অনলাইন সার্ভে কী? What is Online Survey

অনলাইন সার্ভে কি?

এক কথায় বলতে গেলে সার্ভে হলো জরিপ। আমাদের দেশে যেমন বাড়ি বাড়ি গিয়ে জরিপের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় তেমনি বিদেশে সেই কাজটিই করা হয় অনলাইনে। এটিকে আমরা মার্কেট রিসার্চও বলতে পারি।

কেন সার্ভে করবেন?

সোজা কথায় ডলার আয় করার জন্য।

আমাদের কাছে না হোক বিদেশিদের কাছে সময় অতি মূল্যবান। আপনি মূল্যবান সময় ব্যায় করে আপনার ব্যক্তিগত মতামত একটা কোম্পানিকে দিবেন, বিনিময়ে কিছু অবশ্যই পেতে হবে। এজন্য সার্ভে কোম্পানি আপনার মতামতের বিনিময়ে আপনাকে কিছু পেমেন্ট করবে। যা সাধারণত ১ ডলার থেকে ১০/২০ ডলার পর্যন্ত হতে পারে। দৈনিক ১০ টা ১ ডলারের সার্ভে করলে আপনি পাচ্ছেন ১০ ডলার যা হয়তো একজন ১০ হাজার টাকায় কোর্স করা ফ্রিল্যান্সারও পায় না। কাজ বলতে পরীক্ষায় MCQ এর মত কিছু প্রশ্নের উত্তর দেওয়া।

সার্ভে কাজ কি বৈধ?এর ভবিষ্যৎ কি?

সার্ভে কাজে বলতে গেলে অবৈধ, কিন্তু ততটাও নয়। কারণ সার্ভেগুলো হয়ে থাকে যুক্তরাষ্ট্রের মেম্বারদের জন্য। কিন্তু তারা কি আমাদের মত সারাদিন এসব ১/২ ডলারের কাজ করে পেট চালায়?এটাই সত্য যে যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও ৫০/৬০% সার্ভেয়ার যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সার্ভেতে অংশ নেয়। তাই আপনি করলে দোষ কোথায়?

সার্ভে যেহেতু এক প্রকার মার্কেট রিসার্চ তাই এর কোন শেষ নেই। যতদিন ইন্টারনেট আছে ততদিন এই কাজ চলতেই থাকবে শুধু কাজের সিস্টেম পরিবর্তন হবে। হয়তো এখন যেভাবে করছি ২ বছর পর সিস্টেম একটু কঠিন হবে কিন্তু তার উপায়ও বের হবে। 😃

ফ্রিল্যান্সিং নাকি সার্ভে কোনটা করবেন?

আমি করি বলে আপনাকেও করতে হবে এমন কোন কথা নেই। লাইফ আপনার সিদ্ধান্ত নেবেন আপনি। পার্থক্য এটাই যে, একটা ফ্রিল্যান্সিং কোর্স এর দাম ২০, ০০০ টাকা সময় ১ লাগে ১ বছর। সার্ভে কাজে প্রাথমিক খরচ ২০০০/৩০০০ টাকা শিখতে লাগে ৩ দিন। 🤣

ফ্রিল্যান্সিং শিখতে পারলে ১ বছর পর হয়তো আয় হবে মাসে ৫০০/৬০০ ডলার(বাড়িয়ে বললাম) কিন্তু এখানে ৩/৪ দিন কাজ শিখে মাসে আয় হবে ৪০০/৫০০ ডলার।

আশা করি সবকিছু বুঝাতে পেরেছি।

 

Please subscribe For More Tech Videos

Link :- https://youtu.be/ItJd3lnmT5I

Level 5

আমি Ushar। , Narayanganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস