ডিজিটাল মার্কেটিং মানে কি? কেন করা হয়

সোজা এবং সহজ ভাবে বললে, digital marketing হলো এমন এক আধুনিক প্রযুক্তি যেখানে, ইন্টারনেট ও ইন্টারনেটে থাকা বিভিন্ন সাধন গুলি ব্যবহার করে বিভিন্ন পণ্য (product) বা সার্ভিস (service) গুলির মার্কেটিং বা প্রচার অনলাইনে করা হয়।

উদাহরণ স্বরূপে,

আপনি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ গুলিতে ভিসিট করার পর, সেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপণ অবশই দেখেন হয়তো।

তাছাড়া, YouTube এ যেকোনো ভিডিও দেখার সময়, ভিডিওর প্রথম দিকে বা যেকোনো সময় আমাদের কিছু পণ্য (product) বা সার্ভিস এর বিজ্ঞাপণ দেখানো হয়।

এখন, এইযে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে, পণ্যের প্রচার বা মার্কেটিং করার এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং।

এবং, এখনের সময়ে এই digital marketing এর প্রক্রিয়া অনেক জনপ্রিয়।

কারণ এভাবে, অনলাইন ইন্টারনেটে করা মার্কেটিং এর প্রচুর লাভ রয়েছে।

Digital marketing এর লাভ ও সুবিধা

আপনি যদি জানেনা যে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, তাহলে এর লাভ ও সুবিধার বিষয়েও হয়তো আপনার কোনো জ্ঞান নেই।

তবে, এর লাভ ও সুবিধা গুলির বিষয়ে জানার পর, একজন ব্যবসায়ী হিসেবে আপনিও এর লাভ না নিয়ে থাকতে পারবেননা।

১. অনেক কম খরচে মার্কেটিং সম্ভব।

বন্ধুরা, সাধারণ ভাবে করা ফিজিক্যাল মার্কেটিং এর ক্ষেত্রে, আমাদের প্রচুর টাকা খরচ করতে হয়।

একজন marketing executive রাখতে হবে এবং তাকে প্রত্যেক মাসেই মাইনে দিতে হবে।

তাছাড়া, ফিজিক্যাল মার্কেটিং এর ক্ষেত্রে, আমাদের অন্যান্য অনেক জিনিসে প্রচুর খরচ করতে হয়।

যেমন, ব্যানার তৈরি করতে।

কিন্তু, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, আমাদের এসব করার কোনো প্রয়োজন হয়না।

আমরা কেবল, Rs.১০০ টাকার থেকে অনলাইন মার্কেটিং করা শুরু করতে পারি।

এক্ষেত্রে, আপনার প্রচুর টাকা অপ্রয়োজনীয় খরচ হওয়ার থেকে বাঁচিয়ে নিতে পারবেন।

২. লক্ষ্যবস্তু গ্রাহক পাওয়ার সুযোগ অনেক বেশি।

ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, আমরা অনেক জিনিস ধ্যানে রেখে marketing campaign চালিয়ে নিতে পারি।

যেমন, ইন্টারনেটে সক্রিয় থাকা কোন কোন বিষয়ে রুচি রাখা লোকেদের আমরা আমাদের বিজ্ঞাপণ বা পণ্য দেখাবো, সেটা আগেই নির্ধারিত করে নিতে পারি।

তাছাড়া, আমাদের বিজ্ঞাপণ কোন কোন জায়গা, দেশ শহর বা লোকাল এরিয়াতে দেখানো হবে, সেটাও আপনার আগেই সঠিক ভাবে বুঝে নিতে পারি।

ধরুন, কোনো একজন ব্যক্তি মোবাইল কেনার কথা ভাবছেন, এবং ইন্টারনেটে বিভিন্ন মোবাইলের বিষয়ে সার্চ করছেন।

এখন, আপনি যদি মোবাইলের সাথে জড়িত marketing campaign চালাচ্ছেন, তাহলে সেই ব্যক্তিকে আপনার পণ্যের বিজ্ঞাপণ দেখিয়ে দেওয়া হবে।

এতে, অনেক সহজে এবং সঠিক ভাবে লক্ষ্যবস্তু গ্রাহক পাওয়ার সুযোগ ১০০% বেড়ে যায়।

এই ধরনের বিজ্ঞাপণ গুলিকে বলা হয় "interest based ads", যেটা কেবল ডিজিটাল মার্কেটিং এর দ্বারা সম্ভব।

৩. ঘরে বা দপ্তরে বসেই সবটা করা সম্ভব।

হে, এখানে আপনার মার্কেটে বা মানুষের ঘরে ঘরে যাওয়ার কোনো প্রয়োজন হবেনা।

কারণ, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কেবল একটি কম্পিউটার, ল্যাপটপ এবং ইন্টারনেটের মাধ্যমে, লোকেদের ঘরে ঘরে আমাদের পণ্য, ব্যবসা বা সার্ভিস অনেক সহজে প্রচার ও মার্কেটিং করতে পারি।

আপনি একবার ভাবুন, ইন্টারনেটে প্রত্যেক সময় কত বিশাল সংখ্যক লোকেরা সক্রিয় থাকেন।

আর তাই, আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে এই লক্ষ লক্ষ লোকেদের কাছে যেকোনো জিনিস, ব্র্যান্ড বা ব্যবসার প্রচার অবশই করতে পার্বর্ন।

তাছাড়া, ফিজিক্যাল মার্কেটিং এর মতো এখানে সময় লাগবেনা।

আপনি, কেবল কিছু মিনিটের মধ্যেই ইন্টারনেটে নিজের বিষয় নিয়ে প্রচার ও মার্কেটিং শুরু করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এর সাধন গুলি কি কি?

ডিজিটাল মার্কেটিং করার মূলত ৪ টি মুখ্য সাধন আমাদের কাছে রয়েছে।

  1. Google ads বিজ্ঞাপণের মাধ্যমে। এটাকে বলা হবে, search engine marketing.
  2. Social media marketing. এখানে মূলত Facebook, Instagram এবং Twitter এর মাধ্যমে অনলাইন মার্কেটিং করা হয়।
  3. Email marketing. ইমেইল এর মাধ্যমে মার্কেটিং।
  4. Video marketing. YouTube এর মত video platform গুলিতে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা।

এছাড়াও, আরো অনেক ধরনের প্রক্রিয়া বা উপায় রয়েছে, যেগুলি ব্যবহার করে আমরা digital marketing বা internet মার্কেটিং করতে পারি।

তাহলে আশা করছি যে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণটাই বুঝিয়ে বলতে পারলাম।

আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা রয়েছে, তাহলে আমাকে নিচে টিউমেন্ট করে জিগেশ করুন।

ধন্যবাদ।

Level 0

আমি রাহুল দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস