Video+Photo এর Background রিমোভ করুন কোন সফটওয়্যার ছাড়াই Only 2 minutes Without Greenscreen

Video+Photo এর Background রিমোভ করুন কোন সফটওয়্যার ছাড়াই-

how to remove background from picture, remove picture background, remove object from photo, remove picture background, green screen, change video background, remove background from video chroma key, photo editor bg, background removal services, photo background remover, remove background from image free, remove bg app, remove background from image photoshop, remove background photoshop, remove object from photo, delete background app, how to remove background in photoshop cs3, online photo editor eraser, cc photoshop, photo background, background remover, picture background, image background, photoshop, photoshop adobe, photo background remover, adobe photoshop cs6, remove background from image, photo background, background remover, image background, remove background from image, photo background remover, photo background editor, edit background, remove background online, remove background from image free, background eraser, watches, filmora, wondershare filmora, filmora download, filmora video editor, filmora free download, effects to video, wondershare film;

remove background from image-

আশাকরি ভালোই আছেন।  বর্তমান সময়ে স্মার্টফোন ডিভাইসে ব্যাকগ্রাউন্ড রিমোভের অনেক অ্যাপস রয়েছে। যেগুলো দিয়ে Background remove করা অনেক কঠিন আবার কোন কোনটা ভালো করে কাজই করে না। আর ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমোভের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে সবুজ রাখা লাগে।  তাও আবার ভালো ক্যামেরা ছাড়া ভালো হয় না। আজ আমি এমন একটা উপায় নিয়ে হাজির হয়েছে যেটার মাধ্যমে আপনার আপনাদের মোবাইল বা পিসির সাহায্যে কোন প্রকার সফটয়্যার ছাড়াই background remove করতে পারবেন।
আর ভিডিও এর ব্যাকগ্রাউন্ড রিমোভের ক্ষেত্রে কোন গ্রীনস্ক্রীনের প্রোয়োজন হবে না।


 

প্রথমে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমোভ করা দেখাব :  
 
প্রথমে নিচের  দেওয়া লিংকে ক্লিক করেন
Click Here

এবার নিচের ইমেজের মত আসবে। এখন Upload Image  এটাতে ক্লিক করবেন।


তারপর যে ছবিটা ইডিট করতে চান সেটা সিলেক্ট করুন।

এখন পিকচারটি আপলোড হওয়া শুরু করবে।







আপলোড হওয়া কমপ্লিট হলে অটোমেটিক  ব্যাকগ্রাউন্ড রিমোভ হবে। এখন আপনারা এ ইমেজ টা ডাউনলোড করতে  পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্য ইমেজ দিতে  চান তাহলে ইডিট এ ক্লিক করুন







ইডিট এ ক্লিক করলে নিচের মত অনেক ইমেজ দেখতে পাবেন। এখান থেকে যেকোন ইমেজ দিতে  পারবেন।

এখানে আপনি চাইলে আপনার ডিভাইসে থাকা ফটোও ইউজ করতে পারবেন এজন্য select photo  তে ক্লিক করতে  হবে।

ব্যাকগ্রাউন্ড হিসেবে সলিড কালারো ইউজ করা যাবে। প্রয়োজনে জুম ইন জুম আউট করতে পারবেন (+ / -) আইকন ব্যবহার করে।
আর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন।

 

পিকচার ইডিট কমপ্লিট হলে Download এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড এ ক্লিক করলে আরেকটা  download  অপ্সহন আসবে।

 

এখন এটাতে ক্লিক করলে পিকচারটি ডাউনলোড হওয়া শুরু করবে









এবার দেখাব কিভাবে  ভিডিওর  ব্যাকগ্রাউন্ড রিমোভ করবেন ঃ
প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করেন

Click here

Upload clip  এটাতে ক্লিক করেন।

 





তারপর যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমোভ করবেন সেটা সিলেক্ট করুন। তারপর সেটা আপলোডের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ও রিমোভ হতে থাকবে

রিমোভের কাজ কমপ্লিট হলে এটা ডাউনলোড করতে পারবেন। আর যদি  চান এখান থেকেই আরেকটা  ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ইমেজ বা  সলিড কালার দিবেন তাও করতে পারবেন

 

যেমন আমি একটা ভিডিও এড করলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে  দেখুন সেট হয়ে গেছে


 

সলিড কালার দিতে চাইলে তাও দিতে পারবেন। তাহলে color  অপশনটাতে ক্লিক করতে হবে।

এখন সব ঠিক ঠাক থাকলে Download  দেবার পালা। এজন্য Download  এ ক্লিক করতে হবে।

ক্লিক করলে ভিডিও  টা  rendering  হতে থাকবে তারপর অটোমেটিক ডাউনলোড হবে।

Visit my website: http://www.sanzidredoy24.xyz

কেমন লাগল আজকের টিউটোরিয়াল। আশা করছি সবার কাজে আসবে। তো ভাল লাগলে টিউমেন্টে জানাতে ভুলবেন না।  আর বুঝতে  সমস্যা হলে  টিউমেন্টে জানান।

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস