জনপ্রিয় ৩টি ডিজিটাল হাজিরা মেশিন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

এইতো কিছুদিন আগের কথা যখন বেশিরভাগ প্রতিষ্ঠানেই সাধারণ পদ্ধতিতে যেমন খাতায় সাক্ষর কসিসিটিভিরে হাজিরা দিতে হতো কিন্তু বর্তমানে স্মার্ট ভাবে ব্যবসা করতে না পারলে প্রতিযোগিতায় টিকে থাকা খুবই কষ্টকর।

তাই বেশিরভাগ প্রতিষ্ঠানই এখন ডিজিটাল হাজিরা মেশিন ব্যবহার করছে দ্রুত সময়ে নির্ভুল হাজিরার জন্য।

চিন্তা করুন তো আপনার প্রতিষ্ঠানে যদি ১০০ জন কর্মকর্তা কর্মচারী থাকে তাহলে তাদের স্বাক্ষরের মাধ্যমে হাজিরা দিতে প্রতিদিন কত সময় ব্যয় হবে? অনেক সময় তাই না! আপনি যদি স্মার্টলি চিন্তা করে একটা ডিজিটাল হাজিরা মেশিন ব্যবহার করেন তাহলে খুবই কম সময়ে হাজিরা নিয়ে নিতে পারবেন।

আজকে আপনাদের সাথে ৩টি ডিজিটাল হাজিরা মেশিন নিয়ে আলোচনা করবো যে তিনটি মেশিন বাংলাদেশের বাজারে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে ২০১৯ সালে এবং ২০২০ সালেও এই অ্যাটেনডেন্স ডিভাইস গুলোর জনপ্রিয়তা লক্ষণীয়।

রিয়েলটাইম টি ৫২:

এই হাজিরা মেশিনটি খুবই আধুনিক ও উন্নতমানের। এটি বিভিন্ন ছোট থেকে বড় যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। ডিভাইসটিতে জিপিআরএস সিস্টেম থাকাতে এটি যেসব এলাকাতে ব্রডব্যান্ড কানেকশন নেই সেখানে মোবাইল অপারেটরদের ইন্টারনেট দিয়ে ব্যবহার করা যাবে। এতে আছে ৫০০০ ফিঙ্গারপ্রিন্ট, ৫০০০ কার্ড, ৫০০০ পাসওয়ার্ড এবং ২ লক্ষ বার রেকর্ড রাখার ক্ষমতা।

realtime t52 digimarkbd.com

এমবি ৪৬০ (জিপিআরএস)

মাল্টিবায়ো ডিজিটাল হাজিরা ডিভাইস যেটি অন্যান্য ডিভাইস থেকে একটু ভিন্ন কারণ এটি আপনার মুখমন্ডলের মাধ্যমে হাজিরা নিতে সক্ষম। এটি বিভিন্ন ছোট থেকে বড় যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। এটি স্কুল, হাসপাতাল সহ যে কোন প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে জিপিআরএস সিস্টেম থাকাতে এটি যেসব এলাকাতে ব্রডব্যান্ড কানেকশন নেই সেখানে মোবাইল অপারেটরদের ইন্টারনেট দিয়ে ব্যবহার করা যাবে। এতে আছে ১২০০ ফেস, ১৫০০ ফিঙ্গারপ্রিন্ট, ২০০০ কার্ড এবং ১ লক্ষ বার রেকর্ড রাখার ক্ষমতা।

zkteco mb460

নেক্সাকি ৪০০০-জি

মেশিনটি বিভিন্ন ছোট থেকে বড় যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। এটি স্কুল, হাসপাতাল সহ যে কোন ছোট থেকে মাঝারি অথবা বড় প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে জিপিআরএস সিস্টেম থাকাতে এটি যেসব এলাকাতে ব্রডব্যান্ড কানেকশন নেই সেখানে মোবাইল অপারেটরদের ইন্টারনেট দিয়ে ব্যবহার করা যাবে। ব্রডব্যান্ড মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। এতে আছে ৬০০০ ফিঙ্গারপ্রিন্ট, ৬০০০ কার্ড এবং ২ লক্ষ বার রেকর্ড রাখার ক্ষমতা।

Nexakey NX4000-G Time Attendance and access control

আশাকরি উপরের ডিভাইস গুলো সম্পর্কে জানতে পেরে আপনাদের অনেক উপকারে এসেছে। এই পণ্যগুলোর দাম একেকটা কোম্পানিতে একেক রকম হলেও ডিজিমার্ক সল্যুশন নামে একটি প্রতিষ্ঠান আছে যারা খুবই অল্প দামে এই পণ্য গুলো বিক্রি করে থাকে। এছাড়াও টেকডিল নামে আরেকটি প্রতিষ্ঠান অনলাইন এ পণ্য গুলো স্বল্প মূল্যে বিক্রয় করে থাকে।

Level 0

আমি জায়ান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।

দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।

টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন