বিগত কয়েক মাস ধরে আমার এভিজি এন্টি-ভাইরাস আপডেট হচ্ছে না। ইনটারনেট কানেকশন ভাল এবং অন্যান্য সাইটে ব্রাউজ করা যায়, শুধু এন্টি-ভাইরাসের সাইটগুলো ছাড়া। ফুল স্ক্যান দেয়ার পরো এই সমস্যা যায়নি। আপডেটের সময় কানেকশন টু দ্যা আপডেট সারভার ফেইলড দেখায়।
অন্যান্য এন্টি-ভাইরাসো এই একই সমস্যা দেখায়।
এই সমস্যা সমাধানের যদি কোন পথ জানালে বিশেষভাবে উপকৃত হব।
আমি krishna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার computer-এ conflicker virus আছে।আপনার ইমেইল আমাকে দেন আমি আপনাকে একটা Software send korbo. ota diye asha kori apra somossa somadhan hobe
Visit http://techpark.webnode.com/antivirus/
We also have antivirus for conficker worm.
আমার এরকমই সমস্যা হয়েছিল। অনেকক্ষণ চেষ্টার পর Dr. WEB CureIt ডাউনেলাড করতে পেরেছিলাম। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
আমার সমস্যার সমাধান হয়েছিল।
ফয়সাল ভাই,
আমার pc তে একৈ problem, আমাকে কি software টা send করা জায় ?
আমার email id: [email protected]
thanks
ফয়সাল ভাই
আপনার software টা পেলে উপকৃত হব।
আমার ইমেইল আইডি : [email protected]
অথবা [email protected]
খুব ভাল করে জানি বলব না, তবে মনে হয় আপনার computer এ win32:conflicker আক্রমন করেছে।
কলেজের pc গুলোতে ও একই সমস্যা ছিল। কোন Antivirus সাইটে প্রবেশ করত না।
পুরো Harddisk ফরমেট করার পর (সর্ভার পিসি সহ) ভাইরাস থেকে পরিত্রান মিলল।