হোস্টিং এর সাথে কোন ডোমেইন অ্যাড করতে চাইলে আপনাকে (DNS বা Domain Name Server) ডোমেইন নেম সার্ভার টি আপডেট করতে হবে। তাহলেই আপনার হোস্টিং এর সাথে ওই ডোমেইন টি কানেক্ট হয়ে যাবে।
কিভাবে করবেন?
আপনি যেখান থেকেই হোস্টিং ও ডোমেইন কিনেন না কেন তারা আপনাকে সেগুলো ম্যানেজ করার জন্য cPanel বা কন্ট্রোল প্যানেল দিবে। তাই আপনি যদি হোস্টিং এবং ডোমেইন আলাদা ভাবে কিনেন তাহলে সেই হোস্টিং প্রোভাইডার থেকে নেম সার্ভার নিয়ে ডোমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে সেগুলো যুক্ত করলেই মাক্সিমাম ২৪ ঘন্টার মধ্যই অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে।
ধরুন একটি হোস্টিং প্রোভাইডার এর নেম সার্ভার:
ns1.0server.xyz
ns2.0server.xyz
এখন আপনি ডোমেইন কন্ট্রোল প্যানেল এ ড্যাশবোর্ডে গিয়ে নেম সার্ভার আপডেট এ ক্লিক করে Custom Nameservers হিসেবে উক্ত নেম সার্ভার দুটি বসিয়ে দিবেন এরপর চেন্জ নেম সার্ভারে ক্লিক করলেই ব্যাস কাজ শেষ।
আশাকরি বুজতে পেরেছেন।
আমি মোঃ সোহেল আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।