এ কেমন ধোঁকা খেলাম আমি?

প্রিয় টেকটিউনবাসী

আশাকরি ভাল।

আজকে জানাবো কিভাবে আমি ধোঁকা খেলাম। তো বন্ধুরা আমার টেকটিউনস খুবই প্রিয় একটি ওয়েবসাইট সেই সূত্রে আমার টেকটিউনসে একটা একাউন্ট খোলা ছিল এবং কিছু টিউনও করেছিলাম অনেক আগে এরপর আর তেমন আসা হয়নি টেকটিউনসে বিভিন্ন কারণে যাইহোক অনেকদিন পর টেকটিউনসে ফিরে ভাবলাম টিউন করবো শেয়ার করবো। যেই ভাবা সেই কাজ! টেকটিউনসে এসে আমার একাউন্টে লগিন দিলাম হচ্ছে না! রিকভার দিলাম তাও হচ্চেনা! কোনভাবেই আমার একাউন্ট খুঁজে পাচ্ছিনা! ভাবলাম টেকটিউনস আপডেট হইছে হয়তো আমার আইডি রিমুভ করে দিছে! তাই নতুন আইডি খুলে টিউন শুরু করলাম! কিন্তু আমার প্রিয় টেকটিউনস কে কেমন যেন অচেনা লাগছিল আর টিউন করেও সুবিধা পাচ্ছিলাম না কেমন হিজিবিজি ভাবতেছি এমন কেন? তো অনলাইন ঘাটাঘাটি করতে করতে হঠাৎ আমার চক্ষু ছানাবড়! আরে, যে টেকটিউনস ব্যবহার করতেছি সেটা তো টেকটিউনস এর কপি আসল টেকটিউনস সাইট তো এটা না! আমি জানিনা আদৌ ওই সাইটের সাথে টেকটিউনসের কোন যোগসূতত্র আছে কিনা? তো এরপর আগের টেকটিউনসে ফিরে এসে লগিন করে আমি আমার  আগের আইডি ফিরে ফেলাম পোস্টগুলোও ফিরে পেলাম অনেক দিন ফিরে পেয়ে আমার আইডি অনেক ভাল লাগছে। ✌✌❤❤😍😍

 

Level 2

আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I Love Technology


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস ব্যবহার করতে techtunes.io ব্যবহার করুন।