আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই?
আশাকরি ভালোই আছেন।
ব্লগসাইটের প্রতি বর্তমানে মানুষ বেশি ইন্টারেস্ট ফিল করছে। কেন করছে তার অনেক কারণ রয়েছে। এটা বিনামূল্যে তৈরি করা যায় এবং ডিজাইন করতে কোন হাই কোয়ালিটির সার্টিফিকেট বা কোর্সের প্রয়োজন পড়ে না। খুব সহজেই আর্টিকেল লেখা যায় যদি আপনি ভালো জানেন। আমি এখন ব্লগ সাইট নিয়ে না বলি এতকিছু।
ধরেন আপনার একটা ব্লগ সাইট রয়েছে এখানে ভালো ভালো বা মোটামোটি ভাল কন্টেন্ট৷ রয়েছে। এবং তাতে আপনি প্রতিদিনই লেখালেখি করেন। এখন আপনার এই আর্টিকেল যদি অন্য কেউ নাই দেখে তাহলে এই সাইটের কোন মূল্য নেই। আর আপনার প্রতিভাটাও কেউ জানতে পারল না। তাই দরকার সাইটের ভিজিটর।
সাইটের ভিজিটর আনার সবচেয়ে৷ জনপ্রিয় পন্থা হলো SEO।
SEO হলো search engine optimization
সাধারনত আমরা কোন তথ্য খুজতে google, yahoo, bing ইত্যাদির সাহায্য নিয়ে থাকি। এগুলো কি? এগুলো হলো সার্চ ইঞ্জিন। এখন আপনারা যদি google এ কোন কিছু সার্চ করেন তাহলে সেই বিষয়ের উপর রিলেটেড সাইটগুলো সামনে আসে। যেসকল সাইটের seo করা যত পার্ফেক্ট হবে সে সাইট গুলো সার্চ ইঞ্জিন এর ১ ম পেইজে আসবে। এখন আপনি যদি আপনার সাইটের ভাল seo করেন তাহলে ভিজিটর এমনিতেই আসবে। আর seo কিভাবে করতে হয় তা নিয়ে youtube এ হাজার হাজার টিউটোরিয়াল দেওয়া আছে। তা দেখে নিতে পারেন। আমি এখন seo নিয়ে এত কথা না বলি। আমি দেখাব seo করা ছাড়াও কিভাবে সাইটে ভিজিটর আনবেন।
সাইটে ভিজিটর আনার আরও একটি টেকনিক হলো
ট্রাফিক এক্সচেঞ্জ জিনিস টা কি? কিভাবে করে? কেন করে? আমি এখন সে সম্পর্কেই আলোচনা করব।
সহজ কথায় বলতে গেলে ট্রাফিক এক্সচেঞ্জ হলো অন্য একটি সাইটের মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আনা। ধরুন আপনি ভালো কোন সাইটের একজন মেম্বার বা সদস্য হলেন যেমন : টেকটিউনস।
এখানে নিয়মিত টিউন করলেন। টিউনের শেষে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন এবং সবাইকে বললেন আপনার সাইটে ভিজিট করার জন্য। আর আপনার টিউন যদি ভালো হয় তাহলে ভিজিটররা আপনার উপর খুশি হবে এবং তারা আপনার সাইটে ভিজিট করবে ভালো কিছু পাওয়ার আশায় কারণ আপনি সেখানে ভালো আর্টিকেল লিখেছেন। এখন টেকটিউনস এর মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আনার এই পদ্ধতিটিই হলো ট্রাফিক এক্সচেঞ্জ।
আপনি যদি তাও না পারেন তাহলে আপনার জন্য একটা উপায় রয়েছে।
আমি যে উপায়ের কথা বলব সেটার মাধ্যমে কোন রকম কাজ করা ছাড়াই আপনার সাইটে ভিজিটর আনতে পারবেন। আমাদের ক্লাব নামের একটা ওয়েবসাইটে আপনার সাইটের বিজ্ঞাপণ দিয়ে খুব সহজেই ট্রাফিক একচেঞ্জ করতে পারবেন
এজন্য আপনার হাতে দুটি অপশন খুলা আছে
নাম্বার ১ ঃ টাকা দিয়ে বিজ্ঞাপণ দেওয়া
নাম্বার ২ ঃ টাকা ছাড়া অন্যের দেওয়া বিজ্ঞাপণ গুলো দেখে। এতে আপনার একাউন্টে ক্রেডিট জমা হবে আর এ ক্রেডিট ব্যবহার করে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপণ দিতে পারবেন।
এতে আপনার ওয়েব সাইটের ভিউ বাড়বে। এডসেন্স এর জন্য কোয়ালিফাই করতে পারবেন।
আমরা মূলত এ জিনিসটার জন্যই এত কষ্ট করি।
তো অনেক কথা বলে ফেললাম। এবার কাজের কথা আসি
কিভাবে নিবেন সেজন্য ভিডিওটি দেখে নিন কারন বিস্তারিত টিউনে দেওয়া সম্ভব নয়
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।