ইংরেজিতে লেখা নিয়ে আর নয় চিন্তা এবার লেখা হবে নির্ভুল

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেকেই ইংরেজিতে বেশ দুর্বল।  আর এই দুর্বলতার কারণে আমরা কেউই ইংরেজিতে লিখতে চাই না। আর কখনো যদি লিখতে যাই তখন আমাদের মূল বিষয়টি বোঝাতে যেয়ে আমরা কি বুঝাতে চেয়েছিলাম তা হয়তো আমরা নিজেরাই অনেকেই ভুলে যাই আর বানান ভুল সেটিতে একটি সাধারণ সমস্যা। হোক সে একজন এক্সপার্ট অথবা নন এক্সপার্ট। কিন্তু আপনারা জানেন যারা অনলাইনে ব্লগিং করে থাকেন তাদের ইংরেজিতে একটি আর্টিকেল কতটা গুরুত্বপূর্ণ। এইজন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো অসাধারন একটি টুল। অনেকেই হয়তো টুলটি সম্পর্কে জানেন। যারা জানেন তারা তো ইতিমধ্যে টুলটি ব্যবহার করা শুরু করে দিয়েছেন আর যারা এখনো জানেন না তারা আজই ব্যবহার করা শুরু করে দিন। কারণ সত্যি বলছি আপনি যদি এখনো টুলটি সম্পর্কে না জানেন ব্যবহার করুন অবশ্যই ভালো লাগবে ইনশা-আল্লাহ।

টুলটি কাদের জন্য বেশি উপযোগী?

হোক সে একজন ছাত্র, হোক সে একজন চাকুরীজীবি অথবা হোক সে একজন ফ্রিল্যান্সার ইংরেজিতে আর্টিকেল লিখতে হয় না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কাজেই বেশিরভাগ মানুষের জন্য এটি একটি অসাধারণ  টুল হতে পারে।

আসুন এবার টুলটি সম্পর্কে পরিচিত হওয়া যাক।

টুলটি হচ্ছে Grammarly. Grammarly হচ্ছে একটি অসাধারন Extension tool. এটি মূলত একটি ব্রাউজার Extension. এটি ব্যবহার করার জন্য আপনাকে একটি খুব সাধারণ সাইন আপ করতে হবে। তারপর তাদের যে ব্রাউজার এক্সটেনশন টি রয়েছে সেটি আপনার ব্রাউজারে ইন্সটল করতে হবে। আপনি কি প্রস্তুত? এখনই এক্সটেনশনটি ইন্সটল করার জন্য ঝটপট এই লিঙ্কে সাইন আপ করুন https://bit.ly/2Xe6uQU

Grammarly কিভাবে কাজ করে?

এখানে আপনি তিনটি প্ল্যান পাচ্ছেন। ফ্রি, প্রিমিয়াম এবং বিজনেস। ফ্রী প্লান দিয়ে আপনি ব্যাকরণ, বানান এবং বিরামচিহ্ন এ জাতীয় সমস্যা গুলোর সমাধান করতে পারবেন। তবে বানান এবং বিরামচিহ্নগুলিতে ধারাবাহিকতা, সাবলীলতা, পঠনযোগ্যতা ইত্যাদিসহ ইংরেজিতে আপনার সকল ধরনের দুর্বলতা কে পিছনে রেখে আপনার ইংরেজি লেখার অভিজ্ঞতা কে এক নতুন রূপ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই তাদের প্রিমিয়াম অথবা বিজনেস প্লানে যেতে হবে। তবে আপনার সাধারন কাজগুলো তাদের ফ্রী প্লান দিয়েই সেরে ফেলতে পারবেন। এখনই এক্সটেনশনটি ইন্সটল করার জন্য ঝটপট এই লিঙ্কে সাইন আপ করুন https://bit.ly/2Xe6uQU

এটি সম্পূর্ণ ফ্রী একটি এক্সটেনশন সফটওয়্যার। আশা করি আপনারা এটি ব্যবহার করে অবশ্যই উপকৃত হবেন।

ধন্যবাদ

Level 0

আমি মোহাম্মদ রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস