#গুগল_জব_পার্ট ২ :- এর আগের টিউন এ অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদে, গুগল এ অন্য জব এর ব্যাপারে। আমি আজ গুগল এর কিছু জব এর কথা তুলে ধরছি এই জায়গাতে অনেক এর কাছে বেতন এর তারতম্য হতে পারে তাই আমি কোন জব এই কতোটাকা বেতন সেটা উল্লেখ্য করবো না তবে সবগুলো বেতন ই কোটি টাকার উপরে এটা সিউর দিয়ে বলতে পারি। আর সেই সাথে কিভাবে গুগল এ জব এর জন্য অ্যাপ্লিকেশান করা যায় সেটাও তুলে ধরবো। পোস্টটা অনেক বড় হবে তাই শর্ট করে লিখছি, যেন অনেক ইনফো দেওয়া যায়। আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদে গুগল এ অন্যজব গুলোর কথা তুলে ধরছি.
১. প্রোডাক্ট ম্যানেজার: এদের কাজ কোম্পানির সকল প্রজেক্ট এর সাথে সকল প্রোডাক্ট মিল + এরা একই সুতোয় বাধা আছে কি না তা দেখা।
২. মার্কেটিং ডাইরেক্টর: গুগল আসলে তাদের প্রোডাক্ট এর মাধ্যমে কি অফার করছে তারা এটা তুলে ধরে সেই সাথে এরা গুগল এর কনফারেন্স প্রেজেন্টেশন, টেলিভিশন কর্মাশিয়াল এর কাজ করে গুগলকে বিশ্বে তুলে ধরে।
৩. সিনিয়র অনলাইন সেলস ও অপারেশনস ম্যানেজার: এরা অনলাইন বিক্রয় কৌশল, এবং কোম্পানিটির বার্ষিক নেট ইনকাম বৃদ্ধি এর কাজ করে থাকে।
৪. সিনিয়র ফিন্যান্স ম্যানেজার: গুগল তাদের কোম্পানি পরিচালনা এবং কোম্পানি এর অগ্রগতি এর জন্য একেক সময় একেক কোম্পানিকে কিনে নেয়। যেমন গুগল মোবাইল অপারেটিং সিস্টেম কিনে নেয় আবার ২০০৭ সালে ইউটিউব কিনে নেয়া। আর এই সব নিয়মতান্ত্রিক উপায়ে বাজেট পরিচালনা করেন যে কর্মকতা তিনি সিনিয়র ফিন্যান্স ম্যানেজার।
৫. সেলস স্ট্যাটেজি ম্যানেজার: এরা গুগল এর বিক্রয় কৌশল পরিচালক। যেখানে গুগল এর মূল ভিত্তি হলো, বিজ্ঞাপণ সেবা। তাই একে ভালোভাবে গ্রাহক এর কাছে তুলে ধরতে এরা কাজ করে।
৬. সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট: এরা মেশিং লানিং এবং অার্টিফিসিয়ালি ইন্টিলিজেন্স এর মতো প্রোজেক্ট করে। এরা কোটি কোটি ইউজার এর ডাটা এনালাইসিস করে গুগল সফটওয়্যারকে আরও স্মার্ট বানাতে চেষ্টা করে।
৭. সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: এরা গুগল এর অন্তঃকমিউনিটির ভিতরে বিভিন্ন রকম প্রোজেক্ট পরিচালনা + পর্যালোচনা করে।
৮. স্টাফ ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার: এরা অনলাইন সার্ভিস বা প্রোডাক্ট এর ইউজার পর্যায়ে ডিজাইন সহজ + সুন্দর + ব্যবহার বান্ধব করে।
৯. ইঞ্জিনিয়ারিং ম্যানেজার: এরা গুগল এর বিভিন্ন প্রোডাক্ট তদারকি + টিম এর ক্যাপ্টেন + গুগলের নতুন কোন প্রোডাক্ট বের করার সময় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১০. ডাইরেক্টর : এরা সিকিউরিটি, গেমিং, মার্কেট, রিসার্চ ইত্যাদি সেক্টর এ কাজ করে থাকে।
গুগল এর আরও জব এর কথা এইভাবে বিস্তারিত লিখতে গেলে পোস্টটা আরও অনেক বড় হয়ে যাবে। তাই আমি সংক্ষিপ্ত ভাবে আর ও কয়েকটি জব এর কথা এইখানে উল্লেখ্য করলাম।
১১. ডেটাবেইস এডমিন ১২. প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার ১৩. অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার ১৪. কোয়ানটিটেটিভ কমপেনশেসন ১৫. কোয়ানটিটেটিভ অ্যানালিস্ট ১৬. বিজনেস অ্যাসোসিয়েটস ১৭. সময়সূচী ও সময় ব্যবস্হাপক ১৮. ছবি ব্যবস্হাপক।
আমি সময়ের সল্পতা থাকার কারণে আজ এই ১৮টা জব এর কথায় ই তুলে ধরলাম। ইনশা-আল্লাহ নেক্সট পার্টস এ অন্যগুলাও তুলে ধরবো সেইসাথে আরও কিছু দিক তুলে ধরার চেষ্টা করবো।
এখন আসি গুগল এ জব এ অ্যাপ্লিকেশান মেথড এ। আসলে গুগল এ জব ইন্টার্ভিউ দেবার অনেক ওয়ে আছে। অনেকে অনেক ওয়েতে আসে। কিছু কিছু সময় ভাগ্যটাও ফেভার করে। তবে সাধারণত প্রোগ্রামিং কনটেস্ট এর মাধ্যমে, বা ইন্টারন্যাশনাল কনটেস্ট বা ভালো ব্লগ বা ভালো প্রোজেক্ট বা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি থেকে বা কারো রেফারেন্স থাকলে বা অ্যাপ্লিকেশান এর মাধ্যমে এটা ছাড়াও আরও অনেক মেথড এ গুগল ইন্টার্ভিউ এর জন্য কল করে। অনেকে অনলাইন এ বেশী প্রোগ্রামিং এর কারণে বা বেশী ঘাটাঘাটি করার কারণেও ডাক পেয়ে থাকে। তবুও আমি গুগল এ জব এর জন্য অ্যাপ্লিকেশান এর লিংকটা সবার উপকার এর জন্য শেয়ার করছি।
গুগল জব এর জন্য অ্যাপ্লিকেশান লিংক -> (https://careers.google.com/how-we-hire/)
এইখান থেকে গুগল জব এর জন্য অ্যাপ্লিকেশান করা যাবে। সময়ের সল্পতা এর কারনে আজ এই পর্যন্তই, নেক্সট এ দরকার পড়লে আরও টিউন করবো এই ব্যাপারে এই কথা ভেবে যে, এটা অনেকের উপকার এ কাজে লাগবে + অনেকে উপকৃত হবে।
আমি মোঃ রুহুল আমিন। Software Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি সাধারণত টিউনগুলা করি, যেগুলো নিয়ে বর্তমানে সবাই সমস্যায় পড়ে ( প্রোগ্রামিং, ওএব ডিজাইন বা ডেভোলপমেম্ট, অ্যাপস বা সফটওয়্যার ডেভোলপমেম্ট, সাইবার সহ ইত্যাদি সেই সাথে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় জব প্লাটফরম গুলো নিয়েও টিউন করে থাকি। আমি আশাকরি এটা একটা গাইডলাইন হিসেবে আপনাদের কাজ করবে আর সেই সাথে...