অনলাইন মার্কেটিং এর এই যুগে অনেকের কাছেই ওয়েব হোস্টিং একটি পরিচিত নাম। কিন্তু তারপর অনেকে হয়ত জানেন না ওয়েব হোস্টিং কি এবং কি কি ধরনের ওয়েব হোস্টিং আছে এবং তার প্রয়োজনীয়তা আর তার খরচ।
প্রথমে জেনে নেই ওয়েব হোস্টিং কাকে বলে? ওয়েব হোস্টিং হল এমন একটি ভার্চুয়াল স্থান যেখানে আপনার ওয়েব সাইট টি ভার্চুয়ালি রাখা হয়। ওয়েব হোস্টিং এমন একটি ইন্টারনেট সেবা যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর দ্বারা আপনার ওয়েব সাইট কে ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট প্রদর্শন করবে।
ওয়েব হোস্টিং মার্কেটে নানান ধরনের ওয়েব হোস্টিং সেবা থাকার কারনে অনেকেই কনফিউজড হয়ে যায়, তারা বুঝতে পারেন না কি ধরনের ওয়েব হোস্ট সেবা তাদের প্রয়োজন এবং এর খরচের ব্যপারেও ক্লিয়ার না।
এই আর্টিকেল এ আমরা বিভিন্ন ধরনের ওয়েব হোস্টিং সেবা এবং তাদের খরচ সমূহ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করবঃ
হোস্টিং সেবাগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিন এবং জনপ্রিয় হচ্ছে শেয়ার্ড হোস্টিং! স্বল্পমূল্যের জন্যে শেয়ার্ড হোস্টিং সেবাটি অনেকেই নিয়ে থাকেন। নামেই বুঝা যাচ্ছে, শেয়ার্ড হোস্টিং মানে আপনি আপনার ওয়েব সাইট এর সার্ভারটি আরো মানুষের সাথে শেয়ার করে ব্যবহার করছেন। যারা স্টার্টআপ বা একটি ব্লগিং ওয়েবসাইট চালাতে চাচ্ছেন তাদের জন্যে এটি একটি বেস্ট অপশন। কম খরচই এই হোস্টিং সেবাটির সবচেয়ে বড় সুবিধা। কিন্তু এর অসুবিধার দিক টি হলো, অন্যান্য ওয়েবসাইট এর কারনে আপনার ওয়েবসাইট এর পার্ফরমেন্স এর ক্ষতি হতে পারে, যেহেতু আপনি একটি শেয়ার্ড সার্ভার ব্যবহার করছেন।
এখন প্রশ্ন হচ্ছে, একটি শেয়ার্ড হোস্টিং সেবার দাম কেমন হতে পারে? আপনি Avalon Hosting Services Ltd. থেকে সিমীত খরচে শেয়ার্ড হোস্টিং সেবা পেতে পারেন। নিম্নে Avalon এর শেয়ার্ড হোস্টিং গুলোর একটি ছক দেওয়া হলঃ
বাবুই (BABUI) | কোয়েল (KOEL) | ডাহুক (DAHUK) | দোয়েল (DOEL) | |
স্টোরেজ | ১ জিবি | ৩ জিবি | ৫ জিবি | ১০ জিবি |
ব্যান্ডউইথ | ২৫ জিবি | ৭৫ জিবি | ১০০ জিবি | ৩০০ জিবি |
ওয়েবসাইট | ১ টি | ১ টি | ১ টি | ১ টি |
এড-অন ডোমেইন | ৪ টি
| ১০ টি | ১০ টি | ১০ টি |
সাবডোমেইন | ১০ টি | ১৫ টি | ২০ টি | ২০ টি |
ইমেইল এড্রেইস | ৫০ টি | আনলিমিটেড | আনলিমিটেড | আনলিমিটেড |
ডাটাবেস | ৫ টি | আনলিমিটেড | আনলিমিটেড | আনলিমিটেড |
প্রাইজ (টাকা) | ১০০০/বছর | ২০০০/বছর | ৩১০০/বছর | ৪১০০/বছর |
শেয়ার্ড হোস্টিং প্যাকেজ অর্ডারিং লিঙ্কঃ
বাবুইঃ https://manage.avalonhosting.services/cart.php?a=add&pid=473
কোয়েলঃ https://manage.avalonhosting.services/cart.php?a=add&pid=474
ডাহুকঃ https://manage.avalonhosting.services/cart.php?a=add&pid=475
দোয়েলঃ https://manage.avalonhosting.services/cart.php?a=add&pid=476
