউন করার জন্য টিউনটি করেছেন। তাই না?
স্বাগতম টেকটিউন্স এ।
আরও ভাল কিছুর অপেক্ষায় রইলাম।
ভাল থাকুন।

Level 0

দয়া করে বিস্তারিত লিখবেন অপেক্ষায় থাকলাম। টেকটিউনসে আপনাকে স্বাগতম (‘-‘)

Level 0

rahat ভাই, Pls details…… waitting 4 ur gift.

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