Low Budget Microphophone Review ইউটুবারেরা অবশ্যই দেখবেন

Boya by-m1 Microphone :

আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই?

 

আশাকরি ভালোই আছেন।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটা সুন্দর মাইক্রোফোনের রিভিউ নিয়ে।
ইউটুবারদের জন্য সাউন্ড কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আপনাদের কন্টেন্টের মান অনেকাংশে নির্ভর করে সাউন্ড কোয়ালিটির উপর। সাউন্ড কোয়ালিটি ভালো বা হলে ভিউয়ারেরা ভিউ করবে না। যারা একবার ভিউ করবে তারা দ্বিতীয়বার আর ভিউ করবে না। আর যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে ভিউয়ারেরা সহযেই বুঝতে পারবে আর আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট হবে। এজন্যই ভিডিও বানানোর আগে অবশ্যই একটা ভালো মাইক্রোফোন  সিলেক্ট করে নিবেন।
আমি আজ যে মাইক্রো ফোনের কথা বলব সেটা কম বেশি প্রায় ইউটুবার ব্যবহার করছেন বা করে আসছেন।

মাইক্রোফোনটির  নাম : BOYA By- M1


Boya by- m1 মাইক্রোফোন টি খুবই জনপ্রিয় এর সাউন্ড কোয়ালিটির জন্য। এটা কমদামের ভিতর বেস্ট চয়েজ। এটা খুব সহযেই আপনার পিসি/ল্যাপ্টপ, স্মার্টফোন, ক্যামেরার সাথে লাগিয়ে কাজ করতে পারবেন। এর জন্য  এক্সট্রা কোন পাওয়ারের দরকার হয় না। শুধু ক্যামেরা এবং পিসির জন্য ব্যাটারি কানেক্ট করতে হয়। আর ব্যাটারি মাইক্রোফোনের সাথেই দেওয়া থাকে।
প্রথমেই দেখে নেওয়া যাক মাইক্রোফোনের স্প্যাসিফিকেশন ঃ

  •  Brand: Boya
  •  Model Number: Boya BY-M1
  •  Transducer: Electret Condenser
  •  Polar pattern: Omnidirectional
  •  Frequency Range: 65Hz ~ 18 KHz
  •  Signal/Noise: 74dB SPL
  •  Sensitivity: -30dB +/- 3dB / 0dB=1V/Pa, 1 kHz
  •  Output Impedance: 1000 Ohm or less
  •  Connector: 3.5mm (1/8”) 4-pole gold plug
  •  Accessories Furnished: lapel clip, LR44 battery, foam windscreen, 1/4” adapter
  •  Battery Type: LR44
  •  Dimensions: Microphone: 18.00mmH x 8.30mmW x 8.30mmD
  •  Cable: 6.0m
  •  Weight:
  •  Microphone: 2.5g
  •  Power Module: 18g

এই মাইক্রোফোনটি আমি এখনো ইউজ করি। এটার নয়েজ রিমুভ করার ক্ষমতার তারিফ করতে হয়। রেকর্ডিং এর পর নয়েজ রিমুভ না করলেও হয় আর করলেত বেস্ট কোয়ালিটির রেকর্ডিং হয়ে গেল।
এতে ৬ মিটার লম্বা একটা তার দেওয়া হয়েছে এতে আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে।

এতে দেওয়া হয়েছে একটা কনভার্টার, একটা ক্লিপ এবং একটা নয়েজ রিমুভার

 

ইউজার ম্যানুয়াল :

স্মার্টফোনের ক্ষেত্রে নিচের দিকে সুইচ টি মুভ করলেই রেকর্ডিং এর জন্য রেডি  হবে।

আর পিসি এবং ডি এস এল আর এর ক্ষেত্রে উপরের দিকে মুভ করালেই হবে।


অনেক তো বক বক করলাম এবার এর দামটা দেখে নেওয়া যাক। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দেখে থাকবেন।  আমি দারাজ থেকে এটা নিতে না করব। কারণ দারাজে এই প্রোডাক্টের টিউমেন্ট দেখে বুঝেছি দারাজ থেকে এই মাইক্রো ফোনটি কিনে অনেকেই ঠকেছেন। তাই বলব Bdshop থেকে কেনার জন্য। এটার দাম ১২০০ টাকা। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। এখান থেকে ওর্ডার করে নিতে পারবেন।

Click Here For Order

তো কেমন লাগল আজকের  বিষয়টি। আশাকরি আপনাদের কাজে আসবে।
আমার ওয়েবসাইটে ভিসিট করার অনুরুধ রইল :

http://www.sanzidredoy24.xyz

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস