প্রশ্ন ১. ভাইয়া গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি করতে হবে.?
উত্তর :-> গুগল ওয়ার্ল্ড ওয়াইড একটা প্লাটফরম। সারাবিশ্বের প্রায় সবাই ই এই প্লাটফরম এ নিজেকে নিয়ে যেতে চায়। তবে এটার জন্য অনেক পরিশ্রম + অধ্যবসায় এর প্রয়োজন পড়ে। যারা ছোটবেলা থেকেই প্রোগামিং এ ভালো বা যাদের কোডিং করতে অনেক ভালো লাগে তারা এই প্রতিযোগিতায় অন্যদের থেকে একটু বেশীই এগিয়ে থাকে। আসলে আমরা গুগল এর জব বলতে সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেই বেশি জানি। কিন্তু গুগল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও আরও ৫০+ জব আছে। আমরা সেইসব ব্যাপারে অনেকেই জানি না বা জানতেও চাই না। তবে এই ব্যাপারে কথা বলতে গেলে পোস্টটা অনেক বড় হয়ে যাবে। যদি তুমি কোডিং এ অনেক পাকা হয়ে থাক, তাইলে গুগল তোমাকেই প্রিফেয়ার করবে।
প্রশ্ন ২. গুগল এ আ্যপ্লাই করার জন্য মিনিমাম যোগ্যতা কি.?
উত্তর ২ : গুগল সহ বিশ্বে যতো বড় বড় জব প্লেস আছে, সেইগুলাতে সার্টিফিকেট কোন ভেরিফাইড করে না। করে শুধু মাত্র তোমার ভিতরে কতোটুকু মেধা আছে সেটা। গুগল এ জব করার জন্য যে তোমাকে CSE বা Software Engineer বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর হতে হবে তেমন টাও না। তুমি যদি SSC বা HSC পাশ করেও কোডিং খুব ভালো ভাবে করতে পার তাইলে তারা তোমাকে ডেকে নিবে। তাই বলা যেতেই পারে গুগল সহ বিশ্বের বড় বড় জব প্লেস গুলাতে সার্টিফিকেট এর থেকে ক্রিয়েটিভিটি দেখে। তারা তোমাকে যাচাই করে নিবে আসলে তোমার মধ্যে কতোটুকু মেধা আছে কিছু সৃষ্টি বা কিছু বানানোর জন্য। যদি তুমি সেইদিক থেকে কোয়ালিফাই হও তাইলে তুমি কোয়ালিফাইড।
প্রশ্ন ৩। ভাইয়া গুগল এর জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা খুব বেশী দরকার.?
উত্তর ৩. এটা অনেক সহজ সেইসাথে জটিল একটা প্রশ্ন। তার কারণ গুগল এর ইন্টার্ভিউ বোর্ড এ প্রশ্ন করা হয়, তুমি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কোন ল্যাংগুয়েজ টা সবথেকে ভালো জানো। তখন কেউ C টা ভালো পারে আবার কেউবা C+ আবার কেউ জাভা আবার কেউ জাভা স্কিপ্ট আবার কেউ বা পাইথন যেটাই হোক না কেন, ধরো তুমি জাভাটা ভালো পার। তাইলে তারা তোমাকে জাভা থেকেই প্রশ্ন করবে, কখনো অন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে প্রশ্ন করবে না। তবে সেই প্রশ্ন গুলা এমন টাইপ এর হবে ঠিক যেমন, একটা খড়ের গাদার মধ্যে একটা সুঁই খোঁজার মতো অবস্থা। তারমানে তোমাকে সেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এতোটাই জানতে হবে যে সেটার মধ্যে কোন প্রকারের খুঁদ থাকা যাবে না।
প্রশ্ন ৪ :-> গুগল এর ইন্টারভিউ বোর্ডটা কেমন.?
উত্তর ৪ : গুগল এ সবমিলে ৫টা স্টেপ থাকে। (১. সিলেকশন ২. ফোন ইন্টারভিউ ৩. ফোন ইন্টার্ভিউ ২ ৪. মক টেষ্ট ৫. লাস্ট সিলেকশন)। প্রথম দুইটা ফোন ইন্টারভিউ এর সময় ৩০-৪৫ মিনিট এর হয়ে থাকে। গুগল ইঞ্জিনিয়ার রাই এই ভাইভা গুলা নিয়ে থাকে। ৩-৪ জন গুগল ইঞ্জিনিয়ার থাকে। আর মক টেষ্টটা প্যাকটিকেল। নিজের হাতে সাদা একটা বোর্ড এ তাদের সামনে কোডিং লিখে দিতে হয়। এই মক টেষ্টটাও ৪-৫ টা ধাপে আর সেটা একদিনে হয়।
প্রশ্ন ৫. ভাইভা বোর্ড এ কি কি প্রশ্ন বেশী করা হয়ে থাকে.?
