Location Tracking by Grameephone Sim 2020

আপনারা অনেকেই হয়তো মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্রাকিং এর বিষয়ে চিন্তা করে থাকেন এবং অনেকে হয়তো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিষয়গুলো খুঁজে অস্থির হয়ে গেছেন কিন্তু যা পেয়েছেন সবই ভুয়া।

 

আমার আজকের tricks তাদের জন্যেই, যাহারা বলে মোবাইল নাম্বার দিয়ে ট্রাকিং সম্ভব না এবং যারা না জানেন একমাত্র তাদের জন্যই আমার এই tutorial। যাই হোক আমি বলি মোবাইল নাম্বার দিয়ে ট্রেকিং করা সম্ভব,

 

আসলে এই সার্ভিসটি বাংলাদেশ বেশ কয়েকটি মোবাইল অপারেটর দিয়ে থাকে।

এরমধ্যে গ্রামীণফোনের সার্ভিসটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 

যাইহোক কাজটি যে ভাবে করবেন

 

*আপনি শুধু দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লোক কোন নেটওয়ার্ক/টাওয়ারের আন্ডার আছেন (মোটামুটি আপনার আশেপাশের এলাকা শো করতে পারে)।

১। দুইজনকেই (যে ট্রাক করবেন এবং যাকে ট্রাক করবেন) gp sim ইউজার হতে হবে।

 

২। যাকে ট্রাক করতে চান সে অবশ্যই আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি হতে হবে।

 

আপাতত এর দুটি শর্তই প্রযোজ্য।

 

ট্রেকিং এর নিয়ম।

 

⬇️⬇️

 

ধরে নিলাম আপনি আপনার bondu k ট্রাক করবেন।

 

সে ক্ষেত্রে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে।

 

রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে

 

START <space> your name লিখে পাঠাবেন ২৩০২০ নাম্বারে।

 

এরপর কনফারমেশন মেসেজ পাবেন। কনফার্মেশন মেসেজ পাওয়ার পর আপনার bondhu k অ্যাড করতে হবে। সেজন্য আপনাকে আবার একটি মেসেজ করতে হবে। লিখতে হবে

 

add <space> friend's mobile number <space> friends name লিখে পাঠাবেন ২৩০২০ নাম্বারে.

 

আপনার bondhur অ্যাড পাঠানোর পর আপনার bondhur একটি মেসেজ পাবেন। এবং আপনার bondur ফোন থেকে একটি মেসেজ পাঠাতে হবে লিখতে হবে।

 

Y <space> আপনার ফোন নাম্বার লিখে পাঠাবেন ২৩০২০ নাম্বারে.

 

ব্যাস কাজ শেষ।

এরপর থেকে যখন খুশি তখন আপনার bondhu ট্র্যাক করতে পারবেন।

 

Video link :- https://youtu.be/pRkChKbIGQs

 

locate <space> আপনার bondhu নাম (যে নাম দিয়ে আপনি অ্যাড করেছেন) লিখে পাঠাবেন ২৩০২০ নাম্বারে.

ফিরতি এসএমএসে পেয়ে যাবেন আপনার bondhur লোকেশন।

Please subscribe for more videos

Level 5

আমি Ushar। , Narayanganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস