বিভিন্ন ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগের সাইটে টিউন করার মাধ্যমে এসইও করা যায় এবং এতে করে অনেক ভিজিটর ও ট্রাফিক পাওয়া যায়।
বিভিন্ন বিখ্যাত ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগের সাইটে নিবন্ধন করে আপনার সাইট সম্পর্কে টিউন দিন। যেহেতু এই সাইটগুলিতে প্রতিদিন প্রচুর ভিজিটর আসে তাই তারা আপনার সাইটের খবর পেয়ে যাবে। ফোরামে স্বাক্ষর হিসেবে নিজের সাইটের লিংক ব্যবহার করুন। তাহলে যত টিউনে মন্তব্য করবেন সবখানে আপনার সাইটের লিংক থাকবে। বিশেষ করে “dofollow” সাইটে বেশি টিউন বা মন্তব্য করুন। ফলে আপনার সাইটের ট্রাফিকতো বাড়বেই পাশাপাশি গুগল আপনার লিংকটি গগনা করবে। আর যদি “nofollow” সাইটে টিউন/মন্তব্য করেন তবে ট্রাফিক পাবেন কিন্তু গুগল আপনার লিংক গুনবে না।
কোন ব্লগ বা সাইট বা ফোরাম “dofollow” কিনা তা দেখতে ঐ সাইটের এমন কোন টিউনে যান যেখানে মন্তব্যে কোন লিংক আছে, এবার এই পেজের সোর্স কোড দেখুন (ফায়ারফক্সে রাইট বাটন ক্লিক করে view page source). এখানে খুঁজে দেখুন লিংকের সাথে “nofollow” আছে কিনা, যদি থাকে তাহলে এটা “nofollow” সাইট আর “nofollow” বা “dofollow” কিছুই লেখা না থাকলে “dofollow” সাইট। যেমন সামহোয়ারইন ব্লগের টিউন "dofollow"
সামহোয়্যারইন ব্লগপোস্ট “dofollow” কিন্তু মন্তব্য “nofollow” মন্তব্যে লিংক আছে এমন টিউন এর সোর্স দেখবেন target=’_blank’ এর পর “nofollow” লেখা আছে।
ফায়ারফক্সে কয়েকটা এক্সটেনশন আছে যেগুলি ইনস্টল দিলে তারাই ব্রাউজিং এর সময় বলে দেয় কোনটা “dofollow” আর কোনটা “nofollow” সাইট. NoDofollow নামের এডঅনটি দিয়ে এই সুবিধা পেতে পারেন।
আমি ইনতিশার রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।