আশাকরি এই সময়টা কাজে লাগাবে। আর অবশ্যই এই সময়টাতে ঘরে থেকে পড়ায় মনোযোগ দাও তাহলে কিছুটা হলেও ঊপকার হবে। তো বেশি কথা বারাবো না।
আমি আজ যে অ্যাপস টার কথা বলব সেটা খুবই ভালো একটা অ্যাপস। এর মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে যে পরিক্ষার জন্য তোমরা কতটা প্রস্তুত ঘাটতি আছে নাকি। আর শিখার সুযোগতো থাকছেই।
আমি প্রথমে অ্যাপস টি দেখাই।
প্রথমে তোমরা প্লেস্টোরে যাও আর সার্চবারে ICT লিখে সার্চ দাও।
এবার নিচের দেখানো এপ টী ইন্সটল করে নাও
ইন্সটল হয়ে গেলে এপটি ওপেন করে নিন তাহলে নিচের মত স্ক্রিন দেখতে পারবেন
এখানে ১ম যে অপশনটি আছে এটাতে ক্লিক করলে তোমরা তোমাদের বইয়ের সকল অধ্যায় গুলো দেখতে পারবে। তারপর যে অধ্যায় টি পড়তে চাও শুধু সেটাতে ক্লিক কর।
যেমন আমি চতুর্থ অধ্যায়টাতে ক্লিক করলাম। এটা হলো এইচটিএমেল। আর এই অধ্যায় থেকে মিনিমাম একটা সৃজনশীল থাকে। আবার অনেক সময় দুইটাও থাকতে পারে। তাই এটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে ভালো রেসাল্ট করতে পারবে। অনেকের কাছে এইচ টি এম এল এই অধ্যায়টি কঠিন মনে হয়। আসলে এটা হলো অনেক সহজ একটা অধ্যায়। ভালোভাবে প্র্যাকটিস করলেই পারবে। অনেক কথা বলেছি এবার টপিক এ আশা যাক -
দেখ এখানে এইচ টি এম এল এর উপর বিশদ কিছু দেওয়া আছে। এখানে তোমরা চাইলে প্র্যাকটিস ও করতে পারবে
। সমাধান এ ক্লিক করলে চিত্রের দেওয়া টেবিলের এই টি এম এল কোড দেখতে পারবে
এই এপটিতে তোমরা পরিক্ষাও দিতে পারবে এমসিকিউ এর উপর। এতে তোমাদের দক্ষতা যাচাই হবে। আর ভুল হলে ত সমাধান থাকছেই। এজন্য অনলাইন এক্সামে ক্লিক কর
এরপর কোন অধ্যায়ে এক্সাম দিতে চাও সেটা সিলেক্ট কর। আর হ্যা বার বার এক্সাম দিলে তোমরা নতুন নতুন এম সি কিঊ গুলো দেখতে পারবে। আর ইচ্ছে করলে সকল অধ্যায়ের ঊপর ও এক্সাম দিতে পারবে তারজন্য মডেল টেস্ট এ ক্লিক করতে হবে। আমি ১ম অধ্যায়ে ক্লিক করলাম। নিয়মাবলি দেখে নিবে
দেখ এখানে ১০ মিনিট সময় দেওয়া আছে আর দশটি এমসি কিউ পূরন করতে হবে
আমি সবগুলো এমসিকিউ ফিল করেছি এখন জমা দিন এটাতে ক্লিক করলাম।
তাহলে দেখতে পাচ্ছি এখানে কয়টা সঠিক আর কয়টা ভুল হয়েছে তা দেখতে পাচ্ছি। আর সবগুলোর সঠিক উত্তর ও দেওয়া আছে - আর আবার পরিক্ষা দেওয়ার জন্য পুনরায় পরিক্ষা দিন এটাতে ক্লিক করতে হবে। ঠিক আগের মতোই।
কেমন লাগল আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাও। আজ এ পর্যন্তই। Visit My Website : http://www.sanzidredoy24.xyz
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।