বহুমাস ধরে ওয়ালটন এর পক্ষ থেকে তাদের এস সিরিজের হাই স্পেকস স্মার্টফোন প্রিমো এস৭ প্রো এর নানাভাবে প্রমোশন হয়ে আসছিলো। আর অনেক মানুষই অপেক্ষায় ছিল স্মার্টফোনটি কবে বাজারে উন্মুক্ত করা হবে, আর দামটাই বা কত হবে! এস সিরিজের নতুন এই স্মার্টফোনটি নিয়ে অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে বাজারে আনা হল অনবদ্য স্পেকস সম্বলিত ওয়ালটনের নতুন এই ফ্লাগশিপ ফোনটি। প্রিমো এস৭ প্রো এর দাম রাখা হয়েছে ২০, ৫০০ টাকা। আর এই ফোনটি পাওয়া যাবে দেশীয় ইকমার্স প্লাটফর্ম ইভ্যালীর মাধ্যমে।
একনজরে প্রিমো এস৭ প্রো
স্মার্টফোনটিতে পাওয়া যাবে মিডিয়াটেকের ফ্লাগশিপ গ্রেডের চিপসেট, আর এই চিপসেট সম্পূর্ণ স্মার্টফোনটিকে করে তুলবে পুরোপুরিভাবে একটি গেইম বুস্টার। পাশাপাশি এর ৬ জিবি র্যাম সম্পূর্ণ সিস্টেমে অন্যতম সহায়ক হার্ডওয়্যার হিসেবে কাজ করবে৷ স্মার্টফোনটিতে ইন্টারনাল ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা সেটআপ, প্রিমো এস ৭ প্রো এর অন্যতম একটি আকর্ষন। ট্রিপল ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। আর আল্ট্রাপিক্সেল মোডে এটি ১০৮ মেগাপিক্সেলে ছবি তুলতে পারবে। আর সেলফি লাভরদের জন্যেও এর ফ্রন্ট ক্যামেরা সেটআপ এগিয়ে, কেননা এতে পাওয়া যাবে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।