#ফ্রি_ফেইসবুক এর মতো কিভাবে ফেসবুক চালাবেন :->
বাংলাদেশ এর সরকার ফ্রি ফেইসবুক ব্রাউজিং বন্ধ করে দিয়েছে কিছুদিন আগে, এতে মেক্সিমাম মানুষ ই ফেইসবুক ব্যবহার করতে সমস্যাতে ভূগছেন। আর তাদের জন্যই মূলত পোস্টটা করা।
সাধারণত ফেইসবুক এর ভিউ হয় ২ রকমের এক. রেগুলার ভিউ দুই. বেসিক ভিউ। রেগুলার ভিউ ল্যাটেস্ট আর বেসিক ভিউ ওল্ড। m.facebook.com address টি যে কোন ব্রাউজার দিয়ে ঢুকলেই প্রথমেই ল্যাটেস্ট ভিউতে অটো লগ ইন হয়ে যায়, এতে প্রাধানত সমস্যাতে পড়েন গুগল ক্রোমি বা ফায়ার ফক্স কিংবা ফোন কোম্পানি থেকে তাদের ডিফল্ট ব্রাউজার গুলো। এতে অসুবিধা দুইটা, যাদের ওয়াইফাই আছে কিংবা ভালো নেট স্পিড আছে তারা ভালো ভাবে ব্যবহার করতে পারলেও, যাদের নেটওয়ার্ক দূর্বল কিংবা খুব বেশী এমবি থাকে না যাদের, তারা এই ভার্সন টা ব্যবহার করতে পারেন না, একটু ব্যবহার করলেই প্রচ্চুর এমবি শেষ হয়ে যায়, অনেক অসুবিধাতে পড়েন। তার মধ্যে অন্যতম প্রথমেই নেট স্লো পান আর দ্বিতীয়ত প্রচ্চুর এমবি ফুরে যায়। আর তাই সবার কথা বিবেচনা করে আপনাদের সামনে একটা ট্রিকস নিয়ে আশাকরি আজকের এই ট্রিকস টা অনেকের অনেক কাজে + উপকার এ লাগবে।
@Ruhul Amin
আমি মোঃ রুহুল আমিন। Software Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি সাধারণত টিউনগুলা করি, যেগুলো নিয়ে বর্তমানে সবাই সমস্যায় পড়ে ( প্রোগ্রামিং, ওএব ডিজাইন বা ডেভোলপমেম্ট, অ্যাপস বা সফটওয়্যার ডেভোলপমেম্ট, সাইবার সহ ইত্যাদি সেই সাথে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় জব প্লাটফরম গুলো নিয়েও টিউন করে থাকি। আমি আশাকরি এটা একটা গাইডলাইন হিসেবে আপনাদের কাজ করবে আর সেই সাথে...