ক্লাউড হোস্টিং হচ্ছে এমন একটি হোস্টিং যেখানে আপনি আপনার সকল ডাটা, প্রোগ্রাম, এপ্লিকেশন অথবা সফটওয়্যার ইন্টারনেট এর মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোন সম্য এক্সেস করতে পারবেন। এটি এমন একটি মর্ডান টেকনলজি যার অনেক সুবিধা আছে। যদি আপনার ওয়েবসাইট এ একি সময়ে প্রচুর ট্রাফিক আসে তারপর ও আপনার ওয়েবসাইট কখন শাট ডাউন হবে না ক্লাউড হোস্টিং ব্যবহার করার কারনে। ক্লাউড হোস্টিং সবচেয়ে উপযুক্ত হোস্টিং সেবা কিন্তু খরচের পরিমান একটু বেশি। আপনি Avalon থেকে ভালো কোয়ালিটির ক্লাউড হোস্টিং সেবা পেতে পারেন। এখান থেকে ক্লাউড হোস্টিং সেবা পাবেন সর্বনিম্ন $11.95/m এবং সর্বোচ্চ $18.95/m।
Avalon's Cloud Hosting Packages
ডেডিকেটেড হোস্টিংঃ
ডেডিকেটেড হোস্টিং করতে আপনার প্রয়োজন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার হচ্ছে আপনার কোম্পানির ফিজিক্যাল সার্ভার। আপনি যদি আপনার কোম্পানির জন্যে ডেডিকেটেড হোস্টিং নিন তাহলে আপনার ওয়েবসাইট কখনো স্লো অথবা শাট-ডাউন হবে না। আপনার সকল তথ্য এবং ডাটা বেশ ভালোভাবে নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। এই ওয়েবহোস্টিং আপনি চাইলে নিজেই ম্যানেজ করতে পাবেন আবার আপনার হোস্টিং প্রোভাইডার কে দিয়েও ম্যানেজ করিয়ে নিতে পারবেন।
ডেডিকেটেড হোস্টিং বেশ ব্যয়বহুল। Avalon Hosting Services Ltd. থেকে আপনি ওয়েবহোস্টিং সেবা INTEL XEON E5-1650 V3 3.50 GHZ পাবেন $149.95/month, DEDICATED HOSTING ADVANCE পাবেন $795.00/month (Recommended) এবং DEDICATED HOSTING PRO পাবেন $2130.00/month। ডেডিকেটেড হোস্টিং সেসব ব্যবসায় এর জন্যে সুবিধাজনক যারা অনেক কনফিডেন্সিয়াল এবং সেন্সিটিভ তথ্য মেইন্টেইন করে থাকে এবং অনেক বেশি অনলাইন ভিসিটর থাকে।
এক কথায় ওয়ার্ডপ্রেস হোস্টিং এমন একটি হোস্টিং যা আপনার ওয়ার্ডপ্রেসের পার্ফরম্যান্স এবং সিকিউরিটি আরো ভালোমতন অপটিমাইজ করে থাকে। সাধারনত ওয়ার্ডপ্রেস সহজ করে শুরু করার জন্যে এটি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল অন্তর্ভুক্ত করে থাকে। কিছু ওয়ার্ডপ্রেস হোস্টিং অটোমেটেক্যালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপডেট করে দিবে যখন প্রয়োজন হবে।
Avalon Hosting Services Ltd. থেকে আপনি সাশ্রয়ী মূল্যে ওয়ার্ডপ্রেস হোস্টিং পেতে পারেন। STARTER ওয়ার্ডপ্রেস পাবেন $7.95/month, ADVANCE ওয়ার্ডপ্রেস পাবেন $11.95/month, BUSINESS ওয়ার্ডপ্রেস পাবেন $29.95/month এবং PROFESSIONAL পাবেন $39.95/month।
পরিশেষে বলতে চাই, আপনার এমন কারো কাছ থেকে হোস্টিং সেবা নেওয়া উচিত যে আপনার প্রয়োজন বুঝবে, যাদের অভিজ্ঞতা আছে হোস্টিং প্রোভাইডার হিসেবে এবং কাস্টমারদের বেশ ভালো সাপোর্ট দিয়ে থাকেন। আশা এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন এবং আপনি সঠিক স্বিদ্ধান্ত নিতে পারবেন।
আমি শাহীন রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।