উত্তর ৫. ভাইভা বোর্ড গুলোতে সবথেকে বেশী প্রশ্ন করা হয়ে থাকে, ডাটা স্টার্কচার, ফ্লো চার্ট, এলগরিদম (৬৫% প্রশ্নগুলাই এই ৩টা টাইপ এর মধ্যে করা হয়ে থাকে).
প্রশ্ন ৬. আমি কি গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতে পারি.?
উত্তর ৬ : কেনো নয়। যদি তোমার মধ্যে স্কিল থেকে থাকে তাইলে তুমিও হতে পারবা একজন গুগলার। আমরা সবাই যেমন ভাবি যে, গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে মনে হয়, এলিয়েন টাইপ এর কিছু হতে হয়। এটা ভুল চিন্তা-ভাবনা। আসলে এতোটাও জটিল কোন কিছুই না। আসলে আমি নিজেও সর্ব প্রথম এর দিকে এটাই ভাবতাম তবে, গুগল জব এ ইন্টার্ভিউ দেবার পরের থেকে আমার এই চিন্তাটা বাদ হয়ে গেছে। আমি পর পর সব স্টেপ এ পার করার পরে লাস্ট স্টেপ এ গিয়ে বাদ পড়েছি, নিজের কিছু ভুল এর কারণে। তাই যেহেতু এটা আমি নিজেই ফেইস করেছি তাই এই ব্যাপারে আমার অনেক ধারণা হয়ে গেছে। সেইদিক থেকে বলতেই পারি, এটা কঠিন তবে এতোটাও কঠিন কিছু না ঠিক যেমন টা আমরা ভাবি।
প্রশ্ন ৬. গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার ক্ষেত্রে আমার পরামর্শ টা কি.?
6. যেহেতু আমি এখনো গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি নি, তাই এই ব্যাপারে আমার থেকে পরামর্শ চাওয়াটাই বোকামি তবে হ্যাঁ যেহেতু একদম লাস্ট স্টেপ পর্যন্ত যেতে পেরেছি তাই এই ব্যাপারে আমার অনেকটাই ধারণা হয়ে গেছে। সেইদিক থেকে বলতে চাই, বস হয়ে যেতে হবে প্রোগ্রামিং এ। চোখ কান বন্ধ করে দিনের মধ্যে ৬-৭ ঘন্টা শুধু প্রোগ্রামিং করে যেতে হবে আর সেই সাথে জটিল জটিল প্রব্লেম গুলার সমাধান এর ওয়ে খুঁজতে হবে আর সেই সাথে করতে হবে। যদি তুমি এইভাবে করতে থাক, তাইলে নিজের মধ্যেই অন্যরকম একটা শক্তি আবিষ্কার করে ফেলবে। আর যখন সবকিছু করতে আনন্দ লাগবে, বোরিং না লেগে তখন ই ধরে নিবে তুমি এখন স্কিল।
৭. একজন গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন কতো বাংলাদেশি টাকায়.?
উত্তর ৭. সাধারণত গুগল এর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন হয় বাংলাদেশি টাকায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে, (তবে এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে, তাই আমরা সেই দিকে যাব না)। সেই সাথে আরও সম্মান বিশ্বজুড়ে। সেই সাথে গুগল এ জব করলে গুগল কোম্পানি থেকে মাথার চুল কাটা থেকে শুরু করে, খাওয়া দাওয়া ফ্রি দেওয়া হয়।
আশাকরি আমার এই পোস্টটা অনেকের ই কাজে আশাকরি সবার ই কাজে লাগবে আর সেইসাথে অনেকেই উপকৃত হবে আর সেইসাথে inspiration পাবে।
আমি মোঃ রুহুল আমিন। Software Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি সাধারণত টিউনগুলা করি, যেগুলো নিয়ে বর্তমানে সবাই সমস্যায় পড়ে ( প্রোগ্রামিং, ওএব ডিজাইন বা ডেভোলপমেম্ট, অ্যাপস বা সফটওয়্যার ডেভোলপমেম্ট, সাইবার সহ ইত্যাদি সেই সাথে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় জব প্লাটফরম গুলো নিয়েও টিউন করে থাকি। আমি আশাকরি এটা একটা গাইডলাইন হিসেবে আপনাদের কাজ করবে আর সেই সাথে...