আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন, পেন্ড্রাইভে বুট করবেন, ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন।
৪ টি ধারাবাহিক পর্বের ২য় পর্ব ঃ
গত পর্বে দেখিয়েছি কিভাবে উইন্ডোজ ১০ এর আই এস ও ডাউন লোড করবেন এবং পেন্ড্রাইভে বুট করার জন্য এক্সট্রাক্ট করবেন।
আগের পর্ব না দেখলে নিচের লিংক থেকে দেখে নিন
তো কথা না বড়িয়ে চলুন শুরু করি -
একটি পেন্ড্রাইভ লাগবে কমপক্ষে ৮ জিবি।
এখন পেন্ডাড্রাইভ টিকে বুটেবল করে নিতে হবে।
Windows বাটনে ক্লিক করে CMD লিখে সার্চ করুন। নিচের মত করে CMD তে ক্লিক করুন।
তাহলে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এটাতে আমি কিছু কমান্ডের মাধ্যমে বুটেবল করব, । আপনারা পিসিতে পেন্ড্রাইভ টি লাগান।
তারপর Cmd তে লিখুন diskpart তারপর এন্টার প্রেস করুন
এখন নতুন একটা উইন্ডো ওপেন হবে এবার এটাতে লিখুন list disk তারপর এন্টার প্রেস করুন
এখন এটাতে আপনার পিসির স্টোরেজ গুলো দেখতে পাবেন। এখান থেকে পেন্ড্রাইভ খুঁজে বের করুন। খুবই সাবধানতার সাথে দেখুন। সাধারনত পেন্ড্রাইভ এর স্টোরেজ কম থাকে এটা দেখে চিনতে হবে। দেখুন আমার পেন্ড্রাইভ ৮ জিবি। এখানে ৭৪৫২ Mb শো করছে। তাই আপনার পেন্ড্রাইভের কেপাসিটি দেখে আপনাকে বাছাই করতে হবে। আমার পেন্ড্রাইভ ২ হলো Disk 2।
এখন টাইপ করুন
select disk 2 এরপর এন্টার
create partition primary লিখে এন্টার প্রেস করুন
এবার select partition 1 লিখে এন্টার প্রেস করুন।
format fs=ntfs quick লিখে এন্টার প্রেস করুন। অপেক্ষা করুন সময় নিবে
এবার active লিখে এন্টারে ক্লিক করুন।
এখন exit।
তো এবার আপনার এক্সট্রাক্ট করা ফোল্ডারে যান আর সবগুলো ফাইল কপি করুন
কপি করা ফাইল গুলো পেন্ড্রাইভে পেস্ট করুন
তো আপনার পেন্ড্রাইভ বুটেবল করার কাজ শেষ। এবার এতা ইন্সটল দেবার পালা
Please Visit My Website:
http://www.sanzidredoy24.xyz
ভালো লাগলে আপনারা অবশ্যই টিউমেন্টে জানাবেন। আর বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন। কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন জানার জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।