বাংলালিংকের ইন্টারনেটের অবস্হা কেমন?

আপনারা জানেন এখন নকিয়ার নির্দিষ্ট মডেলের সেট কিনলেই বাংলালিংকের ইন্টারনেট ফ্রী।আমি কিনতে চাইতেছি কিন্তু শুনছি বাংলালিংকের ইন্টারনেটের অবস্হা নাকি খারাপ।এজন্য আপনাদের সাহায্য দরকার ।প্লিজ হেল্প করুন।আমি ঢাকা থাকি তাই আমার জন্য ঢাকার স্পিড জানা সবচেয়ে জরুরী।তবে সবজায়গার লোকেরাই জানাবেন কিন্তু কারণ এই পোস্টটা অনেকের কাজে লাগতে পারে।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Limited naki unlimited pacage . My location–badda. I use banglalinklink , unlimited pacage. I get speed per secend minimum 24-28kb. Per hours use idm i get minium 85mb. Your speed will depend on your location.

ভাই আনলিমিটেঢ আর বড় KB আর ছোট Kb এর মাঝে অনেক প্রার্থক্য। ৮kb=1 KB সেই হিসেবেতো আপনার স্পিড ৩-৪ KB.আর ১ ঘন্টায় ৮৫ মেগা ডাউনলোড করেন কিভাবে ।

Sorry asle hobe– per secend 24-28kB

ভাই বাঙলালিঙকতো জিপিআরএস এত স্পিড আসলো কোথায় থাইক্যা

প্লিজ হেল্প করুন। টিউনে আপনি বললেন প্লিজ হেল্প করুন ! আর মন্তব্যে এসে আপনি পাকামো করতেছেন আসলো কোথায় থাইক্যা। তাহলে আপনার
টিউনটা করার উদ্দেশ্য বুঝি এই।আপনাকে আমি বলেছি Your speed will depend on your location। আসুন location ব্যাপারটা বুঝে নেই। আমার
বাড়ির দু বাসার সামনেই banglalink tour আছে। এর পূর্বে ,উত্তরে ও দক্ষিনে অনেক দূর কোন বাসাই নেই তার মানে দ্বারায় তেমন বেশী user নেই বাংলালিংকের।
একটা উদাহরন দিয়ে বলি, আমার বাসার উপরে banglalink পানির tank রয়েছে। সেখান থেকে আমি full speed-এ পানি পাচ্ছি। কারন সেখানে আর কেউ পানি
নেয়ার জন্য সংযোগ দেয়নি। যার ফলে banglalink পানির tank থেকে আমি পুরো পনিটাই পাচ্ছি। আশা করি location-এর ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরও
যদি বলেন আসলো কোথায় থাইক্যা তাহলে সোজা বাসায় এসে পড়ুন নিজের চোখেই দেখে নিন।

Level 0

হা হা হা।মজা পাইলাম….

হা হা হা…. মামুন ভাই তবে ছোট্ট একটা কথা, আপনার ঠিক বাসার উপরে টাউয়ার থাকলে কিন্তু কিছু না পাবার সম্ভাবনা বেশী….
আর ঢাকার স্পিড জেনে কোন লাভ নাই.. আমি আমার জায়গায় 25কেবি পাইতে পারি কিন্তু আপনি আপনার জায়গায় কিছুই নাও পাইতে পারেন।
ভাল হয় সবগুলাই একবার করে ট্রাই করে দেখুন, যেটায় আপনার বাসায় ভাল পান সেটা ইউজ করতে পারেন….

আজ থেকে তিন মাস আগে আমি বাংলালিঙ্কের আনলিমিটেড প্যাকেজ চালাতাম ভ্যাট সহ আসত প্রায় ৮৭০ টাকার মত। তিন মাস চালিয়েছিলাম মোবাইল দিয়ে, মডেম দিয়ে, N82 দিয়ে সর্বোচ্চ ১০ KB পেয়েছিলাম কিন্তু গড়ে ৬-৮ এর বেশি উঠত না।

shohel islam ভাই ২৪-২৮ kB/s আসলেই ভাল গতি। আমি gp(রাত১০-সকাল৯টা) থেকে বেশির ভাগ সময়ে ৭ kB/s এর নিচে পাই, খুব আপ-ডাউন করে (min-2 & max-14), ডাউনলোড হ্যাঙ্ক করে। এমন অবস্থা যে নিদিস্ট করে গতি কত তা বলা সম্ভব না।
আপনার মন্ত্যবে জানতে পারলাম যে স্পিড লোকেশনের উপর নির্ভর করে। তাহলে ভাই আমার উপয় কি? ভাবতেছি আনলিমিটেড বাদ দিয়ে প্যাকেজ নিব।

banglalink সিম ব্যবহার করে নেটের আমি স্বপ্নেও ভাবি না কারন আমি banglalink এর সিম চালাই কিন্তু কখা বলতে হয় বাহিরে যেয়ে। টিনের ঘরে banglalink আসে যায়।

Level 0

@shohel islam: location, পানির tank যাই বলুন জিপিআরএস (GPRS) এ এত স্পিড (per second 24-28kB) পাবেননা। আপনি কি বাংলালিংকের EDGE পাচ্ছেন আপনার বাসা থেকে? বাংলালিংক কি EDGE দিচ্ছে?

