এমাজুন এসএমটিপি সার্ভারের বিষয়ে সাহায্য চাই

 

এমাজুন এস.এম.টি.পি সার্ভারে ফ্রি অফারে সাইনআপ করেছি কিন্তু সমস্যা হল পেমেন্ট। পাইওনার মাস্টারকার্ড অ্যাড করা হয়েছে কিন্তু এক ডলার সমস্যা। এমাজুনের ফ্রি অফার এস.এম.টি.পি একটিভ করতে হলে কার্ডে অন্ততপক্ষে এক ডলার থাকার প্রয়োজন হয় এবং এক ডলার পেমেন্ট করতে হয় যে এক ডলার এমাজুন আবার এক সাপ্তাহ পর ফেরত দিয়ে থাকে। যে কার্ড অ্যাড করা হয়েছে সেটাতে ডলার নেই তাই একটিভ করতে পারছি না। কেউ পেমেন্ট করে দিলে খুবই উপকার হয়। আমি হিসাব করে টাকা বিকাশ করব পঞ্চাশ টাকা বেশি। এ বিষয়ে কেহ আমাকে হেল্প করার ইচ্ছা থাকলে জানাবেন।

আমার দ্বিতীয় সমস্যা হল Send Blaster Pro নিয়ে। আমি সেটাপ দিয়েছি ক্রাক ফাইল দিয়ে সেটা সফলতার সাথে একটিভ হয়েছে কিন্তু যখন ওপেন করি তখন লেখা আসে ইউর লাইসেন্স হেস বিন ডিসেবল। এই সমস্যার সমাধান আশা করছি এ বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন Blogger দের কাছে। Pls See the image

Level 2

আমি এমডি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Live in Dhaka. Profession Laptop & Computer Business, Domain Hosting Provider, Web Design House


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস