বিদ্যুৎ সাশ্রয়ী এবং আইওনাইজার প্রযুক্তির ১ টনের নতুন এসি : WSN-KRYSTALINE-12A

ডিজাইনে রিভারাইন সিরিজের চেয়ে একটু ভিন্নতা নিয়ে ওয়ালটন বাজারে এনেছে ১ টনের আরেকটি নতুন মডেলের এসি, যার মডেল নাম ‘WSN-KRYSTALINE-12A’।

অনেকটা সাধ্যের ভেতর দাম রেখে আমাদের দেশের আবহাওয়া এবং অবকাঠামোকে বিবেচনা করে ওয়ালটন বেশ কয়েক বছর ধরেই দেশেই তৈরি করছে অনেক ভালো মানের এয়ার কন্ডিশনার। বর্তমানে ওয়ালটন এর বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার পুরো দেশব্যাপী বেশ জনপ্রিয়ও বটে।
ওয়ালটন সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের একদম নতুন মডেলের একটি এয়ার কন্ডিশনার WSN-KRYSTALINE-12A। এটি ওয়ালটন এর ক্রিস্টালাইন সিরিজের একদম নতুন সংযোজন। ক্রিস্টালাইন সিরিজে এর আগে ওয়ালটন একটি ইনভার্টার ও একটি ইনভার্টার স্মার্ট এসি নিয়ে এসেছে। WSN-KRYSTALINE-12A একটি ১২০০০ বিটিইউ তথা ১ টনের নন-ইনভার্টার এসি, যার বর্তমান বাজার মূল্য ৩৭, ৯০০ টাকা।

● মডেলঃ WSN-KRYSTALINE-12A
● ক্যাপাসিটিঃ এক টন
● ওয়াটঃ ৩৫১৭
● দামঃ ৩৭, ৯০০

যদি আপনার ঘরের বাতাস একদম বিশুদ্ধ রাখার চিন্তা করে থাকেন তবে এই এসিটি আপনার জন্য। WSN-KRYSTALINE-12A মডেল এর সাথে আপনি পাচ্ছেন বিশেষ আইওনাইজার প্রযুক্তি। আইওনাইজার প্রযুক্তির এসি আপনার ঘরের জন্য একটি শক্তিশালী এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এটি বাতাস থেকে ধূলিকণা, মাইক্রোঅরগ্যানিজমস ইত্যাদি দূর করে এবং বাতাসকে শতভাগ বিশুদ্ধ রাখার কাজ করে। এই এসি থেকে নেগেটিভ আয়ন বের হওয়ার কারণে এটি দূষিত বায়ু, ব্যাক্টেরিয়া, ধূলিকণা, ধোয়া সবকিছু একদম ঘরের বাইরে নিয়ে যায়।

এয়ার কন্ডিশন এর অন্যতম একটি বিরক্তিকর বিষয় হচ্ছে এর শব্দ করাটা। ঘুমের সময় যখন সামান্য শব্দ হলেও অনেকের ঘুমের সমস্যা হয়, সেখানে তো এসির যান্ত্রিক শব্দ মেনে নেয়ার প্রশ্নই আসে না। তবে এই দিক দিয়ে ক্রিস্টালাইন এসিকে প্লাস পয়েন্ট দেয়া যাবে, কেননা এসিটি কাজ করবে একদম নিঃশব্দে।

এসি ঘরের সব দিকে বাতাস সমানভাবে দিচ্ছে কিনা, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এসির সামনে দাঁড়ালেই ঠাণ্ডা বাতাস পাওয়া যাবে, অন্য কোথাও সরে গেলে পাওয়া যাবে না, তা ভালো এসির লক্ষণ নয়। একটি আদর্শ এসির ঘরের সব দিকে সমানভাবে একই মানের ঠাণ্ডা বাতাস প্রবাহ নিশ্চিত করতে হবে। আর এই জন্য, ক্রিস্টালাইন মডেলের এসিটির থাকছে আনুভূমিক এবং উলম্ব তথা মাল্টি এঙ্গেল এয়ার ফ্লো বা বাতাস প্রবাহ সুবিধা। যার ফলে ঘরের সব দিকে এসিটি সমান মাত্রায় ঠাণ্ডা বাতাস প্রবাহ করে দিতে পারবে।

ঘর কতোটা এবং কত দ্রুত ঠাণ্ডা হবে তা নির্ভর করে এসির ভেতর থাকা ফ্যানের ওপর। এই ফ্যান যত বেশি বড় হবে, এই এসিকে এর ফলে তত বেশি কার্যকর বলা যাবে। এই এসিটিতে থাকছে তুলনামূলক বড় ক্রস ব্লো ফ্যান। আর এর ফলে বাজারের অন্য সব এসির চাইতে এই এসিটির কুলিং স্পিড হবে ৪০% বেশি। আর এই ক্রস ব্লো ফ্যানটি অতো বেশি নয়েসি নয়, খুবই সাইলেন্টলি এর কাজ করে যায়।

ক্রিস্টালাইন এসিতে আপনি পাবেন ১৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাছাই করার রেঞ্জ। অনেক এসিতে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এতে সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাবেন।

এসি কেনার ক্ষেত্রে তার বিদ্যুৎ খরচের ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় নিতে হবে; আর আদৌ সেটি কতোটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। বাইরের দেশের সাথে বাংলাদেশ এর ইলেক্ট্রিসিটির মাত্রা একই নয়, আর সে এসিগুলো প্রধানত তাদের নিজস্ব দেশের উপযোগী করে বানানো। ফলে সেইসব এসি আমাদের কার্যকর সার্ভিস দিচ্ছে কিনা তা কেনার আগে বোঝার উপায় থাকে না। আর এই কারণে পরে ফাঁকিতে পড়তে হয়।

আবাসিক এবং বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য আর৪১০এ হলো একটি মানসম্মত রেফ্রিজারেন্ট গ্যাস। আগে আর২২ ব্যবহার করা হতো যা ছিল ওজোন স্তরের জন্য খুবই ক্ষতিকর। অন্যদিকে আর৪১০এ রেফ্রিজারেন্ট ওজোন স্তর এবং পরিবেশের ক্ষতি করে না। এসির মতো উচ্চ ওয়াটের যন্ত্রের ক্ষেত্রে ‘কো-ইফিসিয়েন্ট অফ পারফর্মেন্স’ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি এসির ‘কো-ইফিসিয়েন্ট অফ পারফর্মেন্স’ পয়েন্ট যতো ভালো হবে, এসিটি ঠিক ততোটা কর্মদক্ষতা সম্পন্ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে। আর এই দিক থেকেও ক্রিস্টালাইন এসিটি সঠিক অবস্থানে আছে।

ক্রিস্টালাইন সিরিজের এই এসিটি দেখতে এবং এসিটি সম্পর্কে আরো জানতে আপনি চলে যেতে পারেন আপনার পাশের যেকোনো ওয়ালটন প্লাজায়। ওয়ালটন এসিতে রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আরো পাবেন ৩ বছর পর্যন্ত ফ্রি বিক্রয়োত্তর সুবিধা। বর্তমানে সারা দেশে আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃক পরিচালিত ৭২টি সার্ভিস সেন্টার রয়েছে। সুতরাং অনাকাঙ্ক্ষিত সমস্যা এবং বিক্রয়ত্তর সেবা নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবেনা।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস