আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ রয়েছেন। আর ভালো না থাকলেও কোন সমস্যা নেই। কারন আমি আজকে যে টিউনটি নিয়ে হাজির হয়েছি তা জানলে আপনিও ভালো হয়ে যাবেন। কিভাবে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে ফাইল শেয়ার করবেন। এবং আপনি চাইলে আপনার মোবইলকে সি.সি ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন। শুধু তাই নয় আপনি আপনার মোবাইলকে কম্পিউটারে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। ফোন করা ম্যাসেজ করা অ্যাপ ইনস্টল করা ইত্যাদি কাজ করতে পারবেন। আশা করি টিউনটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন আর ভূমিকা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমে একটি অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। যার নাম হচ্ছে AirDroid। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।
আমি আজকে যে অ্যাপটির মাধ্যমে কাজগুলো করবো। সেটা দিয়ে আপনি দুটি মাধ্যমে আপনার মোবাইলকে কন্ট্রোল করতে পারেন। প্রথমটা হলো আপনি লোকাল এড়িয়ায় তা কন্ট্রোল করতে পারবেন। আর দ্বিতীয়টি হলো আপনি চাইলে যেকোন জায়গা থেকে তা কন্ট্রোল করতে পারেন। আমি আপনাদের এই টিউনে দুটি পদ্ধতিই দেখাবো। তাই কষ্ট করে টিউনটি শেষ পর্যন্ত পড়বেন।
কিভাবে লোকাল এড়িয়ায় কন্ট্রোল করবেন।
অ্যাপটিকে ইনস্টল করার পর অপেন করবেন। তখন আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে।
এখানে আমরা যেহেতু লোকালভাবে কন্ট্রোল করবো, তাই এখানে skip বাটনে ক্লিক করবো। তারপর এই রকম একটি পেজ অপেন হবে।
এখানে continue বাটনে ক্লিক করে allow তে ক্লিক করবেন।
এখানে প্রবেশ করার পরে AirDroid Web এই বাটনটিতে ক্লিক করবেন।
এই পেজে আসার পর আপনার মোবাইলে এবং আপনার কম্পিউটারে একই ওয়াই ফাই কানেক্ট থাকে তাহলে নিচের পেজটি দেখতে পাবেন। আর যদি ওয়াই ফাই কানেক্ট না থাকে তাহলে আপনার মোবাইলের হটস্পটটি চালু করবেন। ডাটা চালু করতে হবে না। এবং আপনার হটস্পটটি আপনার কম্পিউটারে কানেক্ট করবেন।
আপনার এখানে যে লিংকটি দেওয়া আছে তা আপনার কম্পিউটারের যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করবেন। তারপর আপনার মোবাইলে একটি অনুমতি বার্তা আসবে।
এই পেজটি আসার পর accept এ ক্লিক করবেন। এবার আপনার ব্রাউজারে এই রকম একটি পেজ দেখতে পাবেন।
এই পেজের বাম পাশে আপনি আপনার মোবাইলকে কন্ট্রোল করার সকল কিছু দেখতে পাবেন। এখানে Files নামক যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে এই রকম একটি পেজ অপেন হবে।
এখানে আপনার মোবাইলে মেমোরি কার্ড দেখতে পাবেন। তা থেকে সহজেই যেকোন ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। তারপর Camera তে ক্লিক করলে আপনার মোবাইলের ক্যামেরার জন্য অনুমতি চাইবে, আপনি অনুমতি দিয়ে দিবেন। তাহলে আপনি মোবাইলের ক্যামেরার এক্সেস পেয়ে যাবেন। আপনারা আরো বিভিন্ন ঘেটে দেখলে আরো অনেক কিছু জানতে পারবেন।
কিভাবে যেকোন জায়গা থেকে মোবাইলটিকে কন্ট্রোল করবেন।
যেকোন জায়গা থেকে কন্ট্রোল করতে হলে প্রথমে আপনাকে অ্যাপটিতে সাইন ইন করতে হবে। তার জন্য অ্যাপটির হোম পেজে এসে My Computer বাটনে ক্লিক করবেন।
তারপর উপরে দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Sign up বাটনে ক্লিক করবেন।
এখানে আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়ে SIGN UP বাটনে ক্লিক করবেন। সাইন আপ হয়ে গেলে আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করবেন। web.airdroid.com
এখানে আসার পর আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলে সাইন আপ করেছেন তা দিয়ে এখানে লগিন করবেন। তাহলে আপনি আগের মতো সকল কিছু করতে পারবেন। কিন্তু এখানে যেকোন জায়গা থেকে।
আশা করি আপনাদের টিউনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের টিউমেন্ট করে জানাতে পারেন পরের টিউনটি কি নিয়ে করতে পারি। এবং পরের সকল টিউন পেতে আমাদের ফলো করতে পারেন। যাওয়ার আগে আরেকটি কথা আমরা অনেক কষ্ট করে টিউন করে থাকি তাই যদি ভালো লাগে অবশ্যই জোসস এ ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।