SSL সার্টিফিকেট কি? SSL সার্টিফিকেট যেভাবে কাজ করে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

যদি আপনার ওয়েবসাইট কে সুরক্ষিত এবং নিরাপদ দেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি SSL সার্টিফিকেট সেটআপ করতে হবে। বিশেষ করে, আপনি যদি ওয়েবসাইট এর মাধ্যমে কোন পণ্য বিক্রয় করতে চান। যেমন- E-commerce Business অথবা Customer দের কে আপনার ওয়েবসাইটে Registration ও Login করার অনুমতি দিলেন সেই ক্ষেত্রে SSL Certificate আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে সাহায্য করবে।

মূলত, SSL (Secure Sockets Layer) সার্টিফিকেট হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার এর মধ্যে একটি Encrypted Secure Connection তৈরি করে যা আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য Secure এবং Trustworthy রাখতে সাহায্য করে।

এই SSL সার্টিফিকেট সাধারণত ওয়েব পেজে ইন্সটল করা হয় যা কাস্টমারদের সংবেদনশীল তথ্য যেমন, Login Name, Password, Pin Code, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর) ইত্যাদি নিরাপদে রাখে।

সাধারণত, যেসব ওয়েবসাইটে ‍SSL সার্টিফিকেট আছে সেসব ওয়েবসাইট অ্যাড্রেস বা URL এর শুরুতে https:// থাকবে। আর যে সব সাইটে URL এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই। এমন সাইটে কেনা-কাটা করা নিরাপদ নয়।

SSL সার্টিফিকেট যেভাবে কাজ করে :

#যখন একটি ব্রাউজার SSL সার্টিফিকেট যুক্ত Web Server এর সাথে কানেক্ট হতে চায়, তখন ব্রাউজার আগে নিজের পরিচয় Web Server কে প্রদান করে।

#তারপর ওয়েব সার্ভার ব্রাউজারকে তার Web Certificate পাঠায়।

#তখন ব্রাউজার ওয়েব সার্ভার টি Trustworthy কিনা তা চেক করে এবং Web Server কে একটি মেসেজ পাঠায়।

# তারপর ব্রাউজার এবং Web Server এর মধ্যে Digital Encrypted Data দেখায়।

এই পুরো প্রক্রিয়ায়, ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার নিজেদের মধ্যে ট্রাস্টেটভাবে ডাটা প্রদর্শন করে এবং ব্রাউজার ওয়েব সার্ভারের ডাটা সিকুইরড (Data Secured) দেখায়।

সাধারনত, SSL সার্টিফিকেট ছাড়া কোন ওয়েবসাইটের উপর বিশ্বাস করা সত্যি কষ্টকর, বিশেষ করে যেখানে কাস্টমারদের সংবেদনশীল তথ্য থাকে। যেমন- Login Name, Password, Pin Code, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর) ইত্যাদি।

তাই আপনার যদি কোন বড় ওয়েবসাইট থাকে, যেখানে এইসব সংবেদনশীল তথ্য আদান প্রদান করা হয়, তাহলে আমি আপনাকে SSL সার্টিফিকেট ব্যবহার করার জন্য সাজেস্ট করবো, এতে করে আপনার কাস্টমারও আপনার সাইটকে পছন্দ করবে। সেই সাথে আপনার এবং আপনার কাস্টমারদের তথ্য সুরক্ষিত এবং নিরাপদ রাখতে সাহায্য করবে।

ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ভিপিএস হোস্টিং সহ অনলাইন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নেবুলা আইহোস্ট এর উপর পূর্ন আস্থা রাখতে পারেন।

ওয়েবসাইটঃ nebulaihost

ধন্যবাদ!

Level 2

আমি মোঃ সোহেল আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

SSL Certificate kivabe nite pari? free pr paid?

অধিকাংশ হোস্টিং প্রোভাইডাররা SSL ফ্রিতেই দিয়ে থাকে।
যেমন নেবুলা আই-হোস্ট থেকে ফ্রীতেই পাবেন।
ধন্যবাদ।