বাংলায় সবচেয়ে ভালো ওয়েব সিরিজ অথবা মুভি দেখার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট এর মধ্যে Hoichoi.tv অন্যতম।
এই ওয়েবসাইটের সিরিজ দেখার জন্য অনেকেই পাগল। কারণ এদের সিরিজ এবং মুভিগুলো অসাধারণ হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই এই সাইটের সাথে পরিচিত।
কিন্তু এই সাইটে যদি আপনি কোনো সিরিজ অথবা মুভি দেখতে যান তাহলে আপনাকে মাস/বছর প্রতি কিছু টাকা তাদের কে দিতে হবে।
কিন্তু আমরা কোনো জিনিস টাকা দিয়ে কিনার চেয়ে ফ্রি তে পেতে ভালোবাসি।
এর আগেও আমি দুইটি টিউন করেছিলাম যাতে দেখানো হয়েছিলো কিভাবে Hoichoi থেকে ফ্রি তে ভিডিও দেখা যায়। সময়ের সাথে সাথে Hoichoi.tv অনেক আপডেট হয়ে গিয়েছে যার কারণে পুরাতন পদ্ধতিতে আর ফ্রি তে ভিডিও দেখা সম্ভব হচ্ছে না। অনেকেই ফেসবুকে মেসেজ দিয়ে এর নতুন ট্রিক বের করার কথাও বলেছেন। তাই তো আমি আবারো নিয়ে আসলাম Hoichoi.tv এর প্রিমিয়াম নিয়ে যা আমি আপনাদের ফ্রিতেই দিবো। তো আবারো স্বাগতম Jahid71 এ। বরাবরের মতো আমি জাহিদ আপনাদের সামনে নিয়ে আসলাম চমৎকার একটি টিউন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে আমরা ফ্রি তে ভিডিও দেখবো।
এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে Google play store এ। সেখান থেকে MX player এর সর্বশেষ ভার্সন টি ফোনে আপডেট/ইনস্টল করে রাখতে হবে। আমি জানি আপনাদের প্রায় সবার ফোনেই MX Player আছে। তবোও বলছি Play store থেকে এটাকে আপডেট করে নিন। কারণ এই কাজের জন্য MX এর সর্বশেষ ভার্সনের দরকার পরবে।
Download MX player latest version
উপরে আমি লিংক দিয়ে রেখেছি। সেখান থেকে এক ক্লিকে ইনস্টল করে নিতে পারেন।
ভিডিও চলাকালীন কোনো প্রকার স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করা বন্ধ রাখা হয়েছে। সেজন্য ভিডিও এর স্ক্রিনশট উল্লেখ করতে পারিনি।
আপনি চাইলে ভিডিওর ডানপাশে একটি সেটিংস আইকন পেয়ে যাবেন তাতে ক্লিক করে নিজের ইচ্ছামতো কোয়ালিটি নির্বাচন করে নিতে পারবেন
ভিডিও চলাকালীন কোনো প্রকার স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করা বন্ধ রাখা হয়েছে। সেজন্য ভিডিও এর স্ক্রিনশট উল্লেখ করতে পারিনি।
ডাউনলোড আইকনে ক্লিক করলে এরকম দেখতে পাবেন। এখানে থেকে নিজের ইচাছামতো ডাউনলোড কোয়ালিটি নির্বাচন করে নিয়ে Download now এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
এভাবে আপনি MX প্লেয়ার দিয়ে ভিডিও দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তবে এই ভিডিও আপনি ফাইল ম্যানাজার এ খুঁজে পাবেন না এতো সহজে। ডাউনলোড করা ভিডিও দেখতে হলে অবশ্যই MX প্লেয়ারের Me>>Downloads অপশন থেকে দেখতে হবে। কিভাবে এটির ভিডিওগুলো ফাইল ম্যানেজার এ নিয়ে আসবেন তা নিয়ে আমার ইতিমধ্যে একটি ভিডিও আছে।
ভিডিও টি দেখতেক্লিক করুন এখানে - https://youtu.be/HqU8sC7fGsU
চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভূলবেন না।
ইম্বেড কোড -
আমি মো জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
not..//