কম্পিউটার কাছে থেকে ব্যবহার চোখের জন্য ক্ষতিকর। তাই একটু দূরে হলে আমাদের সুবিধা হয় তার জন্য দরকার তার বিহিন মাউস ব্যবস্থা আর একটা ভালো তারহীন মাউস কিবোর্ড সহ প্রায় ১২০০ টাকা লাগবে। তো আপনাদের সেভিংস এর জন্য আমি দেখাব কিভাবে আপনার মোবাইল দিয়ে মাউস কীবোর্ড ব্যবহার করবেন।
তো এরজন্য আপনাকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে একটা আপনার মোবাইলের জন্য একটা পিসির জন্য। তো নিচ থেকে প্রথমে পিসির সফট ওয়্যারটা ডাউন লোড করে নেন।
তারপর নিচের দিকে এসে windows এ ক্লিক করেন তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হলে আপনার পিসিতে ইন্সটল করে নেন। এর পর আপনার মোবাইলের প্লেস্টোরে যান।
তারপর Wifi mouse লিখে সার্চ দেন। এবার ইন্সটল বাটনে ক্লিক করেন। নিচের দেখানো অ্যাপসটী ডাউনলোড করতে হবে। ভালো করে দেখে নেন। ইন্সটল কমপ্লিট হলে অ্যাপসটি ওপেন করেন তার আগে আপনার মোবাইলের হটস্পট অন করেন আর পিসিতে কানেক্ট করে নেন। কিভাবে মোবাইলের হটস্পট অন করে পিসিতে কানেক্ট করতে হয় তার লিংক আমি দিয়ে দিচ্ছি চাইলে দেখে নিতে পারেন যদি বুঝতে না পারেন।
কম্পিটারে ওয়াইফাই কানেক্ট করতে না পারলে নিচে ক্লিক করে টিউন টি দেখে নেন
এরপর আপনার পিসির মাউস সফটওয়্যার টি ওপেন করুন। প্রথম বার ওপেন করতে হবে এর পর আর ওপেন করতে হবে না। ওটোমেটিক কানেক্ট হবে। এখন মোবাইলের মাউস ওপেন করলে এরকম সো করবে। আমার স্ক্রিন শটে দেখানো জায়গায় আপনার পিসির নাম ভাসবে। আর যদি না ভাসে তাহলে আপনার পিসির মাউস এপ এ গিয়ে আই পি টি কপি করে নিচের বক্সে বসিয়ে কানেক্ট করুন। ব্যাস এবার আপনার মোবাইল টি মাউস হিসেবে পুরোপুরি তৈরি।
এখন স্ক্রিন শট গুলো ফলো করুন। দেখুন কোন বাটোনের কোন কাজ। এখানে আপনি চাইলে মাউস কিবোর্ড ভিডিও প্লেয়ারের নিয়ন্ত্রন, গেমসের জয়স্টিক, কম্পিউটারের অফ অন করতে পারবেন।
নিচে খেয়াল করুন। দেখুন এখানে আপনি উইন্ডো বাটনে না ক্লিক করে খুবই শটকার্টে পিসি অফ রিবোট স্লিপ করতে পারবেন।
নিচের আইকনে ক্লিক করে আপনার পিসির মনিটর মোবাইলের স্ক্রিনে শেয়ার করে চালাতে পারবেন।
তো কেমন লাগল আজকের টিউন। আমি মনে করি টিউন টী সবার কাজে আসবে। তো ভালো লাগলে আমাকে জানান। আর যদি বুঝতে সমস্যা হয় টিউমেন্টে জানান।
হাজির হব নতুন কোন টিউন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।