দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট স্মার্টফোন

১০ থেকে ১৫ হাজার টাকার বাজেটে দেশীয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ওয়ালটন এ রয়েছে বেশ কয়েকটি মডেল এর দারুন কিছু  স্মার্টফোন। যেগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতেও পারেন। এই আর্টিকেলে আলোচনা করা হবে প্রিমো আর৬ ম্যাক্স, প্রিমো এস৭ এবং প্রিমো আরএক্স৭ স্মার্টফোন তিনটি সম্পর্কে। 

প্রিমো আর৬ ম্যাক্স 

৩ জিবি র‍্যাম এবং এআরএম কর্টেক্স এ-৫৫ ১.৬ গিগাহার্জ অক্টাকোর  প্রসেসর এর সাথে স্মার্টফোন্টির দাম নিরধারন করা হয়েছে ১০৯৯৯ টাকা।  তবে এর ৩২ জিবি এবং ৬৪ জিবি রম ভেরিয়েন্ট এর সাথে দাম সামান্য ওঠানামা করবে।  স্মার্টফোনটিতে জিপিইউতথা গ্রাফিক্স প্রোসেসিং ইউনিট হিসেবে পাওয়া যাবে PowerVR Rouge GE8322। স্মার্টফোনটিতে পাওয়া যাবে ৬.২৬ ইঞ্চি সাইজের ১৯ঃ৯ রেশিও সমৃদ্ধ ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে হালের জনপ্রিয় ট্রেন্ড নচ, এই ফোনের নচকে বলা হচ্ছে ইউ-নচ।

 

একনজরে প্রিমো আর৬ ম্যাক্স,  

  • অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করন
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৩ জিবি র‍্যাম
  • ৩২ জিবি/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ/রম
  • ইউ নচসহ ১৯ঃ৯ রেসিও আইপিএস ডিসপ্লে
  • (১৩+২) মেগাপিক্সেল রিয়ার ডুয়াল ক্যামেরা মডিউল
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

 

প্রিমো আরএক্স৭ 

এক্সপ্লোর দা এলিগেন্স বা ‘সৌন্দর্যকে পরিদর্শন করুন’ ট্যাগলাইন নিয়ে ওয়ালটন এর আরেকটি মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন প্রিমো আরএক্স৭।  ১৩৯৯৯ টাকায় এই ফোনে পাওয়া যাবে টাইপ সি চার্জ এবং ডাটা ট্রান্সফারিং পোর্ট। এতে ব্যবহার করা হয়েছে ১৯ঃ৯ রেসিও সম্বলিত ৬.৩ ইঞ্চি ইন-সেল আইপিএস ডিসপ্লে প্যানেল। Primo RX7 এর ডিসপ্লে রেজুলেসন ২৩৫০*১০৮০ পিক্সেল, যার মানে এটি একটি ২কে ডিসপ্লে। ফোনটির ব্রাইটেনেস লেভেলও অনেক ভালো, যা হলো ৪৫০ নিটস। এই ডিসপ্লেটি আপটু ১০ মাল্টি ফিঙ্গার টাচ সাপোর্ট করবে, সুতরাং গেমিং এর টাচ রেন্সপন্স হবে একদম স্মুথ।  Primo RX7 ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এমটি৬৭৬৩ চিপসেট। আর এই এআরএম করটেক্স এ৫৩ (এমটি৬৭৬৩) চিপসেটকে স্ন্যাপড্রাগন ৬২৫ এর সাথে তুলনা করা যায়। এই অক্টাকোর প্রসেসরটির ক্লক স্পিড ২ গিগাহার্জ। এর সাথে থাকছে মালি জি৭১ এমপি২ জিপিইউ, যা ৭৭০ মেগাহার্জ ক্ষমতা সম্পন্ন একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

একনজরে প্রিমো আর এক্স৭,  

  • ১৬ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সম্বলিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডুয়াল ক্যামেরা মডিউল
  • ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • ডুয়াল সাইড গ্লাস প্যানেল ডিজাইন
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম সাথে ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট
  • ১৯ঃ৯ রেসিও সম্বলিত ৬.৩ ইঞ্চি আইপিএস ইনসেল প্রযুক্তির ডিসপ্লে
  • ৩৯০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি 

প্রিমো এস৭ 

৩ জিবি র‍্যাম সম্বলিত সেই ডিভাইসটি বাজারে বেশ সারা ফেলে, সম্প্রতি ওয়ালটন প্রিমো এস৭ এর ৪ জিবি ভার্সন নিয়ে এসেছে। 'প্রিমো এস৭' স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ এর রিয়ার প্যানেলে থাকা ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।  ডিভাইসটির মেইন চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের mt6762 সিপিইউ। যা একটি ১২ ন্যানোমিটার প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। আর এটিও ওয়ালটন এর দাবিতে একটু  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত বলে ইউজার এক্সপেরিএন্স হবে আরও বেশি স্মুথ। আর ১২ ন্যানোমিটার প্রযুক্তি হয়ার কারনে ব্যাটারি এর দিক দিয়েও এটি অনেক সাশ্রয়ী হবে আশা করা যাচ্ছে।  এতে থাকবে, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স।

একনজরে প্রিমো এস৭,  

  • অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম
  • ৬ দশমিক ২৬ ইঞ্চির ডিসপ্লে, 'ওয়াটার ড্রপ' নচ
  • ৪/৩ জিবি ডিডিআর৪ র‌্যাম
  • ১২, ১৩ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা (রিয়ার)
  • ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ১২ ন্যানোমিটার ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • এর ৪ জিবি ভার্সনের দাম ১৫, ৬৯৯ টাকা এবং ৩ জিবি ভার্সনের দাম ১৪৯৯৯ টাকা

 

আশা করি আর্টিকেলটি আপনার কাজে দিবে।  আর স্মার্টফোনগুলো দেখতে অবশ্যই চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায়।  আর অবশ্যই স্মার্টফোনগুলো আপনার নিজের মত করে কম্পেয়ার করে দেখবেন।  

 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে কিছু কথা ছিলো 01959282631 imo