আশাকরি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি
তো বরাবরের মতো আজকে নতুন একটি টিউন নিয়ে হাজির হলাম যে টিউটোরিয়ালটি ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই টিউটোরিয়ালটি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি যদি আপনার সাইটে না থাকে তাহলে গুগল এডসেন্স গুগল আপনাকে পেনাল্টি মারবে তাই অতি গুরুত্ব সহকারে এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন" সরি শুনতে থাকবেন কিভাবে আমি তোরে ভিডিও তৈরি করছি না "পড়তে থাকুন তাহলে বুঝবেন তা না হলে সমস্যা হতে পারে আপনার ওয়েবসাইটের
আজকের বিষয় :ওয়েবসাইটের কুকি নোটিশ প্লাগিন
কুকি নোটিশ প্লাগিন দিয়ে আপনি অনায়াসেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কুকি নোটিশ শো করতে পারবেন। যেহেতু, এই প্লাগিনগুলো ফ্রি, তাই আপনার কোন খরচও হবে না। আর আপনার ভিজিটরকে এটা অবশ্যই জানাতে হবে যে আপনার ওয়েবসাইট তাদের অ্যাক্টিভিটি কালেক্ট ও রেকর্ড করে থাকে।
এখানকার যে কোনও প্লাগিন ইউজ করে আপনি অনায়াসেই এই কাজটি করতে পারেন। আপনার ভিজিটরদেরকে সন্মান দেখাতে পারেন এবং গুগলের যে কোনও সার্ভিস, বিশেষ করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হারানোর সম্ভাবণাকে বন্ধ করে দিতে পারেন।
কুকি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ফাইল যা ছোট ডাটার সমন্বয়ে তৈরি। যখন একজন ইউজার কোন একটি ওয়েবসাইট ভিজিট করেন, তখন এই ফাইলটি তার কম্পিউটার বা ডিভাইসের ব্রাউজারে স্টোর হয়ে যায়। এ ফাইলটি ইউজারের অ্যাক্টিভিটি সংগ্রহ করে, ব্রাউজিং হিস্ট্রি মনে রাখে এবং কিছু ব্যক্তিগত ডাটা সংগ্রহ করে যা ভবিষ্যৎ রেফারেন্স হিসেবে ওয়েবসাইট মালিকের কাজে লাগে। তবে, এতে ইউজারের বিন্দু পরিমাণও কোনও ক্ষতি হয় না।
কুকি নোটিশ কি?
কুকি নোটিশ হচ্ছে এমন একটি নোটিশ যা একজন ওয়েবসাইট ইউজারকে জানিয়ে দেয় যে, তার ব্রাউজিং অ্যাক্টিভিটি কালেক্ট করা হচ্ছে। ওয়েবসাইটের মালিক হিসেবে এই নোটিশ শো করা আপনার জন্যে বাধ্যতামূলক। যদি এই নোটিশটি আপনার সাইটে শো না করেন, তবে গুগল থেকে ফেনাল্টি খেতে পারেন।
সুতরাং, নিচের প্লাগিনগুলো থেকে যে কোনটি দিয়ে আপনার ওয়েবসাইটে কুকি নোটিশ শো করুন।
ওয়ার্ডপ্রেসের জন্যে কুকি নোটিশ প্লাগিন
যে কোনও ওয়েবসাইটে কুকি নোটিশ শো করতে হলে ব্যাক-ইন্ডে কিছু কোডিং করে দিতে হয়। কিন্তু সব ওয়েবসাইট মালিকই তো ওয়েব ডেভেলপার নন। তাই, তাদের জন্যে কুকি নোটিশ শো করার ভাল উপায় হচ্ছে প্লাগিন ইউজ করা।
Cookie Notice by dFactory
EU cookie law মেনে চলা ও ওয়েবসাইটে কুকি নোটিশ শো করার জন্যে Cookie Notice by dFactory অন্যতম সেরা একটি প্লাগিন। এই প্লাগিনটি ইনস্টল ও অ্যাক্টিভেট করার পর কুকি নোটিশ হিসেবে একটি ডিফল্ট মেসেজ ওপেন হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিংস্ সেকশনে গিয়ে আপনি এই মেসেজটি দেখতে পাবেন এবং প্রয়োজন মত এডিট করতে পারবেন।
ইনস্টল করুন
Cookie Law Info
প্রায় ২ লক্ষ অ্যাক্টিভ ইউজার নিয়ে অন্যতম সেরা কুকি নোটিশ ওয়ার্ডপ্রেস প্লাগিন Cookie Law Info। ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেকশনের মাধ্যমে এই কুকি নোটিশ আপনি আপনার ওয়েবসাইটে হেডার, ফুটার কিংবা সাইড বারে শো করতে পারবেন। একই সাথে, আপনি এটির কালার, ফন্ট এবং পজিশন কাস্টোমাইজ করতে পারবেন।
ইনস্টল করুন
কুকি নোটিশ শো করার ইফেক্টিভ মেথড নিয়ে তৈরি হয়েছে Cookie Consent প্লাগিনটি। এটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটে কাজ করা শুরু করবে। তার মানে হচ্ছে, এটির ডিফল্ট সেটিংস্ অত্যন্ত শক্তিশালী যা আপনাকে কনফিগার করতে হবে না। তবে, চাইলে আপনি কুকি মেসেজটি এডিট করতে পারবেন।
ইনস্টল করুন
আশা করি, এই ৩টি ফ্রি কুকি নোটিশ প্লাগিন থেকে একটি আপনি চয়েস করেছেন এবং আপনার সাইটে ইনস্টল ও অ্যাক্টিভ করেছেন। আর আপনার সাইট এখন আর ফেনাল্টি খাওয়া অবস্থায় নেই। কারণ, আপনার সাইটে কুকি নোটিশ শো হয়েছে।
তবে আপনি যদি মনে করেন যে অধিক প্লাগইন ব্যবহারের ফলে আপনার সাইট ডাউন হয়ে যাচ্ছে তাহলে আপনি সামান্য কিছু কোডের মাধ্যমে আপনি কুকি নোটিশ শো করাতে পারবেন এবং
এই টিউটোরিয়ালটি আমি আগামী পর্বে দেবো সুতরাং আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ
ভালো লাগলে গরিবের সাইট ভিজিট করবেন
MozarTech.com
আমি মোঃ ছামিম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।