আপনার পিসিতে Windows 10 ডাউনলোড করে ইন্সটল করুন A TO Z টিউটোরিয়াল 2020 part 3

How to download and install windows 10-

আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন, পেন্ড্রাইভে বুট করবেন, ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন।

৪ টি ধারাবাহিক পর্বের ৩য় পর্ব ঃ
গত পর্বে দেখিয়েছি কিভাবে উইন্ডোজ ১০ এর আই এস ও ডাউন লোড করবেন এবং পেন্ড্রাইভে বুট করার জন্য এক্সট্রাক্ট করবেন এবং বুটেবল করবেন।
আগের পর্ব না দেখলে নিচের লিংক থেকে দেখে নিন

Part 1

part 2

তো কথা না বড়িয়ে চলুন শুরু করি  -

পর্ব ৩ : Windows Setup

আপনার পিসির C drive  এর প্রয়োজনীয় ফাইল গুলো ব্যাকাপ করে রাখুন।

পিসিটি রিসস্টার্ট দিন।

পিসির স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে Bios menu key  চাপতে হবে। এখন একেক মাদারবোর্ডের কী একেক রকম। সাধারনত F11/F12/F9 / Del  ইত্যাদি কী হয়ে থাকে।  আপনার মাদারবোর্ডের নাম লিখে নেট এ সার্চ দিয়ে কী খুঁজে বের করুন। আমার মাদারবোর্ডের কী হলো Del। তাই আমি Del  প্রেস করতে থাকি। আপনার প্রেস করতে থাকবেন  যতক্ষন পর্যন্ত Bios Menu  না আসে।


তারপর Advanced Bios Features এটাতে যান।
এজন্য আপ ডাউন বাটন ইউজ করুন। আর এন্টার প্রেস করুন


এবার Hard disk Drive  এটাতে যান।


এবার খেয়াল করুন 1st Drive  এ থাকবে Pendrive  সেকেন্ড ড্রাইভে থাকবে হার্ডডিস্ক। তো আমার হার্ডডিস্ক ২ টা  তাই ৩ টি ড্রাইভ শো করছে।


এখন নিচের মত করে হয়ে গেলে কিবোর্ড থেকে F10  প্রেস করে সেইভ করে নেই


F10  চেপে এন্টার প্রেস করুন। তাহলে পিসি রিস্টার্ট নিবে আর তখন যে কোন বাটন প্রেস করুন।

এখন কিছুক্ষন অপেক্ষা করুন তারপর নিচের মত আসলে next এ ক্লিক করুন

Install Now  এ ক্লিক করুন।

I don't have product key তে ক্লিক করুন।

এখন windows 10 pro  সিলেক্ট করে next এ ক্লিক করুন।


I accept the license terms  এ টীক চিহ্ন দিয়ে  Next এ ক্লিক করুন।

custom টা সিলেক্ট করুন


c Drive সিলেক্ট করে format এ ক্লিক করুন তারপর এন্টার প্রেস করুন

ফরমেট হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন


এবার ইন্সটল হওয়া শুরু করবে। অপেক্ষা করুন ৫- ১০ মিনিট

এরকম আসলে রিবোট নিবে। তখন আপনাকে ডিস্ক চেঞ্জ করতে হবে। আগের মত করে Bios menu তে যেতে হবে।

Bios এ গিয়ে ১ম ড্রাইভে হার্ডিস্ক আর ২য় ড্রাইভে পেন্ড্রাইভ রাখবেন তারপর F10  প্রেস করে সেভ করবেন।

এবার ইউন্ডোজ ইন্সটল হতে থাকবে। অপেক্ষা করুন


Yes এ ক্লিক করুন।

Us সিলেক্ট করে Yes


I don't have internet  এ ক্লিক করুন

continue with limited setup

Pc  এর একটা নাম লিখে next এ ক্লিক করুন


next.


Yes


Accept


complete setup. এখন accept এ ক্লিক করুন

তো উইন্ডোজ ইন্টলের কাজ শেষ। এবার এটা এক্টিভ করার পালা

video tutorial:

  ভালো লাগলে আপনারা অবশ্যই টিউমেন্টে জানাবেন। আর বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন। কিভাবে  উইন্ডোজ ective  করবেন জানার জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস