আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।
ফেসবুক কপিরাইট কি? অনেকের প্রশ্ন …
উত্তরঃ ফেসবুক কপিরাইট হচ্ছে, , যদি আপনার কোন ফটো, ভিডিও বা ইত্যাদির কিছু আপনার পারমিশন ছাড়া চুরি করে তার প্রোফাইলে আপলোড করা হচ্ছে কপিরাইট।
বাংলা কথায় কারো কোন কিছু হুবহুব নকল করাই হচ্ছে কপিরাইট।
আজ যেহেতু কপিরাইট নিয়ে আলোচনা তাই এই টিউন টা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি।
ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যাম। কিন্তু কিছু অসাধু লোক এর ফায়দা তুলে। তারা ভাবে তারাই কপিরাইট দিয়ে আপনার টিউন, , , উড়িয়ে দিয়ে ব্লক খাওয়াবে।
মনে রাখবেন এটা ভাচুর্য়াল জগৎ, , ,
এই জগৎ কে কত শক্তিশালী তা আপনি হয়তো জানেনা।
কেন আমি এই নিয়ে টিউন করতেছি।
আমি মনে করি আপনাদের কপিরাইট সম্পর্কে জানা উচিতে।
তবে আপনাদের কাছে রিকুয়েস্ট এই কপিরাইট দিয়ে কোন খারাপ কাজ হাসিল করার চেস্টা করবেন না।
১. যদি দেখেন আপনার ছবি বা ভিডিও কোন আপনার পারমিশন ছাড়া কোথাও আপলোড করা হয়েছে।
তখন আপনাকে নিচের লিংক এ প্রবেশ করতে হবে।
https://web.facebook.com/help/contact/1758255661104383
এবার I found content which I believe infringes my copyright টা সিলেক্ট করুন।
এখানে একটু কথা আছে যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে অপশন গুলোর মধ্যে সিলেক্ট করলেই একের পর এক কমাড আসবে। আর মোবাই থেকে করলে হতো কমাড গুলো একটু অন্য ভাবে আসবে কিন্তু খেয়াল করলে দেখবে সব কিছু একই।
তারপর Next/Submit দিন,
Continue with my copyright report
Continue with my copyright report তারপর Next/Submit দিন
তারপর Continue with my copyright report টা সিলেক্ট করুন
Content that you want to report
Provide the content you want to report
এই অপশনটায় হচ্ছে আসল কাজ।
যদি রিপোর্ট ফোটোর উপর হয় তা হলে ফোটো দিবেন৷
তারপর নিচে বক্স এ এর লিংটা দিয়ে দিবেন।
অন্য কিছু হলে Others দিবেন।
এটা হচ্ছে আপনার অংশ।
এখানে আপনার যাকে রিপোর্ট করতেছেন সে আপনার যা চুরি করেছে তা সিলেক্ট করুন। যদি ফোটো হয় তা হলে ফটো। আর যদি তা না হয় Others, , ,
এবার আপনার ছবির লিংটা বক্স এ দিন৷
তারপর আপনার ফটোর স্কিনসর্ট দিন৷
নিচের মত করে submit দিন।
আমি মাকছুদ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।