আপনার পিসিতে Windows 10 ডাউনলোড করে ইন্সটল করুন A TO Z টিউটোরিয়াল 2020 part 1

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন, পেন্ড্রাইভে বুট করবেন, ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন।

আমি টোটাল ৪ পর্বে টিউটোরিয়াল টি শেষ করব।

তো কথা না বড়িয়ে চলুন শুরু করি  -

পর্ব ১ : উইন্ডোজ  Download

প্রথমে ইউন্ডোজ ফাইল  ডাউনলোড করতে হবে। আমি আই এস ও ফাইল ডাউনলোড করব।
নিচের লিংক থেকে প্রথমে Windows ডাউনলোড টুল  টি ডাউনলোড করে নিন
https://www.microsoft.com/en-us/software-download/windows10

ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নিন। Accept  এ ক্লিক করুন।

Create Installation Media  অর্থাৎ ২ নাম্বার অপশনটি সিলেক্ট করে Next এ ক্লিক করি।


এখন আপনার পিসির কনফিগারেশন বুঝে ISO ফাইল ডাউনলোড দিতে হবে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে ৬৪ বিট (মিনিমাম ৪ জিবি র‍্যাম) আর যদি লো হয় তাহলে ৩২ বিট (মিনিমাম ২ জিবি র‍্যাম)  সিলেক্ট করুন। তো আমার পিসির কনফিগারেশন অনু্যায়ী ডিফল্ট টাই সিলেক্ট করা আছে। এখন Next  এ ক্লিক করেন।

যেহেতু আমরা ISO  ফাইল টি ডাউনলোড  করব তাই ২ নাম্বার অপশনটিতে ক্লিক করুন তারপর next এ

এখন আপনারা যে ফোল্ডারে এটি  সেইভ করবেন সে ফোল্ডারটি সিলেক্ট করে সেইভে ক্লিক করুন

এখন ডাউনলোড হওয়া শুরু হবে। এটা  খুবই বড় ফাইল প্রায় ৪ জিবির মত। তাই ভালো  টাইম লাগবে। এতা আপনার নেটের গতির উপর নির্ভর করবে। আমার প্রায় ৩০ মিনিটের মত লেগেছিল।

ডাউনলোড হয়ে গেলে এটাকে একট্রাক্ট করতে হবে। এজন্য আপনাকে Winrar  নামক একটা এপ ডাউনলোড করতে হবে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। আর আপনার পিছিতে যদি ইন্সটল করা থাকে তাহলে আর লাগবে না।

https://www.win-rar.com/start.html?&L=0

এখন এটাকে এক্সট্রাক্ট করুন। এজন্য ফাইলের উপর মাউসের  পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে Extract Files  এই অপশন্টিতে ক্লিক করুন।

এখন পছন্দমত ফোল্ডার সিলেক্ট করে এক্সট্রাক্ট করুন। ভাল হবে ফাকা ফোল্ডারে এক্সট্রাক্ট করলে। অকেতে ক্লিক করুন

এখন Extract হওয়া শুরু করবে।

এক্সট্রাক্ট শেষ হলে এরুকম ফাইল্গুলো দেখতে পাবেন।

বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করবেন। কিভাবে পেন্ড্রাইভ বুটেবল করবেন এবং উইন্ডোজ ইন্সটল করবেন জানার জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আমার ছোট ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ রইল সকল কে
http://www.sanzidredoy24.xyz/

 

for video tutorials : https://youtu.be/SELo4ONupKE

windows 10, how to download windows 10, how to download windows 10 iso file #1, windows 10 iso file #2, how to download and install windows 10 #4, bootable pendrive, how to create a windows 10 bootable usb flash drive #3, bootable usb windows 10, how to install windows 10 usb #11, how to install windows 10 from a usb flash drive #6, active windows 10, , how to activate windows 10 for free #7, activate windows 10 pro, windows 10 pro product key, active windows, how to activate windows 10 with cmd, , how to activate windows 10 pro 64 bit;

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস