বর্তমান কালে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী মিডিয়া হিসাবে আত্মপ্রকাশ করেছে। টেলিভিশন কেনার আগে আপনাকে অনেক কিছুই চিন্তা করেত হয়। আপনি কোনটা রেখে কোনটা কিনবেন, বাছাই করতেই হিমশিম খেয়ে যান। টেলিভিশন কেনার আগে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথাতে রাখতে হবে। আসুন জেনে নেই সেরা টেলিভিশন যেভাবে বাছাই করবেন। এই পরামর্শগুলো কাজে আসতে পারে।
টেলিভিশন কেনার সিধান্ত আপনি হুট করে নিবেন না নিশ্চয়। আপনি যখন অনেক আগে থেকেই জানেন, আপনি একটি নতুন টেলিভিশন কিনতে যাচ্ছেন, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। ঈদ বা বিশ্বকাপ চলার সময়গুলোতে বিভিন্ন ব্র্যান্ড ছাড় ও অফার দিয়ে থাকে। অনলাইন মার্কেটপ্লেসগুলোর অফার বা ডিকাউন্ট এর সময়ের জন্য অপেক্ষা করুন আর কিনে নিন আপনার পছন্দের সেরা এইচডি, ইউএইচডি বা ফোর-কে টিভি।
বিভিন্ন ব্র্যান্ড ছাড় ও অফার দিয়ে যে বিজ্ঞাপণ গুলো দিয়ে থাকে, বেশিরভাগ স্পেসিফিকেশনই আপনার কাজে লাগবে না। ব্র্যান্ড গুলো নিজেদের ব্র্যান্ডের প্রচারের জন্য আপনার সামনে শুধুমাত্র সেগুলো উপস্থাপন করেন। সবচেয়ে দামী পণ্যটিতে ফিচার সবচেয়ে বেশি থাকে আর সাইজ অনুযায়ী টিভির দামে কম বেশি হয়ে থাকে। পিকচার কোয়ালিটি অথবা স্ক্রিন বা ডিসপ্লে এর মাপ ঠিক আছে কিনা, সেই বিষয়গুলো ভালভাবে যাচাই করে নিন।
পরিবারে অনেক মানুষের কারণে বেসিরভাগ সময় হয়ত আপনি পছন্দের প্রোগ্রাম দেখতে আপ্রেন না। স্মার্ট টিভিতে ওয়াই-ফাই বা ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকার কারণে আপনি চাইলেই স্কাইপে, টুইটার, ফেসবুক, ইউটিউব চালাতে পারবেন। স্মার্ট টিভি কেনার আগে দেখে নিতে হবে আপনি যেই টিভিটি কিনছেন সেটিতে তিনটি এইচডিএমআই পোর্ট আছে কি না। কমপক্ষে দুটি এইচডিএমআই পোর্ট থাকলে তবেই সেই টিভি আপনি কিনতে পারেন। বিভিন্ন মাপের স্মার্ট টিভি পাওয়া গেলেও আপনাকে আপনার প্রয়োজন ও বসার দূরত্বের কথা মাথায় রেখে টিভি কিনতে হবে। টিভির স্মার্ট ফিচারগুলো যেমন র্যাম এবং রম কত জিবি, কী প্রসেসর ব্যবহার করা হয়েছে ইত্যাদি জেনে নিন ভালো করে।
স্মার্ট টিভি কেনার জন্য আপনার এমনিতেই অনেকটা টাকা খরচ হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন অতিরিক্ত অর্থ ব্যয় করে আপনাকে যেন আলাদা স্পিকার কিনতে না হয়। সাউন্ড কোয়ালিটি বার বার চেক করে তারপরই টিভি কিনুন। বর্তমানে ফুল এইচডি, ব্লুরে বা ফোরকে ডিসপ্লের স্মার্টটিভি বাজারে থাকলেও আপনি যখন টিভি কিনবেন তখন ডিসপ্লে রেজুলেশন ভালো ভাবে চেক করে নিবেন। আপনার বাজেটরে উপর নির্ভর করে আপনি কোন ধরনের টিভি কিনবেন। আপনার বাজেট যদি খুব বেশি না হয় তাহলে ফুল এইচডি আপনার জন্য ঠিক আছে। আর টিভির জন্য যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে ব্লুরে বা ফোরকে ডিসপ্লে আপনি অনায়াসেই কিনতে পারেন।
আপনি কোন ব্র্যান্ডের টিভি কিনবেন টা অনেক কিছুর উপর নির্ভর করে। আমাদের দেশে ওয়ালটন, ট্রান্সটেক, সনি, স্যামসাং, এলজি, ইকো প্লাস, ভিশন, সিঙ্গার, প্যানাসনিক, কনকা এবং মাইওয়ান ইত্যাদি টিভি ক্রেতাদের পছন্দের তালিকাতে রয়েছে। আপনি যদি মোটামটি বাজেটে টিভি কিনতে চান তাহলে বিভিন্ন উৎসবের আগে প্রায় সব কোম্পানি অফার দেয়। তখন আপনি আপনার বাজেটের মধ্যে ভালো টিভি কিনতে পারবেন।
আপনার জন্য কোন টিভিটি সেরা সেটি নির্ভর করে আপনার বাজেট এবং টিভি সম্পর্কে আপনার জ্ঞানের উপরে। শোরুম কিংবা কোন অনলাইন মার্কেটপ্লেস আপনি যেখান থেকেই টিভি কিনুন না কেন সেরা টিভি বাছাই করার আগে আপনাকে অবশ্যই সবদিক বিবেচনা করে নিতে হবে। টেলিভিশনের দাম এবং ফীচার তুলনা করার জন্য আপনি Kothay Koto এর মতো পণ্য কোম্পারিং ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
আমি রইসুল রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।