ইন্টারনেট এ দিনরাত খুঁজেও আমরা অনেক সময় পছন্দের মুভি পাইনা, বেশির ভাগ মুভি গুলোই হয় ফেক না হয় প্রিন্ট খারাপ,
আবার ডাউনলোড করতে গেলে তো হাজার টা এড স্কিপ করতে করতেই দিন যায়, এছারা লক লিংকের জ্বালায় তো মাঝে মাঝে মুভির নামই ভুলে যাই।
আজকে আমি আপনাদের মাঝে এমন একটা মুভি সাইট সাজেস্ট করব যেটা হুবহু ইউটিউবের মত,
এখানে সার্চ করে ইচ্ছা মত মুভি দেখতে পারবেন সম্পূর্ন ফ্রিতে, এখানে কোন মেম্বারশিপ নিতে হয়না,
তবে সাইটে একটা একাউন্ট খুলে মুভি দেখলে ভালো স্টিমিং স্পিড পাবেন।
সাইট এর লিংল্কঃ https://zerohost.co/
এবার বলছি টাকা কিভাবে আয় করবেন,
প্রথমত এখানে ফ্রিতে মুভি দেখতে পাবেন,
যদি আয় করতে চায় তাহলে এখানে আপনার কটি চ্যালেল থাকতে হবে, ভয় নেই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে না।
আপনার কাছে আছে এমন একটা মুভির নাম লিখে সাইটে সার্চ করুন, যদি ওয়ি মুভিটি সাইটে না থাকে আপনার চ্যানেল থেকে আপলোড করে দিন, কোন কপিরাইট নেই এই সাইটে।
এর পর আপনার মুভিটি পেন্ডিং থাকবে, ২৪ ঘন্টার মধ্যে তা এপ্রুভ হবে,
এভাবে ৩ টি মুভি এপ্রুভ হলেই আপনার মনিটাইজেশন অন হবে। এবং আপনার মুভির ভিউ যত বাড়বে আপনার ইঙ্কাম ও বাড়তে থাকবে।
সুবিধা হলো এখানে যেহেতু কপিরাইটের ঝামেলা নেই সেহেতু আপনার নিজের কোন কন্টেন্ট লাগছে না, তা ছাড়া প্রত্যেক চ্যালেন এ ডনেশন অপ্সহন চালু আছে, ইউ এস এ বা কোন দেশের মানুশ যদি মুভি দেখে আপনাকে ডনেট করে তবে সেইটা থেকে ১০% কেটে পুরোটাই আপনার ও্যালেট এ যাবে।
আয় করতে হলে কিছু নিয়ম কানুন মানতে হবেঃ
১। মুভি অবশ্যই mp4 ফরমেটের হতে হবে।
২। মুভি সাইজ ১ জিবি এর কম রাখা ভালো!
৩। ভালো মানের প্রিন্ট আপলোড দিলে বেশি ভিউ পাবেন।
৪। আপলোড করার আগে দেখে নিবেন অই মুভিটা আগে কেউ আপলোড করেছে কিনা।
আগে কেউ আপলোড করে থাকলে এপ্রুভ পাবেন না।
যেকোন প্রবলেম হলে [email protected] তে মেইল করলে তার সমাধান পাবেন।
সব মিলিয়ে আমার কাছে সাইট টা দারুন লেগেছে, করন এখনে ফ্রিতে অনেক মুভি পাওয়া যায়, এবং আয় এর ব্যবস্থাও রইয়েছে।
যে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ!
আমি হাসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাসান খান , একজন ব্লগার,