কোন সফটওয়্যার ছাড়াই Pendrive বুটেবল করে নিন bootable usb for windows

How to make bootable pendrive-

 

আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই?

আশাকরি ভালোই আছেন।
নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ দেখাব কিভাবে আপনারা কোন সফটওয়্যার ছাড়াই পেন্ড্রাইভ বুটেবল করবেন।

এজন্য আপনার দরকার হবে সর্বনিম্ন আট জিবির একটা পেন্ড্রাইভ। আর Windows এর Iso ফাইল।

আমি আগের টিঊটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আই এস ও ফাইল ডাউনলোড করতে হয়। আপনারা চাইলে দেখে নিতে পারেন।

How To Download windows iso file

 

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।

প্রথমে Start Menu তে ক্লিক করেন। এবার সার্চ করেন cmd। cmd  তে ক্লিক করেন।


এবার এটাতে কিছু কমান্ড লিখতে হবে। প্রথমে লিখুন diskpart। তারপর এন্টার প্রেস করেন।


এখন লিখুন list disk তারপর এন্টার  প্রেস করুন

এবার আপনাকে আপনার পেন্ড্রাইভ খুজতে হবে। পেন্ড্রাইভ টি কত নাম্বার ডিস্কে আছে। সাধারনত পেন্ড্রাইভ সবার লাস্টে থাকে। আপনি স্পেস দেখে সিদ্ধান্ত নিবেন।  আমার টা ৮ জিবি তাই ৭৪৫২ এম্বি দেখাচ্ছে এখন লিখবেন select disk X  (X = disk number of pendrive) তারপর এন্টার  প্রেস করুন

এখন লিখুন clean তারপর এন্টার  প্রেস করুন

 


এখন লিখুন create partition primary তারপর এন্টার  প্রেস করুন

এখন লিখুন  select partition 1 তারপর এন্টার  প্রেস করুন


এবার format fs=ntfs quick তারপর এন্টার  প্রেস করুন

এবার লিখুন active তারপর এন্টার  প্রেস করুন

সবশেষে লিখুন exit তারপর এন্টার  প্রেস করুন

এখন কাজ হলো iso file কে extraxt  করে পেন্ড্রাইভে রাখা।

এজন্য iso file এর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে extract file এ ক্লিক করেন


এবার pendrive টি সিলেক্ট করে  ok তে ক্লিক করেন

দেখুন Extract  হচ্ছে। সম্পূর্ন কমপ্লিট হলে windows দেওয়ার জন্য প্রস্তুত

এখন আপনারা এটির মাধ্যমে Windows setup  করতে পারবেন।

না বুঝলে ভিডিও টী দেখে নিন ঃ https://youtu.be/orVIi2aKMLo

কিভাবে windows setup  করতে হয় সে সম্পর্কে আমার একটী টিউটোরিয়াল আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন
আমি লিংক দিয়ে দিচ্ছি

How to setup windows

তো কেমন লাগল আজকের  টিউটোরিলটি। ভালো লাগলে টিউমেন্টে জানাতে ভুলবেন না। আর বুঝতে সমস্যা হলে কমেনটে জানান আমি চেষ্টা করব সমাধান করব।

visit my website: http://www.sanzidredoy24.xyz

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস