আপনি কি অলস? পড়তে ইচ্ছে করেনা?

আপনি কি অলস? পড়তে ইচ্ছে করেনা? পড়ার কথা শুনলেই কি আপনার চোখের মণি মণি না থেকে ময়না পাখি হয়ে উড়াল দেয় যে কারণে পড়া হয়ে উঠে না? তাহলে আপনার জন্যই আজকের এই এপিসোড। এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলো প্রযুক্তিকথন টিম।

https://www.youtube.com/watch?v=UZMSiO94UIU

 

ন্যাচারালরিডারস এমন একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে আপনি যে কোন লেখা পড়ে শুনতে পারবেন। এই ওয়েবসাইট ব্যবহার করা খুবই সোজা। চলুন দেখে নেয়া যাক এই ওয়েবসাইট টি কিভাবে কাজ করে। প্রথমেই আপনাকে চলে আসতে হবে https://www.naturalreaders.com/online/ এ।

এখানে এসে লেখার একটি জায়গা পাবেন। সেখানে আপনি যা কপি/পেস্ট করবেন তাই আপনাকে পড়ে শুনাবে ন্যাচারালরিডারস। ধরুন আমরা লিখতে চাচ্ছি 'Subscribe to our channel' এই লেখাটি লিখে প্লে বাটনটি প্রেস করলেই আমদের লেখা পড়ে শুনানো হবে।

প্লে বাটনে প্রেস করার পর কোন শব্দটি এই মুহূর্তে উচ্চারণ করা হচ্ছে তা স্ক্রিন এর নিচে দেখা যাবে।

 

 

চাইলে রিডিং স্পিড এবং ভয়েস পরিবর্তনও করতে পারবেন।

 

 

 

আপনার কাছে যদি কোন ইবুক ফাইল থাকে তাও এই সার্ভিস ব্যবহার করে শুনতে পারবেন। এ জন্য যেটা করতে হবে ওপেন ডকুমেন্ট এ ক্লিক করতে হবে। দেখবেন একটি নতুন উইন্ডো আসবে যেখানে বলা থাকবে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করার জন্য।

 

 

 

 

ফাইলটি আপলোড হয়ে গেলে কমপ্লিট হওয়ার একটি চিহ্ন দেখতে পারবেন। সেই টিক চিহ্নটিতে ক্লিক করলেই আপনার ফাইলটি পড়ে শোনাবে এই অনলাইন টুল। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। 

https://www.youtube.com/watch?v=UZMSiO94UIU

Level 0

আমি কটকট কটকট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস