না আর ভাল লাগে না এই কপি পেষ্টের জ্বালা ....... Computers & Electronics নামের একটি সাইট সহ অনেক সাইটে টেকের টিউনারদের লেখা গুলা কপি পেষ্ট করে চালিয়ে যাচ্ছে। আমার মতো যারা শুধুই টেকে লেখে তাদের জন্য ব্যাপারটি আসলে খুবিই দুঃখজনক তাই আমি আশা করবো টেকটিউনস এই ব্যাপারে একটু লক্ষ করবে।
টেকে লেখা আমার টিউন -
Computers & Electronics সাইটে -
এছাড়াও আমার আরো টিউন কপি পেষ্ট করা হয়েছে এবং যে কপি পেষ্ট করেছেন জনাব ফেরদৌস নিচে দেখুন তার বড় বড় কথা
আমার মেজাজ খারাপ তাই ভাল ভাবে গুছিয়ে লিখতে পারলাম না তবে আমি যা বলতে চেয়েছি আশাকরি আপনারা তা বুঝতে পেরেছেন।মন্তব্য করে এই ব্যাপারে আপনার মতামত দিন।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
Ato dekhchi dine dupure dakati,,,,, techtune katripokho jato sighrro sambhob action nin.
এরাই হচ্ছে সমাজের ভদ্র বেশি ইতর। ডিজিটাল যুগের কিছু হুজুরদের মত মানে হচ্ছে ইলিম আছে কিন্তু আমল নেই। আর এর তো দেখছি শিক্ষাই নেই অপর-কে কি শিক্ষা দিবে।
ব্যাপারটা আসলেই দুঃখজনক।
আমরা যা জানি বা লিখি তার বেশীর ভাগই হয়তো কোন না কোনভাবে অন্যে কাছ থেকে জানা।
সেক্ষেত্রে আমরা সূত্র উল্লেখ করি বা বিষয়টির সাথে নিজের অভিজ্ঞতা যুক্ত করি।
কিন্তু অন্যের লেখা হুবহু কপি করে, নিজির বলে চালিয়ে দেয়ার হীন প্রবণতার কোন যৌক্তিকতা থাকতে পারে না।
এতে লাভ কিছু হয় না, বরং ক্ষতি হয় বেশী।
আসুন মৌলিক কিছু নিয়ে লেখার চেষ্টা করি।
জাতি হিসাবে এমনিতেই আমরা অনেক পিছিয়ে।
আসুন আরও পেছনে যাওয়ার প্রবণতা পরিহার করি।
সত্যবাদী হই, চিন্তাশীল হই।
নিজে কিছু করতে না পারলে অন্যকে সুযোগ, সমর্থন, উৎসাহ দেই।
ধন্যবাদ।
ছাগল কি না খায়+পাগল কি না বলে= আসিতেছেন.. জনাব ফেরদৌস। (আমার মনেহয় এই পেইজ গুলা কপি করে অথবা PDF ফাইল করে আমাদের বড় ভাই এর ই-মেইল এর ঠিকানায় পৌছানু আমাদের দায়িত্ব)
আমিও একই সমস্যায় আমার টিউন অনেকে বিভিন্ন সাইটে কপি করতেছে তাদের নিজেদের বলে চালিয়ে দিচ্ছি। এমনকি আমার ওয়েবসাইট তৈরী এবং এসইও বিষয়ক লেখাগুলো কপি করে আইডিবিতে সিডি আকারে বিক্রিও হচ্ছে। আসলেই আমিও প্রচন্ড হতাশ আর যারা কপি করে তারা অনেক ক্ষেত্রে বলে যে আমি নাকি কপি করেছি। হায়রে এজন্য এখন আর লিখতে ভাল লাগে না।
আসলেই ব্যাপারটা দুঃখজনক। এই বিষয়টা আমার নজরে ও এসেছে। যা নিয়ে আমি একটা পোস্ট ও দিয়েছি(মঈন সাহেব স্ক্রীন শট দিয়েছেন)। আমি কথা দিচ্ছি, আপনাদের যেসব লেখা কপি পেস্ট হয়েছে সেখানে লিংক সহ মন্তব্য করুন। আমি উপযুক্ত ব্যবস্থা নেব। তবে দয়া করে লেখক নিজে মন্তব্য করবেন(কারণ একই লেখক ভিন্ন নামে ও লেখা জমা দিতে পারেন)।
ধন্যবাদ
Shob orginal chor.