আশাকরি সবাই আল্লাহ্র রহমতে ভালোই রয়েছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন এটি একটি গেম বিষয়ক রিভিউ। তো শুরু করা যাক।
গেম পরচিতিঃনামঃLumino City
ধরনঃIndie, Adventurous.
গ্রাফিক্সঃ৪র্থ প্রজন্ম(4th gen.)
আকারঃ১ গিগাবাইট(প্রায়)
গল্পঃ"Lumino n the old man"
গেমপ্লেঃ৩~৪ ঘণ্টা
Awards:
গেমটির গল্প ও এর গ্রাফিক্স এর জন্য গেমটি অনেকগুলো award পেয়েছিল। এগুলো নিম্নে বর্ণিত হলো:-
1.🏆 British Academy Games Awards - Winner 2015
2.🏆 BAFTA - Three Times Nominated & Winner 2015
3.🏆 Develop Awards - Winner
4.🏆 BIG Festival - Winner
5.🏆 Indie Prize Casual Connect
পটভূমিঃ
গেমটি মূলত adevnturous (অভিযানমূলক) ও Indie type.এখানে আপনাকে এমন একটি স্থানে খেলতে হবে যেখানে প্রায় মানুষই আপনার অচেনা। তবে এরাই আপনাকে সাহায্য করবে নানা quest শেষ করার মাধ্যমে। আপনাকে এই Lumino নামের শহরে খেলতে হবে যা সম্পূর্ণ মানুষের তৈরি।
ভূমিকাঃ
এখানে আপনাকে Lumi নামের ছোট্ট একটি মেয়ে হিসেবে খেলতে হবে। সে তার দাদা(The old man) কে অনুসন্ধান করার জন্য শহরে ঘুরবে। আর এইসময় সে তার অনেক নিকটাত্মিয় এবং তার দাদার অপহরণকারীদের ছবিও পেয়ে যাবে আর তাদের খুজতে থাকবে। তবে যেহেতু, এটি indie type গেম সেহেতু, আপনি এখানে কোনো Action পাবেন না। তবে গেমটি খেলতে থাকলে আপনি মনে করবেন এটি Puzzle ভিত্তিক কোনো গেম। তবে Officially এটি Indie genre এর puzzle ভিত্তিক গেমই আর Award ই এর প্রমাণ।
মিশনঃএতে প্রায় 18-20 টি মিশন রয়েছে। এই গেমে কোনো প্রকার In app purchase নেই। অর্থাৎ আপনি এখানে কোনো কিছু কিনতে পারবেন না। আর এই গেমে অনেকগুলো quest আছে যেগুলোর জন্য কোনো Hint নেই। 😕 তবে এখানে আপনাকে খাটাতে হবে আপনার মস্তিষ্ক। আর স্নায়ু জ্ঞান ছাড়া গেম খেলা যে কত কঠিন তা আমাদের "Hitman" series এর "Agent 47" শিখিয়েছে। 😂
সে যাই হোক, আপনারা চেষ্টা করলে গেমটি অনেক্ষণ খেলতে পারবেন। আর এই গেমে Auto save চালু রয়েছে। (যদিও আগের version গুলো-তে ছিল না। )
গেমের আলোক বর্ণনাঃ
গেমের Screen Shot না দিলে গেমটির সঠিক ধারণা পাওয়া যায় না। তাই এখানে দেওয়া হলো কিছু screen shot যা আপনাদের একটু হলেও গেমটির ধারণা দিবে।
Oops, ভুলেই গিয়েছিলাম যে গেমটি Noodlecake incorporate limited এর একটি গেম। আর এটিই developer দের থেকে release হওয়া শেষ indie গেম ছিল যা তিন বছর আগে Windows OS এর জন্য বের হয়েছিল।
Minimum Recquirement:
Chipset:Any of SDM, Kirin, MTD, Heilo.(1.3Ghz bus speed or more to play smoothly)
Ram:At least 2GB or DDR2x Zram.
Download Link:এই গেমটি paid গেম। সেহেতু আমি যদি Google Play store এর লিংক দিই সেটা আপনাদের কোনো কাজে আসবে না। তবে আমি Rexdl/Revdl এর লিংক টাও উয্য রাখবো না। তাই দুইটা লিংকই দেওয়া হলো যেনো আপনারা download করতে পারেন।
1.Playstore:[url=https://play.google.com/store/apps/details?id=air.com.noodlecake.luminocity]Play store link[/url]
2.Rexdl:[url=http://rexdl.com/android/lumino-city-apk.html/]Rexdl Link[/url]
আমি মোঃশাহরিয়ার আহম্মেদ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Technology, a word of 10 and me a human;these both are true only because of the Almighty.