পিসিতে পেইড স্টিম লাইভ ওয়েলপেপার সেট করুন ফ্রিতে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আমরা কমবেশি সবাই লাইভ ওয়েলপেপার এবং স্টিম ইঞ্জিনের সাথে পরিচিত। যেটা পিসিতে লাক্সারিয়াস লুক এবং গেমিং ফিল আনতে সক্ষম, এইসব লুক আমরা মোটামুটি ইউটিউব টিউটোরিয়াল গুলতে লক্ষ করে থাকি। কিন্তু সফটওয়্যার পেইড বলে ইচ্ছা পূরণ করতে পারি না। তার জন্য আমার এই লিখা, যাতে করে আপনারা ফ্রিতে এই লাইভ ওয়েলপেপারের মজা নিতে পারেন।

প্রথম আপনাদের একটি স্টিম ইঞ্জিন দরকার। যেটা দিয়ে লাইভ ওয়েলপেপার এবং নিজের তৈরি ভিডিও সেট করতে পারবেন। ইঞ্জিনটি ডাউনলোড করুন নিচ থেকে

https://bit.ly/2Z5Cl6W

ডাউনলোড শেষে ইনস্টল করার জন্য start.exe তে ক্লিক করুন। তারপর নিচে বেকগ্রউন্ড থেকে রাইট ক্লিক করে ওয়েলপেপার পছন্দ করার অপশন এ ক্লিক করুন।
এখন দরকার আপনার পছন্দ মত লাইভ ওয়েলপেপার এটাও আপনি ফ্রী পেতে পারেন। তার জন্য এই লিঙ্ক গুল থেকে নিজের পছন্দ মত ওয়েলপেপার ডাউনলোড করে নিন।

https://www.desktophut.com

https://mylivewallpapers.com

 

 

এরপরও যদি আপনার এইসব ফ্রী ওয়েলপেপার ভাল না লাগে এবং আপনি চান পেইড ওয়েলপেপার আপনি ফ্রিতে ব্যবহার করবেন তার ও ব্যবস্থা আছে।
আপনি স্টিমএ গিয়ে ওয়েলপেপার পছন্দ করুন। (https://steamcommunity.com/app/431960/workshop/)

তারপর যেটা পছন্দ হই ওই ওয়েলপেপারের URL কপি করে http://steamworkshop.download/download/view/2149068390 এইখানে paste করে ডাউনলোড করুন।
ধন্যবাদ 🙂

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 1

আমি উচ্ছ্বাস দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস