এই সময়ে আর্জেন্ট চাকরি দরকার হলে ডেলিভারি জবে সরাসরি নিয়োগ পেতে পারেন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই টিউন পড়ছেন। আমরা সবাই জানি আমরা তথা সারা বিশ্ব খুব কঠিন সময়ের মধ্য দিয়ে দিন পার করছি। এই সময়ে আমাদের মধ্যে অনেকেই হয়তো চাকরি হারাবে, অনেকে হয়তো তাদের বেতন ঠিক মতো পাবেন না। কারন কোম্পানি গুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেনা। তাই আজকে আমি কয়েকটা জবের কথা বলবো যেগুলো তে আপনারা এপ্লাই করলে সরাসরি নিয়োগের চেষ্টা করা হবে।

আবেদনের নিয়মাবলী:
প্রথমত, Kormo অ্যাপ ডাউনলোড করুন প্লেস্টোরের এই লিংক থেকে-
ডাউনলোড kormo
-
উক্ত লিংক থেকে Kormo app ডাউনলোড করার পর নিচের APPLY  NOW  থেকে আবেদন করুন-

আবশ্যিক শর্তাবলী:
১. চাকরিতে আবেদনের আগে জব ডেসক্রিপশন পড়ে আবেদন করতে হবে।
২. Kormo সিভি সম্পূর্ণ আপডেট করে চাকরিতে আবেদন করতে হবে।

যেকোনো প্রয়োজনে - 01670465234

ফেসবুকে আমি

১/ কোম্পানির নাম: সপ্ন সুপার শপ
পদের নাম : ডেলিভারি ম্যান
বেতন: 7, 500 — 8, 000

APPLY NOW

ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ নেয়া হবে দুপুর ০৩:০০টা থেকে সন্ধ্যা ০৬:০০ টার মধ্যে।

কাজের বিবরণ:
*নির্দিষ্ট স্থান থেকে পণ্য নিয়ে বিতরণ করতে হবে 
*কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিতে হবে 
*সঠিকভাবে পণ্যের মূল্য বুঝে নিতে হবে

২/ কোম্পানির নাম: সপ্ন সুপার শপ  
পদের নাম : ডেলিভারি বাইক রাইডার 
বেতন: 10, 000  
APPLY NOW
যোগ্যতা :
*মোটরসাইকেল থাকতে হবে এবং চালানো জানতে হবে 
*বৈধ লাইসেন্স থাকতে হবে
*জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

৩/ কোম্পানির নাম: চালডাল 
পদের নাম : ডেলিভারি ম্যান
বেতন -১০, ৫০০ টাকা থেকে ১৪, ৫০০ টাকা
কার্য দিবস - সপ্তাহে ৫ দিন। সাপ্তাহিক ছুটি ২ দিন। (তিন দিন পর পর ১ দিন ছুটি দেয়া হবে) 
কার্য ঘন্টা - সকাল ৮ থেকে রাত ৮ টা।
APPLY NOW
কাজের বিবরণ: 
মোটর সাইকেল  দিয়ে পণ্য ডেলিভারি করতে হবে। 
পণ্য ডেলিভারি দেয়ার পর পণ্যের মূল্য বুঝে নিতে হবে। 
পণ্য সম্পর্কে কোন অভিযোগ বা মতামত থাকলে তা লিপিবদ্ধ করতে হবে। 
সঠিক সময়ে পণ্য ডেলিভারি দিতে হবে। 

যোগ্যতা: 
মোটর সাইকেল  চালানো জানতে হবে। 

প্রয়োজনীয় যা যা লাগবে : 
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি 
লাইসেন্স অথবা লার্নার কার্ড অবশ্যই থাকতে হবে। 
স্মার্ট ফোন অবশ্যই থাকতে হবে। 
নিজের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন থাকতে হবে। 
অনলাইন কপি থাকলেও হবে। 
যদি নিজের জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র কপি নিয়ে আসতে হবে। 

অন্যান্য সুবিধাবলী : 
মোটর সাইকেল  অফিস থেকে দেয়া হবে। 
মোটর সাইকেলের  তেল খরচ ও রক্ষনাবেক্ষন এর সকল খরচ অফিস থেকে দেয়া হবে। 
ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে। সেক্ষেত্রে লার্নার কার্ড অবশ্যই থাকতে হবে। 
নিজের মোটর সাইকেল  অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। 

Level 3

আমি মামুন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে বিজ্ঞাপণ দিন Techtunes ADs এর মাধ্যমে। আর পান ৩০০% এরও বেশি রেসপন্স।

বিশ্ব ব্যাপি ৫ কোটি+ কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি। টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড, কন্টেন্ট এড ও ভিডিও এড এর মাধ্যমে।

সুলভ মূল্যের অসংখ্য এডভার্টাইজমেন্ট প্যাক থেকে বেছে নিন আপনারটি। আপনার পছন্দমত BDT বা USD কারেন্সিতে পেপাল, ক্রেডিডকার্ড, বিকাশ এর মাধ্যমে মাত্র একক্লিকে Techtunes AD এর এডভার্টাইজমেন্ট কিনতে ক্লিক করুন Techtunes Buy.