আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন, পেন্ড্রাইভে বুট করবেন, ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন।
আমি টোটাল ৪ পর্বে টিউটোরিয়াল টি শেষ করব।
তো কথা না বড়িয়ে চলুন শুরু করি -
প্রথমে ইউন্ডোজ ফাইল ডাউনলোড করতে হবে। আমি আই এস ও ফাইল ডাউনলোড করব।
নিচের লিংক থেকে প্রথমে Windows ডাউনলোড টুল টি ডাউনলোড করে নিন
https://www.microsoft.com/en-us/software-download/windows10
ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নিন। Accept এ ক্লিক করুন।
Create Installation Media অর্থাৎ ২ নাম্বার অপশনটি সিলেক্ট করে Next এ ক্লিক করি।
এখন আপনার পিসির কনফিগারেশন বুঝে ISO ফাইল ডাউনলোড দিতে হবে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে ৬৪ বিট (মিনিমাম ৪ জিবি র্যাম) আর যদি লো হয় তাহলে ৩২ বিট (মিনিমাম ২ জিবি র্যাম) সিলেক্ট করুন। তো আমার পিসির কনফিগারেশন অনু্যায়ী ডিফল্ট টাই সিলেক্ট করা আছে। এখন Next এ ক্লিক করেন।
যেহেতু আমরা ISO ফাইল টি ডাউনলোড করব তাই ২ নাম্বার অপশনটিতে ক্লিক করুন তারপর next এ
এখন আপনারা যে ফোল্ডারে এটি সেইভ করবেন সে ফোল্ডারটি সিলেক্ট করে সেইভে ক্লিক করুন
এখন ডাউনলোড হওয়া শুরু হবে। এটা খুবই বড় ফাইল প্রায় ৪ জিবির মত। তাই ভালো টাইম লাগবে। এতা আপনার নেটের গতির উপর নির্ভর করবে। আমার প্রায় ৩০ মিনিটের মত লেগেছিল।
ডাউনলোড হয়ে গেলে এটাকে একট্রাক্ট করতে হবে। এজন্য আপনাকে Winrar নামক একটা এপ ডাউনলোড করতে হবে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। আর আপনার পিছিতে যদি ইন্সটল করা থাকে তাহলে আর লাগবে না।
https://www.win-rar.com/start.html?&L=0
এখন এটাকে এক্সট্রাক্ট করুন। এজন্য ফাইলের উপর মাউসের পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে Extract Files এই অপশন্টিতে ক্লিক করুন।
এখন পছন্দমত ফোল্ডার সিলেক্ট করে এক্সট্রাক্ট করুন। ভাল হবে ফাকা ফোল্ডারে এক্সট্রাক্ট করলে। অকেতে ক্লিক করুন
এখন Extract হওয়া শুরু করবে।
এক্সট্রাক্ট শেষ হলে এরুকম ফাইল্গুলো দেখতে পাবেন।
বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন। কিভাবে পেন্ড্রাইভ বুটেবল করবেন এবং উইন্ডোজ ইন্সটল করবেন জানার জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আমার ছোট ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ রইল সকল কে
http://www.sanzidredoy24.xyz/
for video tutorials : https://youtu.be/SELo4ONupKE
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।