হ্যালো, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি রিভিউ টিউন নিয়ে এলাম। রিভিউ করছি বাংলাদেশি একটি হোস্টিং কোম্পানি নিয়ে যেখান থেকে আপনি কম দামে ভালো হোস্টিং নিতে পারবেন। আজকের রিভিউ ইভিএন হোস্ট।
ইবিএন হোস্ট একটি বিশ্বস্ত ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এদের হোস্টিং প্লান ফিচার অনুযায়ী যেমন প্রাইস হওয়া উচিত আপনি তার চেয়ে কম প্রাইসেই পেয়ে যাবেন।
ইবিএন হোস্টিং এর কাস্টমার রিভিউ অনেক ভালো। অন্যান্য হোস্টিংএর তুলনায় ইবিএন হোস্টিং এর পজিটিভ রিভিউ বেশি। ইভিএন হোস্টিং এ এখন তিনটি ফ্রি ডোমেইন প্যাকেজ আছে যেগুলো আপনি আপনার সাইটের জন্য নিতে পারেন।
ইবিএন হোস্টিং এর কাস্টমার সার্ভিস ও ভালো। তকরা কাস্টমারদের অনলাইন সাপোর্ট দিয়ে থাকে অন্যদিকে সাপোর্ট টিকেটের খুব দ্রুত সমাধান করার চেষ্টা করে।
তাদের হোস্টিং প্যাকেজ গুলো থেকে কম দামের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে Free Domain Plan C।
যা কিনতে প্রয়োজন হবে ২৬৫০ টাকা। এই প্যাকেজে রয়েছে ২০০× টারবো স্পিড। সাইটে ফাস্ট লোড হয়। এই প্যাকেজ নিয়ে দেওয়ার জন্য আমার ক্লায়েন্ট খুব খুশি হয়েছিল। আপনারাও নিতে পারবেন।
ইবিএন হোস্টিং থেকে ডোমেইন, হোস্টিং নিতে এখনি ভিজিট করুন -Ebn Host
আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।