হাহাহাহহাহাহাহাহহা জটিল এক জগরা মজা পাইলাম!

সোহেল ভাই, পানির লাইনের সাথে gprs লাইনের compare করাটা আমার মনে হয় ঠিক হলনা।
tank থেকে পানি নিতে পাইপ লাগে কিন্তু মোবাইল সিম দিয়ে ইন্টারনেট কানেকশন নিতে কোন পাইপ বা তার লাগেনা।
আপনি যদি compare টা ব্রডব্যান্ড লাইনের সাথে করতেন তাইলে মানাইত।
মামুন ভাই আসলে যেটা জানতে চাইছে তা আপনে বুঝতে পারেননাই। উনি আসলে বাংলালিংক ইন্টারনেটের কিছু information চাইছেন। আমরা সবাই কোনকিছু কেনার আগে সেটার সম্পর্কে যেমন information নেই তেমন।

আমার মনে হয় আপনি একটু বেশী বুইজালাইছেন।

।প্লিজ হেল্প করুন।আমি ঢাকা থাকি তাই আমার জন্য ঢাকার স্পিড জানা সবচেয়ে জরুরী।তবে সবজায়গার লোকেরাই জানাবেন কিন্তু ।
এখানে তো উনি iinformation বলতে speed এর কথাই বলেছেন। আমি বুঝলাম না কই। আর আমার সন্দেহ হচ্ছে comment টা সজীবের নয়। কারন
তার কোন কমেন্টেই আমি বাংলা নাম দেখিনি। আর আমার উদাহরনটা না মিনলেও location এর ব্যাপারে যা বলেছি তাতেই তো সব clear।
আর আপনি যদি সজীব না হয়ে থাকেন তাহলে আপনি একজন প্রতারক।

sojib ভাইয়ের সব কমেন্ট, সব টিউন আপনারা চেক করুন প্রতারক ধরা পরে যাবে।—– একটু বেশী বুইজালাইছেন।—– তাইলে মানাইত।—–জানতে চাইছে এরকম ভাষা খুজে পাওয়াই যাবেনা সজীব ভাইয়ের লেখায়। এবার মিঃ মামুনের ভাষা চেক করুন —– কিনতে চাইতেছি —– আসলো কোথায় থাইক্যা– এগুলো খেয়াল করলেই বুঝা যায় চালাকিগুলো কে করে।

Level 0

Ami Narayangonj ar Fatulla thaki…Ami IDM diye download speed average 20-22 kbps pai…..Jodio ta onekkhetre varry kore 26-30kbps hoy…

Level 0

vaiayra no jagrajhati.jagrajhati kairben to mairben.jagrajhati na kaira valo chinta kaira deshtaray agaiya loi.

সজল , আপনি এমন অদ্ভুদ ইংরাজি কায়দায় বাংলা লেখা কোথায় শিখলেন? ঝগড়াঝাটি শব্দ টা লিখতে এমন অদ্ভুত ভাবে jhagrajhati?? কেন jhograjhati লিখলে কি সমস্যা? kaira না লিখে koira লিখলেও তো চলত। আপনার লেখা পড়তে গিয়ে আমার দাত ভেঙে যাবার যোগাড় হয়েছিল আর কি… যাই হোক, এখানে বাংলা লিংক এর স্পীড সম্পর্কে শেষ সিদ্ধান্ত টা কি দাড়ালো বোঝার চেষ্টা করছিলাম, মামুন ভাইয়ের মত আমিও অপেক্ষা করছিলাম আপনাদের অভিজ্ঞতা হতে কিছু শেখার, কিন্তু সর্বোপরী এখন মনে হচ্ছে বাংলা লিংক এর আইডিয়া টা বাদই দিতে হবে, যদিও আন লিমিটেড লাইন হিসাবে সস্তাই বলা চলে।

আমিও শুনেছি এর স্পীড ভালো না।

Level 0

vai amar jana mote Banglalink er Unlimited internet package (P2) er cost 650 tk + 15% vat = total 747.50 taka. eta kono somoy 870 tk. chilo na. Ami lalbhag a thaki, Nokia 2730 mobile use kori r download speed pai 24-26 KB. Je khane GP diye max 16 KB petam. So mone kori BL er internet er speed tulona mulok valo.