ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার ৫টি ওয়েবসাইট

সোস্যাল মিডিয়া ও কাজের প্রয়োজনে, সম্প্রতি বিভিন্ন ডিজাইনের বাংলা ফন্টের ব্যবহার ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে। সেই প্রয়োজনকে মাথায় রেখে আজকে আমি এমন ৫টি ওয়েবসাইটের তালিকা নিয়ে এসেছি, যে সব ওয়েবসাইট থেকে আপনি সহজেই বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। বাংলা ব্যাকরণ, বাংলা রচনা, বাংলা সৃজনশীল লেখা বিষয়ে পড়তে ও জানতে ভিজিট করতে পারেন  Bangla Note Book। চলুন পরিচিত হই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার কিছু ওয়েবসাইট এর সাথে।

লিপিঘর

লিপিঘর সাইটে রয়েছে সর্বমোট ৩৭টি ফ্রি বাংলা ফন্ট, যেগুলো প্রায় ৫লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। ফ্রি ফন্টের পাশাপাশি প্রিমিয়াম ফন্ট ও রয়েছে সাইটটিতে।

বাংলা ফন্ট লাইব্রেরি

৪৪ টি বাংলা ফন্টের সমারোহে তৈরি বাংলা ফন্ট কালেকশন ওয়েবসাইট টি। খুবই সুন্দরভাবে সাজানো এই সাইটটিতে সাধারণ ব্যবহারযোগ্য ফন্টের পাশাপাশি ক্যালিগ্রাফি উপযোগী ফন্টও রয়েছে। যারা বাংলা ফন্ট নিয়ে ডিজাইন এর কাজ করেন, তাদের পছন্দ হতে পারে এই সাইটটি।

অক্ষর ৫২

এই তালিকার শীর্ষে থাকা লিপিঘর এর নির্মাতাগণের প্রয়াসে তৈরী হয়েছে অক্ষর৫২ ডট কম নামের এই ওয়েবসাইটটি। সাইটটির লক্ষ্য, সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ফন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া। বাংলা ভাষার অক্ষরগুলোর সৌন্দর্য যাতে ফন্টেও প্রকাশ পায়, এরই লক্ষ্যে তৈরী হয়েছে এই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট।

ওমিক্রন ল্যাব

যারা বাংলা লিখতে ফোনেটিক টাইপিং এর উপর নির্ভরশীল, তাদের কাছে অভ্র কিবোর্ড কোনো নতুন নাম নয়। অভ্র কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান, ওমিক্রন ল্যাব এর ওয়েবসাইটে রয়েছে সর্বাধিক ব্যবহৃত বাংলা ফন্টগুলোর কালেকশন। মোট ২১ ধরনের বাংলা ফন্ট ফ্রিতে ডাউনোড করা যাবে ওমিক্রন ল্যাব এর সাইট থেকে।

ফ্রি বাংলা ফন্ট

খানিকটা অগোছালো, ফ্রি বাংলাফন্ট ডট কম নামের এই সাইটটিতে পাওয়া যাবে কিছু অসাধারণ বাংলা ফন্ট, যার মধে সবগুলোই বিনামূল্যে ডাউনলোড করা যাবে। চিরা চরিত বিজয়, হরেক রকমের ইউনিকোডসহ, প্রায় সব ধরনের ফন্টেরই দেখা মিলবে সাইট টিতে।

Level 1

আমি হাসিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাসিবুল ইসলাম বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল বিষয়ে আমি Bachelor of Science in Textile Engineering পাশ করেছি । প্রযুক্তি এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে ভালোবাসি । তাই চাকরির পাশাপাশি প্রযুক্তিবিষয়ক বিভিন্ন লেখালেখি করি । আমার লেখা আপনাদের ভাল লাগলে নিজেকে সার্থক মনে করব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস