হা Android এসে বি, পসেবিল কুছবি হে।
তবে এখানে পিসি দিয়ে করা লাগবে, আর windows 8 লাগাতে পারবেন। কোনো জটিল বিশয় না, নিচের ট্রিকস টা দেখুন Pc এর Software টাই সব কোরে দেবে আপনাকে। খুব ইজি।
আর মূল বিশয় হোলো আপনার ফোনে Windows সেট আপ নিতে পারবে কিনা সেটা আগে বোলে দেবে।
জোদী ও নাও হয় ট্রিকস টা দেখুন। জোদী হয় এক দম windows pc তে জা কাজ কোরতে পারেন সবাই, এখানেও তেমনই Android এ, এখানে অপারেটিং টা windows এ আসলে, আপনি এখানেও এক দম সেম কাজ কোরতে পারবেন আবার পরে Android এও আসতে পারবেন, সব Software র-ই কেলমা, ফুল একটা জটিল মেটার আপনার সামনে সহোজ ভাবে নিয়ে এসেছে Software টা। জা বোঝার কারোর প্রেবলেম হবে না।
এটা কোরতে গেলে কি কি প্রয়োজন, সেটা বলে দিই-
.1-Requirements:/
Minimum hardware configuration of your Android device: Minimum 1 GB RAM and 1.3 GHz Processor.
.2-.ফুল কাজ টা কোরতে সময় লাগে ১৫ মিনিট। তখন pc ও Android device এ দুটোতেই নেট চালু রাখতে হবে,
আগে Software টা ডাওনলোড করুন, আমি ড্রোপবকসে আপলোড কোরে দিয়েছি।
নামিয়ে নিন Change My Software 8 Edition এখান থেকে।
*আর সেটআপ এর এসটেপ বাই এসটেপ, এর সট গুলো নিচে এক সাথে কোরে দিয়েছি। সুবিধার জন্য। *
.এবার দেখুন।
>>>>আপনার পিসিতে dotNetFramework v4+ install দিতে হবে.
.[এখানে একটু জানার বিশয় জে; সব Windows Pc তেই dotNetFramework অটোমেটিক থাকে, এটা অনলাইন Install দিতে হয়, এটা একটা C#, Visual Basic, or F# programming language, । পিসি তে নেট চালু রেখে নিচের দেবা ফাইলটা লোড করে তারপর রান করুন। জোদী বলে অলরেডী আছে এটার জেকোনো ভারসান, তাহোলে আর দরকার নেই। ]
.dotNetFramework v4+ নামিয়ে নিন এখান থেকে।
তারপর Change My Software 8 Edition, download করুন ৷{এক দম উপোরের Link জেটা দিয়েছি}
এখন আপনার PC তে WinRaR দিয়ে Extract করুন [Change My Software 8 Edition -জিপ ফাইল টা]
তারপর ওটার ভিতোরে - Change My Software 8 Edition - exe file টি রান করুন ৷ তারপর android to windows এ ক্লিক করুন ৷
তারপর ফোনের ডিবাগ অপশনটিতে টিক দিন(go to setting>developer option ->usb debug) এবং pc তে connect করুন ৷
software এর সাথে connect হতে দিন ৷ connect হলে ভাষা সিলেক্ট (গুরত্বপূর্ণ) করুন ৷ next এ যান ৷accept করে install দিন ৷ সময় লাগবে । .
install হলে সেট রিবুট নিবে ৷ কাজ শেষ ৷ তারপর os windows 8 সিলেক্ট করুন ৷ তারপর হাতে নিন নতুন windows 8 phone.
(Warranty হারাবেন যদি থাকে) আবার চাইলে android বানাতেও পারবেন শুধু connect করেwindows to android এ যান।
অনেক ফোনে windows 8 install নাও হতে পারে ৷ লেখা আসবে your phone is too slog or manufacturer disabled.etc.এটা মেচ কোরবে আপনার android আদেও windows 8 নেবার জোর আছে কিনা। [সট দেখুন নিচ জোদী মেচ না করে ওটা দেখাবে]
নিজ দায়িত্বে করবেন ভেবে চিন্তে কাজ করবেন। সাবধানতা বজায় রাখুন। বিদ্যুত চলে গেলে সমস্যা হতে পারে তাই সেদিকে নজর রাখুন। অবশ্যই INTERNET CONNECTION চালু রাখবেন। ধন্যবাদ।
এবার সব সট গুলো দেখতে লাগুন পর পর= কি ভাবে করা হয়, পুরা ইজি-
কাজ শেষ, এবার used করুন।
=
আমি সাত্ত্বিক মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।