কিভাবে কনটেন্ট প্রটেক্টেড ওয়েবসাইট থেকে টেক্সট কপি করবেন?

ইদানিং অনেক ওয়েবসাইটে ঢুকলেই আমরা দেখতে পাই কন্টেন্ট প্রোটেক্ট করা। আমরা চাইলেও প্রয়োজনীয় কোন টেক্সট কপি করে রাখতে পারিনা। এটা চরম বিরক্তিকর। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দেই কিভাবে কপি প্রোটেক্টেড কন্টেন্ট টুকে নিবেন।

উপায়

এই উপায়টি মজিলা ফায়ারফক্সের জন্য। আপনি যদি মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকেন তবে https://addons.mozilla.org/en-US/firefox/addon/absolute-enable-right-click/ এখান থেকে এই অ্যাডঅনটি ইন্সটল করে নিন।

এই লিঙ্ক এ ঢুকলে নিচের ন্যায় একটি পেজ দেখতে পারবেনঃ

ছবিতে উল্লেখিত বাটন “Add To Firefox” -এ ক্লিক করুন। অ্যাডঅনটি ইন্সটল হতে ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগবে।

ইন্সটল হয়ে গেলে নিচের ন্যায় আরেকটি উইন্ডোজ দেখতে পারবেন যেখানে অ্যাডঅনটি ব্রাউজারে অ্যাড করার জন্য অনুমতি চাইবে।

এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাডঅনটি ইন্সটল হয়ে যাবে এবং নিচের ন্যায় আরেক্টি মেসেজ দেখতে পারবেন।

এবার আপনি ইন্সটল কৃত অ্যাডঅন্টি নিচের এনিমেটেড ছবি দেখে একটিভ করুনঃ

এর পর থেকে কোন ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করার সময় আপনাকে আর নিচের বিরক্তিকর মেসেজটি দেখতে হবে না!

 

এখান থেকে বিস্তারিত দেখে নিনঃ https://blog.aparajeyo.com/tips-and-tricks/43/

Level 0

আমি আকিব হাসান পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং তেমন অভ্যাস নেই। সত্যি বলতে গুছিয়ে লিখতে পারিনা। তবুও একটু চেস্টা করছি মাত্র।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস