কনকনে শীতে জমজমাট অফার নিয়ে ওয়ালটন স্মার্টফোন

প্রতিশীতের মত এবারও ওয়ালটন নিয়ে এল স্মার্টফোনে বিশেষ অফার। আর এখনি সুযোগ খুবই ভালো দামে আপনার পছন্দের স্মার্টফোনটি লুফে নেয়ার। স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা সবাই সাদ্ধের দামের ভেতর ভালো একটি ডিল খুঁজি। আর সেদিক দিয়ে বাজেট এর ভেতর ভালো সব স্মার্টফোনের জন্য আমাদের অনেকেরই পছন্দ দেশীয় স্মার্টফোন তৈরিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। আর যখন সেই বাজেট স্মার্টফোনগুলোর ওপরেরও যখন পাওয়া যায় স্পেশাল অফার তাহলে তো কথাই নেই! প্রতি শীতের মতই ওয়ালটন এবার তাদের তিনটি স্মার্টফোনে দিয়েছে দারুন ছাড়। আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো এইচ৮ টার্বো (৩জিবি), প্রিমো জি৯ এবং প্রিমো এফ৯।

চলুন নিচে স্মার্টফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেইঃ

প্রিমো এইচ৮ টার্বো (৩জিবি)

কনকনে শীতে জমজমাট অফার নিয়ে Primo H8 Turbo (3GB) হ্যান্ডসেট আসছে অবিশ্বাস্য দামে। 'উইন্টার সেল' অফারে 3GB RAM-এর এই হ্যান্ডসেট পাবেন মাত্র ৬, ৪৯৯ টাকায়।  অফার চলবে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। অফারটি সকল ওয়ালটন প্লাজা, অনলাইন ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন মোবাইল ব্রান্ড আউটলেট থেকে উপভোগ করা যাবে।

ফুল স্পেসিফিকেশন দেখতে ভিজিট করুন - https://youtu.be/zVlxcyIGif0

হ্যান্ডসেট হাইলাইটস-

▪ ডুয়েল 4G সাপোর্ট
▪ ১.৫ গিগাহার্জ কোয়াড-প্রসেসর প্রসেসর
▪ ৩ জিবি র্যাম; ১৬ জিবি রম
▪ ৫.৪৫'' এইচডি প্লাস আইপিএস ফুল-ভিউ (১৮ঃ৯) ডিসপ্লে
▪ ৮ মেগাপিক্সেল সনি রিয়ার ক্যামেরা
▪ ৮ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা
▪ ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক
▪ ৩২০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি
▪ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, নোটিফিকেশন লাইট, ওটিজি, ওটিএ আপডেটের সুবিধাসহ আরও অনেক কিছু।

প্রিমো জি৯

উইন্টার চমকে মাত্র ৫, ৯৯৯ টাকায় পাচ্ছেন অক্টা-কোর প্রসেসর, ২জিবি/১৬জিবি মেমোরি ভেরিয়েন্ট, ৫.৪৫" এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ৮মেগাপিক্সেল এ আই ক্যামেরা, ফেস আনলক, ডুয়েল 4G সুবিধা সহ আরও অনেক কিছু। আকর্ষণীয় নতুন দামে Primo G9 দিবে সেরা পারফরমেন্সে, সেরা ফিচার।

ফুল স্পেসিফিকেশন দেখতে ভিজিট করুন - https://youtu.be/kN0WA1wa4qM

হ্যান্ডসেট হাইলাইটস-

▪ ডুয়েল 4G সাপোর্ট
▪ ৫.৪৫'' এইচডি প্লাস আইপিএস ফুল-ভিউ (১৮ঃ৯) ডিসপ্লে
▪ অ্যান্ড্রয়েড ৯.০ পাই
▪ ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর
▪ ২ জিবি DDR4 র্যাম; ১৬ জিবি রম
▪ ৮ মেগাপিক্সেল এ আই রিয়ার ক্যামেরা
▪ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
▪ ২৫০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি
▪ ফেস আনলক, জেসচার ন্যাভিগেশন, অটো কলরেকোর্ডিং, অনলাইন থীম, ওটিজি, ওটিএ আপডেটের সুবিধাসহ আরও অনেক কিছু।

প্রিমো এফ৯

নতুন দামে সেরা ফিচারস নিয়ে Primo F9 এখন বাজারে। ৫.৪৫'' বিগ স্ক্রীন, ১৬জিবি ইন্টারনাল মেমোরি, অ্যান্ড্রয়েড ৯.০ পাই (গো এডিশন), 4G সাপোর্ট, ৫ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, আকর্ষণীয় ডিজাইন ও রঙ সহ আরও অনেক কিছু পাচ্ছেন মাত্র ৪, ৯৯৯ টাকায়।

ফুল স্পেসিফিকেশন দেখতে ভিজিট করুন - https://techtunes.io/other/tune-id/628083

হ্যান্ডসেট হাইলাইটস-

▪ 4G সাপোর্ট
▪ ৫.৪৫'' ফুল-ভিউ (১৮ঃ৯) ডিসপ্লে
▪ অ্যান্ড্রয়েড ৯.০ পাই (গো এডিশন)
▪ ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
▪ ১ জিবি র্যাম; ১৬ জিবি রম
▪ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ
▪ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ
▪ ২৫০০ মিলি অ্যাম্পেয়ার ব্যাটারি
▪ নোটিফিকেশন লাইট, জেসচার ন্যাভিগেশন, ওটিএ আপডেটের সুবিধাসহ আরও অনেক কিছু।

অফারটি ছিল ২২ তারিখ থেকে, ৩১ তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনার কাছে সময় থাকবে মাত্র কয়েকদিন। তো সময় যেন শেষ না হয়ে যায়, সে জন্য পারলে আজই চলে যেতে পারেন নিকটস্থ ওয়ালটন প্লাজায়। আর বেছে নিন এই তিনটি বাজেট ফোনের ভেতর আপনার পছন্দেরটি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ১৬২৬৭ অথবা ০৯৬১২৩১৬২৬৭-এ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস