গুগুল মাই বিজনেস এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে জিরোবিজ

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বাংলাদেশের অন্যতম প্রধান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান জেরন আইটি নিয়ে এলো জিরোবিজ নামক অত্যন্ত শক্তিশালী একটা সফটওয়ার। অনলাইন ব্যবসায় যারা গুগল মাই বিজনেস সেবাটি ব্যবহার করেন বা করবেন তাদের জন্যই মূলত তৈরি ওয়েব ভিত্তিক এই সফটওয়ার। অনলাইন ব্যবসায় উন্নতি করতে হলে গুগল মাই বিসনেস এর বিকল্প নেই। আর জিরোবিজ আপনার হয়ে গুগল মাই বিসনেস কে তত্ত্বাবধান করার পাশাপাশি এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।

 

সুবিধা:

বর্তমান সময়ের অনলাইন ব্যবসাকে অনায়াস করতে যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুই সরবরাহ করবে জিরোবিজ। সহজবোধ্য একটা ইন্টারফেসের মাধ্যমে কোন ধরনেরই ঝামেলা ছাড়াই আপনি জিরোবিজ ব্যবহার করতে পারবেন। গুগলের গুগল মাই বিজনেস সেবাটির ব্যবহার অনেক বেশী সহজ ও সাবলীল করে তুলতে অতুলনীয় ভূমিকা পালন করবে ওয়েব ভিত্তিক এই অ্যাপস। গুগল মাই বিজনেস জিরোবিজ- এই দুইয়ের সমন্বয়ে একটা সাধারণ প্লাটফর্ম থেকেই আপনি আপনার ব্যবসাকে বিভিন্ন রকমভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সফটওয়ারটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে আপনার ব্যবসার উঠা-নামা পর্যবেক্ষণ করা সহ গুগলের গুগল মাই বিজনেস সেবাটির অধিকাংশ সুবিধাই নিজ ব্যবসার প্রয়োজনে লাগাতে পারবেন। উপরন্তু, গুগলের সহায়তায় আপনার অনলাইন ব্যবসাকে ক্রেতাদের দ্বারপ্রান্তে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিরোবিজের অনন্য সব ফিচার।

 

লাইসেন্স:

ওয়েব ভিত্তিক এই সফটওয়ারটি পাওয়া যাবে দুই ধরনের লাইসেন্সে: রেগুলার এবং এক্সটেন্ডেড লাইসেন্স। জিরোবিজের এক্সটেন্ডেড লাইসেন্স সুবিধা গ্রহণ করার মাধ্যমে আপনি সফটওয়ারটির সম্পূর্ণ সেবা অন্যান্য ব্যবহারকারীদের প্রদান করতে পারবেন। কারণ জিরোবিজ তৈরিই হয়েছে এমনভাবে যাতে অনেকেই এটা ব্যবহার করতে পারে। যাহোক, এক্ষেত্রে জিরোবিজের মধ্যে সংযুক্ত থাকা পেপ্যাল এবং স্ট্রাইপ এর মাধ্যমে আপনি আপনার ব্যবহারকারীদের নিকট থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

 

ইনস্টলেশন:

সফটওয়ারটি ব্যবহার করতে হলে এটাকে আপনার সার্ভারে ইনস্টল করতে হবে। জেরন আইটি অবশ্য জিরোবিজের জন্য হোস্টেড সেবা চালু করেছে। আপনি যদি এই সেবাটি নিতে চান তাহলে আপনাকে জিরোবিজে একাউন্ট খুলে শুধু লগইন করতে হবে। আর তাহলেই আপনি জিরোবিজের মাধ্যমে আপনার গুগল মাই বিজনেস একাউন্ট তত্ত্বাবধান করতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে আপনার জিরোবিজ আমাদের সার্ভারে ইনস্টল হবে এবং বিনিময়ে আপনাকে খুবই সামান্য পরিমাণ একটা সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে। আপনি যদি ইনস্টলেশন, অ্যাপস সংযুক্তি ও ভেরিফিকেশন ইত্যাদি নানা ধরনের সার্ভার সংক্রান্ত ঝামেলা এড়াতে চান তাহলে আমাদের হোস্টেড সেবা গ্রহণ করাই আপনার জন্য উত্তম হবে।

 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকুন। সাবান দিয়ে নিয়মিত হাত ধোন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশনা মেনে চলুন। নিরাপদে থাকুন।

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লেগেছে ! খুবই সুন্দর টিউন করেছেন ।

প্রিয় টিউনার,

আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে বিজ্ঞাপণ দিন Techtunes ADs এর মাধ্যমে। আর পান ৩০০% এরও বেশি রেসপন্স।

বিশ্ব ব্যাপি ৫ কোটি+ কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি। টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড, কন্টেন্ট এড ও ভিডিও এড এর মাধ্যমে।

সুলভ মূল্যের অসংখ্য এডভার্টাইজমেন্ট প্যাক থেকে বেছে নিন আপনারটি। আপনার পছন্দমত BDT বা USD কারেন্সিতে পেপাল, ক্রেডিডকার্ড, বিকাশ এর মাধ্যমে মাত্র একক্লিকে Techtunes AD এর এডভার্টাইজমেন্ট কিনতে ক্লিক করুন Techtunes Buy.

সুন্দর লিখা, ভালো লাগলো