আমরা অনেক জায়গায় Grammarly এর নাম শুনে থাকতে পারি। চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক Grammarly কি এবং আমাদের কী কাজে প্রয়োজন এবং কাদের Grammarly ব্যবহার করা উচিত। নতুন যারা এটি সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি এটি একটি Free Software যার মাধ্যমে আপনি আপনার ইংলিশ রাইটিং লেভেল একধাপ এগিয়ে নিতে পারেন।
কেন Grammarly ব্যবহার করা উচিত?
ইংরেজী একটি আন্তর্যাতিক ভাষা। আমাদের দৈনন্দিন অনেক কাজে ইংরেজী ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা টা হলো আমরা বেশির ভাগ বাঙ্গালি ইংরেজী ভালো পারি না। এবং যারা কিছু কিছু পারে তাদের ভুলের সীমা নেই। বানানে ভুল, Grammar এ ভুল আরো ইত্যাদি।
আমরা বেশির ভাগ মানুষ Facebook ব্যবহার করি। ফেসবুকে Status লিখার ক্ষেত্রে বানান এবং Grammar ভুল এর ফলে সহ্য করতে হয় বন্ধুদের অপমান এবং বিভিন্ন কথা। CV বা Official Email ভুল হলে অনেক সময় কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয়। আমরা আমাদের ইংরেজী ভুল সংশোধনের জন্য Grammarly ব্যবহার করতে পারি।
Grammarly এর মাধ্যমে আমরা যা যা সুবিধা পাবঃ
Grammarly ব্যবহার করার জন্য কী প্রয়োজন?
প্রথমেই বলে রাখি Grammarly free এবং Premium ভার্সন দুটোই আছে। আমরা খুব সহজেই Grammarly এর ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারি। ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য যে ভার্সনটি আছে সেটি মূলত সবার জন্য সবচেয়ে বেশি ব্যবহার উপযোগী।
কিভাবে ব্যবহার করবেনঃ
এইটা আপনি বর্তমানে সব ব্রাউজারে সাপোর্ট করে ফায়ারফক্স, ক্রোম, সাফারি এবং ইন্টারনেট এক্সফ্লোরার। এইটা মাইক্রোসফট অফিসে ও ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে কি করবেন।
উপভোগ করুন Free version, আর কারোও কোথায় সমস্যা হলে টিউমেন্টস করবেন, আমি সাহায্য করার চেষ্টা করব.
আমি রাইসা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।